গর্ত না সমতল? চাঁদে কোথায় নামবে লুনা ২৫ ও চন্দ্রযান ৩?
১৩ আগস্ট ২০২৩, ১১:৫৮ এএম | আপডেট: ১৩ আগস্ট ২০২৩, ১১:৫৮ এএম
চাঁদের পথে দৌড়াচ্ছে রুশ ল্যান্ডার লুনা-২৫। অন্যদিকে পৃথিবীর উপগ্রহের কক্ষপথে পৌঁছে গিয়েছে ভারতের চন্দ্রযান-৩। চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে দুই দেশের নভোযান। কিন্তু চন্দ্র পৃষ্ঠের কোথায় নামবে লুনা-২৫ ও চন্দ্রযান-৩? পাশাপাশি অবতরণের পর কাজ শুরু করবে এই দুই মহাকাশযান? এই নিয়ে জল্পনার মধ্যেই জ্যোতির্বিজ্ঞানীদের তরফে মিলল উত্তর।
রুশ মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের সূত্রে খবর, চাঁদের দক্ষিণ মেরুতে নামতে সেখানকার তিনটি গর্তকে বেছে রাখা হয়েছে। এগুলি হল বোগুস্লাভস্কি, মানজিনাস ও পেন্টল্যান্ড। প্রাথমিকভাবে লুনা ২৫-র অবতরণের জন্যে বোগুস্লাভস্কিকেই বেছেছেন রুশ মহাকাশ বিজ্ঞানীরা। তবে শেষ পর্যন্ত সেখানে নভোযানটিকে নামানো না গেলে মানজিনাস বা পেন্টল্যান্ড গর্তে অবতরণ করবে মস্কোর ল্যান্ডার।
অন্যদিকে চাঁদের দক্ষিণ মেরুতে নামলেও চন্দ্রযান ৩ কিন্তু মোটেই লুনা ২৫-র গায়ে গায়ে অবতরণ করবে না। রুশ ল্যান্ডারের থেকে অনেকটা দূরের নামবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-র নভোযান। তাছাড়া এর অবতরণের জন্যে কোনও গর্তকে বাছা হয়নি। সমতল এলাকাতেই চন্দ্রযান ৩-র ল্যান্ডার বিক্রমকে নামানো হবে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য শুক্রবার লুনা ২৫-কে পৃথিবীর কক্ষপথে পৌঁছে দেয় রুশ রকেট সয়ূজ। ভোস্টোচনি কসমোড্রোম স্পেস সেন্টার থেকে রকেটটির সফল উৎক্ষেপণ করা হয়। ওই সময় আকাশ মেঘলা থাকলেও কোনও সমস্যা হয়নি। রুশ সংস্থা রসকসমস জানিয়েছে, ১৬ অগাস্ট চাঁদের কক্ষপথে পৌঁছবে লুনা ২৫। এর পর প্রদক্ষিণ করতে করতে চন্দ্রপৃষ্ঠের আরও কাছে পৌঁছবে ওই ল্যান্ডার। এর জন্য পাঁচ থেকে সাতদিন সময় লাগবে বলে জানা গিয়েছে। শেষে প্রপালশান মডিউল থেকে বিচ্ছিন্ন হয়ে পৃথিবীর উপগ্রহে অবতরণ করবে রুশ মহাকাশযান।
প্রসঙ্গত, গত ১৪ জুলাই চন্দ্রযান ৩-কে নিয়ে রওনা হয় ইসরো-র এলভিএম৩। ওই দিনই নভোযানটিকে পৃথিবীর কক্ষপথে পৌঁছে দেয় এই রকেট। এর পর পৃথিবীর মাধ্যাকর্ষণকে কাজে লাগিয়ে ৫ অগাস্ট চাঁদের কক্ষপথে প্রবেশ করে চন্দ্রযান ৩। এর পর প্রদক্ষিণ করতে করতে চন্দ্রপৃষ্ঠের দিকে এগোচ্ছে সেটি। ইতিমধ্যেই চাঁদের একাধিক ছবিও পাঠিয়েছে ভারতের মহাকাশযান।
ইসরো জানিয়েছে, ১৭ অগাস্ট চন্দ্রযান ৩-র প্রপালশান মডিউল থেকে বিচ্ছিন্ন হবে ল্যান্ডার বিক্রম। যা আগামী ২৩ অগাস্ট বিকেল সাড়ে ৫টা নাগাদ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে। ওই দিনই চন্দ্রপৃষ্ঠে নামতে পারে রুশ ল্যান্ডার লুনা ২৫। ইতিমধ্যেই রসকসমস-র তরফে মিলেছে তার ইঙ্গিত।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ধারাবাহিকভাবে আচরণবিধি লঙ্ঘন করছে সকল ক্যাডারের সরকারি কর্মচারিরা
নাভাসের অশ্রুসিক্ত বিদায়
লক্ষ্মীপুরে শিক্ষা উপকরণ পেল ৩৫০ মেধাবী শিক্ষার্থী
বছরের প্রথম সূর্যোদয় দেখতে সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে হাজার হাজার পর্যটক
প্রধান শিক্ষককে মারধরের প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন, শিক্ষকদের কর্মবিরতি
স্বাধীনতার ৯ মাস যুদ্ধ করেছি আমরা, কিন্তু স্যারেন্ডার হয়েছে ভারতের কাছে: এবিএম মোশাররফ হোসেন
শ্রীলঙ্কায় নতুন নেতা দিসানায়েকের প্রতিশ্রুতি, সংকটময় পরিস্থিতিতে চ্যালেঞ্জের মুখোমুখি
বই উৎসবের নামে গত দেড় দশকে অর্থের অপচয় হয়েছে: এনসিটিবি চেয়ারম্যান
আগামীতে বাণিজ্য মেলা হবে দেশজুড়ে : প্রধান উপদেষ্টা
চূড়ান্ত বিচ্ছেদে পিট-জোলির সম্পর্ক
আবারও ৪ দিনের রিমান্ডে কামরুল ইসলাম
শনিবারসহ ২০২৫ সালে মাদ্রাসায় ছুটি ৭৫ দিন
বন্ধ ৯ কারখানা খুলছে এস আলম গ্রুপের
বুড়িচংয়ে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে র্যালি ও সমাবেশ
নারায়ণগঞ্জে বর্ষবরণ অনুষ্ঠানে ৩ বন্ধুকে ছুরিকাঘাত, নিহত ১
সাতক্ষীরা-সুন্দরবনে কাঁকড়া ধরার ২ মাসের নিষেধাজ্ঞা শুরু
নিউইয়র্কের টাইমস স্কয়ারে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বছরের শুরু
থার্টি ফার্স্ট নাইটে জাবিতে ৯ শিক্ষার্থী আটক
সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়িচাপায় ভ্যানের ২ যাত্রী নিহত
তারাকান্দায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার