জি-২০ সম্মেলনে অংশগ্রহণে নেতাদের আমন্ত্রণ ভারতের
২৩ জুলাই ২০২৩, ০৫:২৯ পিএম | আপডেট: ২৩ জুলাই ২০২৩, ০৫:২৯ পিএম
জি-২০ ভুক্ত সব সদস্য দেশ, আমন্ত্রিত দেশ এবং আন্তর্জাতিক সংস্থাগুলিকে আমন্ত্রণ পাঠিয়েছে ভারত। আগামী সেপ্টেম্বরে রাজধানী নয়া দিল্লিতে নির্ধারিত জি-২০ শীর্ষ সম্মেলনে আমন্ত্রিতদের অংশগ্রহণকে স্বাগত জানাতে উন্মুখ ভারত।
জি-২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এসব তথ্য জানিয়েছেন। যদিও তিনি বলেছেন, তিনি নির্দিষ্ট কোনো নেতার বিষয়ে কথা বলতে পারবেন না। খবর দ্য প্রিন্টের।
অরিন্দম বাগচি বলেন, এই মুহূর্তে আমি যা পুনরাবৃত্তি করতে পারি তা হলো— আমরা আগে যা বলেছি, জি-২০ সব সদস্যদের পাশাপাশি আমন্ত্রিত দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলিকে সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে৷ এটি সশরীরের সম্মেলন এবং আমরা আশা করব আমন্ত্রিত সবাই সশরীরে উপস্থিত হতে পারবেন।
তিনি আরও বলেন, আমি বুঝতে পেরেছি কোনো কোনো আমন্ত্রিতদের অংশগ্রহণের ব্যাপারে সাংবাদিকরা নিশ্চিত হতে চায়। তবে আমি আবারও বলছি কোনো নির্দিষ্ট নেতার বিষয়ে নির্দিষ্ট কোনো প্রতিক্রিয়া—হ্যাঁ বা না নেই। আমি মনে করি না যে বিষয়টিকে সেভাবে দেখা ন্যায়সঙ্গতও হবে। তবে, হ্যাঁ, আমরা সেপ্টেম্বরে আমাদের জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনের নেতাদের স্বাগত জানাতে নয়া দিল্লি উন্মুখ।
২০২২ সালে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনে যাননি পুতিন। তার পরিবর্তে তিনি পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে পাঠিয়েছিলেন। আর এবারের সম্মেলনের বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ান সংবাদ সংস্থা তাসকে বলেছেন, পুতিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সম্মেলনে বক্তৃতা দেবেন। আর পুতিনের পরিবর্তে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সশরীরে সম্মেলনে রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন।
আগামী ৯-১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ১৮তম জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জি-২০ সদস্য দেশগুলো হলো- আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন। আমন্ত্রিত দেশগুলো হলো বাংলাদেশ, মিশর, মরিশাস, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, ওমান, সিঙ্গাপুর, স্পেন ও সংযুক্ত আরব আমিরাত।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক