ভরা এজলাসেই পদত্যাগের ঘোষণা বোম্বে হাইকোর্টের বিচারপতির
০৫ আগস্ট ২০২৩, ০১:১৪ পিএম | আপডেট: ০৫ আগস্ট ২০২৩, ০১:১৪ পিএম
এজলাসে সবার সামনে হঠাৎ করেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন ভারতের বোম্বে হাইকোর্টের এক বিচারপতি। শুক্রবার (৪ আগস্ট) বিচারপতি রোহিত দেও পদত্যাগের ঘোষণা দেওয়ার পর সাংবাদিকদের বলেন, তিনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন।
তবে ঘটনার সময় উপস্থিত একজন আইনজীবী বলেছেন, নাগপুরে হাইকোর্টের একটি বেঞ্চের সদস্য ছিলেন বিচারপতি দেও। এজলাসে তিনি হঠাৎ বলেন, তিনি আত্মসম্মানের সঙ্গে আপস করতে পারবেন না। তাই পদত্যাগ করছেন।
বিচারপতির এই ঘোষণার পর তাঁর বেঞ্চে শুক্রবারে শুনানির জন্য তালিকাভুক্ত মামলাগুলো বাদ দেওয়া হয়।
বিচারপতি দেওয়ের এজলাস কক্ষে উপস্থিত এক আইনজীবীর উদ্ধৃতি দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিচারপতি দেও বলেন, ‘আদালতে যাঁরা উপস্থিত আছেন, আমি আপনাদের প্রত্যেকের কাছে ক্ষমাপ্রার্থী। আমি আপনাদের অনেক সময় কটু কথা বলেছি। কারণ, আমি আপনাদের উন্নতি চেয়েছি। আমি আপনাদের কারও মনে আঘাত দিতে চাই না। কারণ, আপনারা সবাই আমার পরিবারের মতো। আপনাদের এটা বলতে হচ্ছে বলে দুঃখিত যে আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। আমি আমার আত্মসম্মানের বিরুদ্ধে কাজ করতে পারি না। আপনারা সবাই কঠোর পরিশ্রম করেন।’
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিচারপতি বলেন, তিনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। ভারতের রাষ্ট্রপতির কাছে এরই মধ্যে পদত্যাগপত্র পাঠিয়েছেন।
২০২২ সালে বিচারপতি দেও দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জি এন সাইবাবাকে কথিত মাওবাদী সম্পৃক্ততার একটি মামলায় খালাস দিয়েছিলেন, যেখানে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার কথা তখন বলা হচ্ছিল। ওই রায়ে বিচারপতি দেও উল্লেখ করেছিলেন, এই বিচারিক প্রক্রিয়া সঠিক ছিল না। বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের অধীনে অভিযোগটির কোনো ভিত্তি নেই।
পরে ভারতের সুপ্রিম কোর্ট সেই আদেশ স্থগিত করে এবং হাইকোর্টের নাগপুর বেঞ্চকে নতুন করে শুনানির নির্দেশ দেয়।
গত সপ্তাহে বিচারপতি দেও ৩ জানুয়ারি মহারাষ্ট্র সরকারের দেওয়া একটি নির্দেশনা স্থগিত করেন। এই নির্দেশবলে রাজ্য সরকার নিযুক্ত ঠিকাদারদের অবৈধ খননের অপরাধে শাস্তি দেওয়ার ক্ষমতা রাজস্ব বিভাগের কাছ থেকে কেড়ে নেওয়া হয়। নাগপুর-মুম্বাই সমৃদ্ধি এক্সপ্রেসওয়ে নির্মাণের ঠিকাদারেরাই অবৈধভাবে খনিজ উত্তোলনের সঙ্গে জড়িত থাকার বিষয়ে আপত্তি জানিয়েছিল রাজস্ব বিভাগ। কিন্তু সরকার রাজস্ব বিভাগের এই ক্ষমতা প্রত্যাহার করলে বিচারপতি রোহিত দেও তা স্থগিত করেন।
বিচারপতি দেও ২০১৭ সালের জুনে বোম্বে হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন। ২০২৫ সালের ডিসেম্বরে তাঁর অবসর নেওয়ার কথা ছিল। ২০১৬ সালে মহারাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল ছিলেন রোহিত দেও।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি দলে শর্ট ও হার্ডি, কামিন্সকে নিয়ে শঙ্কা
কমলনগরে ট্রাক্টরট্রলির চাপায় চটপটি বিক্রেতার মৃত্যু
রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে বাস চলাচল শুরু
ঝিনাইদহে ২৬ টি দোকান দুঃসাহসিক চুরি টাকা ও মালামাল নিয়ে চম্পট
আর্থিক প্রতিষ্ঠানে স্বতন্ত্র পরিচালক নিয়োগে প্যানেল
বগুড়ায় মটরসাইকেল - ভটভটি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তা নিহত
‘জমজমের’ নামে ট্যাপের পানি বিক্রি করছিলেন এক প্রতারক , আয় ৩০ কোটি !
মাদকব্যবসা নিয়ে দু-পক্ষের সংঘর্ষ-বোমা হামলা-ভাঙচুর, আহত ২০
জুলাই-আগস্ট গণহত্যা : হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড প্রসিকিউশনের হাতে
কুষ্টিয়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে স্কুল ছাত্র খুন
ইউক্রেনীয় যুদ্ধবন্দীদের মুক্তির জন্য উ.কোরিয়ার সৈন্য বিনিময়ে প্রস্তুত জেলেনস্কি
তারুণ্যের উৎসব উপলক্ষে ঈশ্বরগঞ্জে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
কিয়ার স্টারমার ‘ভালো বন্ধু’ টিউলিপকে কি বরখাস্ত করতে পারবেন ?
রেহানার কাছ থেকে রেহাই মিলত না কোনো ব্যাংকের
টিউলিপ সিদ্দিকের বিতর্কিত সেই ফ্ল্যাট কীভাবে কেনা হয়েছিল?যে তথ্য জানা গেল
লস অ্যাঞ্জেলসের দাবানলে হলিউড তারকার মৃত্যু
কুবিতে ছাত্রলীগ নেতাকে গণপিটুনি শেষে পুলিশে দিল শিক্ষার্থীরা
সাতক্ষীরা সীমান্তে চাষে বাধা দিয়েছে বিএসএফ
"তালেবান নারীদের মানুষ মনে করে না" : মালালা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট