ঢাকা   মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ | ১০ পৌষ ১৪৩১

মোদী ঘনিষ্ঠ মিজো নেতা কেন বিদ্রোহী হচ্ছেন?

Daily Inqilab অনলাইন ডেস্ক

০১ আগস্ট ২০২৩, ০১:০৫ পিএম | আপডেট: ০১ আগস্ট ২০২৩, ০১:০৫ পিএম

তিনি শুধু প্রথাগত রাজনীতিবিদ নন, সাবেক একজন গেরিলা যোদ্ধাও বটে! ভারতের আঠাশটি অঙ্গরাজ্যে যে আঠাশজন মুখ্যমন্ত্রী আছেন, তাদের কারও বায়োডাটা এতটা বর্ণময় নয় তা চোখ বুজে বলা যায়। আশি ছুঁই ছুঁই বয়সেও নির্মেদ, টানটান চেহারা – রোজ নিয়ম করে ঘাম ঝরিয়ে দেড়-দু’ঘন্টা ব্যাডমিন্টন খেলেন আজও।

এক সময় ভারতীয় রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র ধরেছেন, পার্বত্য চট্টগ্রামের গহীন জঙ্গলে পর্যন্ত কাটিয়েছেন বছরের পর বছর। আবার পরবর্তী জীবনে সেই তিনিই রাষ্ট্রের সাংবিধানিক পদে এসেছেন, ভারতের দূত হিসেবে নানা দেশে নানা গোপন মিশনেও অংশ নিয়েছেন। বহু জঙ্গী ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সঙ্গে সরকারের শান্তি আলোচনায় তাকে দৌত্য করতেও দেখা গেছে। কখনো প্রকাশ্যে, কখনো আবার পর্দার আড়ালে। যার কথা বলছি, তিনি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামের তিন-তিনবারের মুখ্যমন্ত্রী – জোরামথাঙ্গা।

মিজোরামে ক্ষমতাসীন দল মিজো ন্যাশনাল ফ্রন্টের সর্বোচ্চ নেতা তথা প্রেসিডেন্টও তিনি। আজ থেকে সিকি শতাব্দী আগে বিজেপির নেতৃত্বে যে এনডিএ জোট গড়ে তোলা হয়েছিল, একেবারে শুরু থেকে সেই এনডিএ-রও শরিক তার দল। বিবিসি বাংলাকে গত বছর দেয়া এক সাক্ষাৎকারে তিনি নিজেই জানিয়েছিলেন, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তথা নরেন্দ্র মোদীর ডান হাত অজিত ডোভালের সঙ্গে মিলে বহুবার তিনি গোপনে মিয়ানমার ও থাইল্যান্ডে গেছেন।

সে সব দেশে সক্রিয় বিভিন্ন ‘আন্ডারগ্রাউন্ড’ সশস্ত্র গোষ্ঠীকে আলোচনার টেবিলে আনার চেষ্টাও চালানো হয়েছে ওই সব অভিযানে। এমন কী প্রতিবেশী বাংলাদেশেও পুরনো সুসম্পর্কের সুবাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা বিএনপি নেত্রী খালেদা জিয়া – দুজনের সঙ্গেই সরাসরি টেলিফোন তুলে কথা বলার ক্ষমতা রাখেন তিনি। বলেওছেন বহুবার। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চোখ বন্ধ করে দেশের হাতেগানা যে কয়েকজন রাজনীতিবিদকে ভরসা করেন বলে শোনা যায় – জোরামথাঙ্গা তাদেরও অন্যতম।

অথচ গত কয়েকদিন ধরে সেই জোরামথাঙ্গার গলাতেই শোনা যাচ্ছে ভিন্ন সুর। নানা ইস্যুতে তিনি মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন, প্রকাশ্যে সমালোচনা পর্যন্ত করছেন দেশের প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর। মণিপুর পরিস্থিতিতে হস্তক্ষেপের অভিযোগ নিয়ে ওই রাজ্যের বিজেপি মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের সঙ্গে প্রকাশ্য বিতর্কেও জড়িয়ে পড়েছেন তিনি। মিজো রাজনীতির এই প্রবাদপ্রতিম নেতাকে নিয়ে ভারতের মূল ধারার সংবাদমাধ্যমে চর্চাও হঠাৎ করে বেড়ে গেছে। আগামী দিনে তিনি কোন দিকে ঝুঁকতে পারেন, বিজেপির সঙ্গ ছাড়বেন কি না – তা নিয়ে জল্পনাও হচ্ছে বিস্তর। এ রবিবারও (৩০ জুলাই) তিনি বেশ হাসতে হাসতেই এই প্রতিবেদককে টেলিফোনে বললেন, “দেখা যাক, সামনে কী হয়। আর কী করব তা তো আপনারা দেখতেই পাবেন!”

বিগত প্রায় এক দশক ধরে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিত্বে যিনি দেশে-বিদেশে সরকারের প্রধান ‘ট্রাবলশ্যুটার’ হিসেবে কাজ করেছেন, তিনি হলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও সাবেক গোয়েন্দা-প্রধান অজিত ডোভাল। সেই অজিত ডোভালের সঙ্গে মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার ব্যক্তিগত সমীকরণ খুবই ভাল – আর তারা দুজনে একই সঙ্গে বহু ‘মিশনে’ও গেছেন। গত আগস্ট মাসে মিজোরামের রাজধানী আইজলে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে দেওয়া এক সাক্ষাৎকারে জোরামথাঙ্গা বিবিসি বাংলাকে বলেছিলেন, “মিয়ানমার সীমান্তে শান্তি ফেরানোটা যে কত জরুরি, সেটা বুঝেই আমি আর ডোভাল একসঙ্গে ওই অভিযানে নেমেছিলাম।”

২০১৮ থেকে ২০২০র মধ্যে বিমানবাহিনীর বিশেষ এয়ারক্র্যাফটে চেপে তারা মিয়ানমারের ভেতরে বহু ‘আন্ডারগ্রাউন্ড’ গোষ্ঠীর ডেরাতেও গিয়েছিলেন, সে দেশের সরকারের সম্মতি নিয়েই। “আমরা জানি মিয়ানমারের কাচিন, কারেন, শান, আরাকান, চিন হিলস সর্বত্র সশস্ত্র গোষ্ঠীদের সঙ্গে সেনার সংঘর্ষ চলছে, আর তার কোনও কোনওটার ঢেউ এসে আছড়ে পড়ছে ভারতেও।”“তাদের বুঝিয়ে-সুঝিয়ে যাতে সরকারের সাথে আলোচনার টেবিলে বসানো যায়, সেটাই ছিল মূল লক্ষ্য। আর আমরা নিগোশিয়েশন করছিলাম মূলত কাচিন আর চিনদের সঙ্গে”, সে দিন বলেছিলেন জোরামথাঙ্গা। নেপিদওতে, না-হলে ব্যাঙ্ককে বা দিল্লিতে যাতে এই শান্তি বৈঠক হতে পারে - তার জন্যও কথাবার্তা অনেকদূর এগিয়ে গিয়েছিল। কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর নেতাদের দিল্লি সফরও প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল।

কিন্তু ২০২১র ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সেনা অভ্যুত্থান সেই সব হিসেব-নিকেশই উল্টে দেয়। শান্তি-আলোচনার উদ্যোগ ভেস্তে যায়, সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পুরোদস্তুর দমন-পীড়ন শুরু হয়ে যায়। ‘দেখুন, নিজে যেহেতু বহুদিন আন্ডারগ্রাউন্ড জীবন কাটিয়েছি, তাই এদের সঙ্কটটা, এদের চাওয়া-পাওয়াটা আমি বুঝি।’ ‘আর তারা তো স্বাধীন রাষ্ট্র চাইছেন না, মিয়ানমারের ভেতরেই একটা ফেডারেল কাঠামো চাইছেন – তাতে অসুবিধা কোথায়?’, বেশ আক্ষেপের সুরেই সে দিন বলেছিলেন জোরামথাঙ্গা। পরে মিয়ানমারের চিন স্টেটে সেনা নির্যাতনের জেরেই ওই প্রদেশ থেকে প্রায় পঞ্চাশ হাজার শরণার্থী গত আড়াই বছরে মিজোরামে এসেছেন – আর তাদের শরণার্থীর মর্যাদা দেয়া নিয়েই মোদী সরকারের সঙ্গে জোরামথাঙ্গার প্রথম সংঘাত শুরু হয়।

বাংলাদেশ যুদ্ধের সঙ্গে তুলনা

২০২১ সালের গোড়ায় যখন মিয়ানমার থেকে মিজোরামে শরণার্থীর ঢল নামে, জোরামথাঙ্গার সরকার তাদের সাদরে স্বাগত জানিয়েছিলে। রাজ্যের মিজো-রা মিয়ানমার থেকে আসা তাদের চিন ভাইবোনদের মাথার ওপর ছাদ, দুবেলার খাবারদাবারের ব্যবস্থা করেছিল। রাজ্যের নানা প্রান্তে রাতারাতি গড়ে তোলা হয়েছিল অজস্র শরণার্থী শিবির। জোরামথাঙ্গা বিবিসি বাংলাকে বলছিলেন, “আমাকে প্রথম দিন থেকেই হোম মিনিস্ট্রি বলে আসছে এদেরকে পুশব্যাক করো। আমি সোজা বলে দিয়েছি এদের সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক, আমি কিছুতেই তাদের বিপদের মুখে ঠেলে দিতে পারব না।”

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র সঙ্গে জোরামথাঙ্গার সম্পর্ক শীতল হতে শুরু করে তার পর থেকেই। ‘আমি অমিত শাহকে এমনও বলেছিলাম, একাত্তরে পাকিস্তানি সেনার নির্যাতন থেকে পালিয়ে লক্ষ লক্ষ বাঙালি যখন ভারতে এসেছিলেন আমরা কি তাদের পুশব্যাক করেছিলাম?’ ‘উনি সে প্রশ্নের কোনও উত্তর দিতে পারেননি!,’ স্পষ্ট জানান মিজোরামের মুখ্যমন্ত্রী। আসলে বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামের ভূখন্ডে যেহেতু দু’দশকের বেশি সময় ধরে গেরিলা যোদ্ধার জীবন কাটিয়েছেন, সে দেশের প্রতি জোরামথাঙ্গার একটা আলাদা দুর্বলতা আছেই। এমন কী বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন সেনা কর্মকর্তা হিসেবে চট্টগ্রামে কর্মরত ছিলেন, তখন থেকেই জোরামথাঙ্গা-সহ মিজো নেতাদের সঙ্গে তার ঘনিষ্ঠ পরিচয় ছিল।

২০০৬ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া যখন ভারতে রাষ্ট্রীয় সফরে আসেন, তখন জিয়া পরিবারের সঙ্গে সেই পুরনো পরিচয়ের সুবাদে তার সঙ্গে দেখা করিয়ে দিতে ভারত সরকার জোরামথাঙ্গাকে দিল্লিতেও ডেকে পাঠিয়েছিল। তখন মুখ্যমন্ত্রীর পদে না-থাকলেও খালেদা জিয়ার সঙ্গে দিল্লিতে তার সেবার মুখোমুখি বৈঠক হয়েছিল, পুরনো দিনের অনেক প্রসঙ্গ নিয়ে আলোচনাও হয়েছিল। ফলে প্রতিবেশী দেশ মিয়ানমার বা বাংলাদেশে বহু ক্ষেত্রে ট্র্যাক-টু কূটনীতির কাজ হাসিল করতে জোরামথাঙ্গা বহুদিন ধরেই ভারত সরকারের হয়ে কাজ করছেন – কখনো প্রকাশ্যে, কখনো অন্তরালে।

এখন কেন অভিমানী?

সাবেক বিচ্ছিন্নতাবাদী নেতা থেকে আদর্শ ‘দেশপ্রেমী’তে পরিণত হওয়া জোরামথাঙ্গা যে ইদানীং কেন্দ্রীয় সরকারের ওপর রুষ্ট – তা আর গোপন নেই। আর এর প্রধান কারণ হল মণিপুরের সঙ্কট। মণিপুরে রক্তাক্ত জাতি সংঘাত শুরু হওয়ার থেকে অন্তত হাজার পনেরো কুকি ওই রাজ্য থেকে পালিয়ে এসে লাগোয়া মিজোরামে আশ্রয় নিয়েছেন। এরই মধ্যে দু’জন কুকি নারীকে নগ্ন করে ঘোরানোর ভিডিও সামনে আসার পর প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে মিজোরাম। মিজো-কুকি-চিন সৌভ্রাতৃত্বের ডাকে আইজলে বিশাল মিছিলে পা মিলিয়ে হেঁটেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

গত এক সপ্তাহের ভেতর তিনি ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমকে জোরামথাঙ্গা এমন কিছু সাক্ষাৎকারও দিয়েছেন, যাতে তার তীব্র ক্ষোভ পরিষ্কার ফুটে বেরিয়েছে। দ্য প্রিন্ট-কে তিনি যেমন বলেছেন, ‘মণিপুর সিচুয়েশন কেন্দ্র যেভাবে ডিল করছে, তাতে তাদের দৃষ্টিভঙ্গী দেখে আমি অবাক হয়ে যাচ্ছি।’ ইন্ডিয়া টুডে-কে তিনি জানিয়েছেন, “ভারত যদি পঞ্চাশ বছর আগে বাংলাদেশের শরণার্থীদের ঠাঁই দিতে পারে তাহলে আজও মিয়ানমার থেকে আসা শরণার্থীদের আশ্রয় দিতে পারবে। এতে কেন্দ্র যদি অন্য রকম কিছু ভাবে -তাতে তার কিচ্ছু করার নেই!”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি গোটা ভারত জুড়ে যে ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) বা অভিন্ন দেওয়ানি বিধি প্রবর্তনের ডাক দিয়েছেন, তার বিরুদ্ধেও গর্জে উঠেছেন মোদীর এক সময়ের অতি আস্থাভাজন এই নেতা। হিন্দুস্তান টাইমস পত্রিকাকে তিনি বলেছেন, “মোদী সরকার যদি মিজোরামে ইউসিসি চালু করার চেষ্টা করে তাহলে আমরা এনডিএ ছেড়ে বেরিয়ে আসতেই দ্বিধা করব না।”

মিজোরামে বিধানসভা ভোট হতে আর মাসচারেকও বাকি নেই। তার আগে ‘মিজো সাবন্যাশনালিজম’-কে উসকে দিতে এটাকে অনেকে জোরামথাঙ্গার ‘পলিটিক্যাল পশ্চারিং’ বা রাজনৈতিক অবস্থান নেওয়ার চেষ্টা বলেও মনে করছেন। আসল কারণটা যাই হোক, আজকের তারিখেও জোরামথাঙ্গার টুইটার ডিপি-তে যে ছবি রয়েছে তাতে তাঁকে হাসিমুখে নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। কিন্তু মিজোরামের বেপরোয়া আর ব্যতিক্রমী মুখ্যমন্ত্রী আর কতদিন সেই ছবিটা ডিপি-তে রাখবেন, সেটাই এখন দেখার! সূত্র: বিবিসি।


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

সিরিয়ায় বিমান চলাচল স্থগিত করল ইরান
যুক্তরাষ্ট্রে খুন মাদক পাচারকারী সুনীল যাদব, দায় নিল বিষ্ণোই গ্যাং
ট্রাম্পের জয়ে ইউক্রেনের সংঘাতে পশ্চিমা দৃষ্টিভঙ্গি বদলেছে: উপদেষ্টা
বাংলাদেশসহ ২০টিরও বেশি দেশ ব্রিকসে আগ্রহী: পুতিনের সহকারী
জার্মান চ্যান্সেলরের সমালোচনা করা জেলেনস্কির উচিত নয়: ন্যাটো প্রধান
আরও

আরও পড়ুন

পটুয়াখালীতে সুবিধা বঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার দুর্যোগের প্রভাব বিষয়ক প্রজেক্ট ওরিয়েন্টশন

পটুয়াখালীতে সুবিধা বঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার দুর্যোগের প্রভাব বিষয়ক প্রজেক্ট ওরিয়েন্টশন

ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালে  ধাক্কা লাগাকে কেন্দ্র করে চিকিৎসকে মারধোর

ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালে  ধাক্কা লাগাকে কেন্দ্র করে চিকিৎসকে মারধোর

মুফতি মুতাজ সভাপতি মুফতি শুয়াইব সাধারণ সম্পাদক নির্বাচিত

মুফতি মুতাজ সভাপতি মুফতি শুয়াইব সাধারণ সম্পাদক নির্বাচিত

নওগাঁয় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

নওগাঁয় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিরিয়ায় বিমান চলাচল স্থগিত করল ইরান

সিরিয়ায় বিমান চলাচল স্থগিত করল ইরান

যুক্তরাষ্ট্রে খুন মাদক পাচারকারী সুনীল যাদব, দায় নিল বিষ্ণোই গ্যাং

যুক্তরাষ্ট্রে খুন মাদক পাচারকারী সুনীল যাদব, দায় নিল বিষ্ণোই গ্যাং

চাঁদপুরে জাহাজে সেভেন মার্ডার: স্বজনদের দাবি পরিকল্পিত হত্যাকান্ড

চাঁদপুরে জাহাজে সেভেন মার্ডার: স্বজনদের দাবি পরিকল্পিত হত্যাকান্ড

বাগেরহাটে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন বরখাস্ত

বাগেরহাটে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন বরখাস্ত

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা

"স্বপ্ন রুরাল ফাউন্ডেশন: তরুণদের হাত ধরে সমাজ বদলের এক নতুন যাত্রা"

"স্বপ্ন রুরাল ফাউন্ডেশন: তরুণদের হাত ধরে সমাজ বদলের এক নতুন যাত্রা"

রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে ছাই হাজারো ঘর, শিশুসহ নিহত দুজন

রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে ছাই হাজারো ঘর, শিশুসহ নিহত দুজন

সিলেট সীমান্ত থেকে ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

সিলেট সীমান্ত থেকে ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

নিখোঁজের ৬ দিন পর বিক্রয় কর্মীর লাশ উদ্ধার

নিখোঁজের ৬ দিন পর বিক্রয় কর্মীর লাশ উদ্ধার

চাঁদপুরে জাহাজে ৭ খুন একজনের বাড়ী  ফরিদপুর গেরদা ইউনিয়নে

চাঁদপুরে জাহাজে ৭ খুন একজনের বাড়ী  ফরিদপুর গেরদা ইউনিয়নে

স্থানীয় সরকার ব্যবস্থা বা সিস্টেম হিসেবে ডেভেলপ করেনি; স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান

স্থানীয় সরকার ব্যবস্থা বা সিস্টেম হিসেবে ডেভেলপ করেনি; স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান

ট্রাম্পের জয়ে ইউক্রেনের সংঘাতে পশ্চিমা দৃষ্টিভঙ্গি বদলেছে: উপদেষ্টা

ট্রাম্পের জয়ে ইউক্রেনের সংঘাতে পশ্চিমা দৃষ্টিভঙ্গি বদলেছে: উপদেষ্টা

চট্টগ্রাম আবাহনীর জালে মোহামেডানের গোল উৎসব

চট্টগ্রাম আবাহনীর জালে মোহামেডানের গোল উৎসব

আউটসোর্সিংয়ে নিয়োগ দুর্নীতি নিষিদ্ধ ছাত্রলীগ নেতার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি!

আউটসোর্সিংয়ে নিয়োগ দুর্নীতি নিষিদ্ধ ছাত্রলীগ নেতার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি!

স্থানীয় সরকার একটি সিস্টেম হিসেবে ডেভেলপ করেনি: সংস্কার কমিশনের চেয়ারম্যান

স্থানীয় সরকার একটি সিস্টেম হিসেবে ডেভেলপ করেনি: সংস্কার কমিশনের চেয়ারম্যান

ফ্যাসিবাদরা এখনো নানা সুরতে আবির্ভুত হওয়ার পাঁয়তারা করছে- ডিসি মুফিদুল আলম

ফ্যাসিবাদরা এখনো নানা সুরতে আবির্ভুত হওয়ার পাঁয়তারা করছে- ডিসি মুফিদুল আলম