প্রতিশোধের শিকার প্রেমিকা পেলেন ১২০ কোটি ডলার
১৬ আগস্ট ২০২৩, ১১:১৪ এএম | আপডেট: ১৬ আগস্ট ২০২৩, ১১:১৪ এএম
প্রেমিকার অন্তরঙ্গ মুহূর্তের ছবি প্রকাশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে দেয় তার প্রেমিক। বিষয়টি ওই প্রেমিকার নজরে পড়ার পর তিনি বিব্রতকর অবস্থার মুখে পড়েন। একে ‘পর্ন রিভেঞ্জ’ বা পর্নোগ্রাফিক প্রতিশোধ নেয়া হিসেবে বর্ণনা করা হয়েছে। কিন্তু প্রেমিকা যখন যুক্তরাষ্ট্রের টেক্সাসে আইনের আশ্রয় নিলেন, তখন ফেঁসে গেল ওই প্রেমিক। শুনানি শেষে রায় দেয়া হলো- ওই প্রেমিকাকে ১২০ কোটি ডলার ক্ষতিপূরণ পরিশোধ করতে হবে। প্রেমিকার সঙ্গে ব্রেকআপ বা সম্পর্কছেদ ঘটেছিল। এর প্রতিশোধ নেয়ার চেষ্টা করে ওই প্রেমিকার প্রেমিক। অবশ্য তা পুরো বেআইনিভাবে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
ওই প্রেমিকাকে তার নামের প্রথম অংশ ইংরেজিতে দুটি অক্ষর ‘ডিএল’ দিয়ে প্রকাশ করা হয়েছে আদালতের ডকুমেন্টে। তিনি ২০২২ সালে সাবেক প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ আনেন।
অভিযোগে বলা হয়, তাদের সম্পর্কে ছেদ ঘটার পর অন্তরঙ্গ মুহূর্তের ছবি অনলাইনে পোস্ট করে দেয় ওই প্রেমিক। এটা তার জন্য ভীষণ লজ্জার। এ নিয়ে শুনানি চলে। আদালতে ডিএলের আইনজীবীরা বলেন, ছবিভিত্তিক যৌন নির্যাতনের শিকার ব্যক্তির জন্য এই মামলার রায় একটি বিজয়। আইনজীবী ব্রাডফোর্ড গিলডে বলেন, এই রায়ে মর্যাদা ফিরে না এলেও ডিএল’কে তার সুনাম কিছুটা হলেও ফেরাতে সহায়ক হবে। মামলায় ওই প্রেমিকের বিরুদ্ধে ১০ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে আবেদন করা হয়েছিল। আইনজীবী বলেন, আমরা আশা করবো এই মামলার রায়ে এমন নিন্দনীয় কাজে অনুৎসাহিত ও এসব কাজ প্রতিরোধে অন্যদেরকে উৎসাহিত করবে।
আদালতের ডকুমেন্ট অনুযায়ী, ২০১৬ সাল থেকে এই প্রেমিক-প্রেমিকা চুটিয়ে আড্ডা দেয়া শুরু করেন। সম্পর্ক চলার সময় তাদের মধ্যে কোনো বাধা ছিল না। এ সময়ে প্রেমিকা তার নিজের অন্তরঙ্গ বিশেষ ছবি শেয়ার করেন তার প্রেমিকের সঙ্গে। ২০২১ সালে তাদের সম্পর্ক ভেঙে যায়। কিন্তু প্রেমিকার কোনো সম্মতি না নিয়েই প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইটে ওইসব ছবি পোস্ট করে দেয় প্রেমিক। তবে অভিযুক্ত প্রেমিক অভিযোগ করেছে, সে এসব ছবি একটি ড্রপবক্স ফোল্ডারের মাধ্যমে তার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করেছিল। এ ছাড়া ওই প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ, সে তার প্রেমিকার মোবাইল ফোন, সামাজিক যোগাযোগ মাধ্যমের একাউন্ট ও ইমেইলে প্রবেশ করতো। এ ছাড়া স্পাই ক্যাম ব্যবহার করতো।
এক পর্যায়ে ওই প্রেমিক তার প্রেমিকার কাছে একটি বার্তা পাঠায়। তাতে লিখেছে, সারাজীবন তোমাকে ইন্টারনেট বন্ধ করে কাঁদতে হবে। এ পর্যন্ত যাদের সঙ্গে তোমার জানাশোনা হয়েছে তারা সবাই তোমার কাহিনি দেখতে ও শুনতে পাবে। আইনজীবীরা বলেছেন, এসব ছবি পোস্ট করে মানবিক নির্যাতন, ডমেস্টিক সহিংসতা ও যৌন নির্যাতন করেছে ওই প্রেমিক। আদালতে তার পক্ষে দাঁড়ায়নি কোনো আইনজীবীও। অতীত কর্মকাণ্ডের জন্য তাকে ২০ কোটি ডলার এবং ওই প্রেমিকার মানসিক অস্থিরতা থেকে মুক্তি পাওয়ার জন্য দৃষ্টান্তমূলকভাবে আরও ১০০ কোটি ডলার জরিমানা করা হয়।
এমন একটি মামলা অতীতেই নিষ্পত্তি হয়েছে যুক্তরাষ্ট্রে। ২০১৮ সালে ক্যালিফোর্নিয়ার একজন নারীকে আদালত ৬৮ লাখ ডলার পুরষ্কারে ভূষিত করে। কারণ, তার রগরগে ছবি তার প্রেমিক শেয়ার করেছিল একটি পর্নো সাইটে। ২০১৬ সালে এমন অসম্মতি অথবা প্রতিশোধমূলক পর্নোগ্রাফির শিকার হয়েছেন প্রায় এক কোটি মার্কিনি। এর মধ্যে বেশির ভাগেরই বয়স ১৮ থেকে ২৯ বছরের মধ্যে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
নাঈমুল ইসলাম ও তার পরিবারের ব্যাংক হিসাব ১৬৩টি, জমা ৩৮৬ কোটি
সবার ঐক্যমতে দ্রুতই হবে ডাকসু নির্বাচন : ঢাবি ভিসি
ডলার বেচাকেনায় ব্যবধান ১ টাকার বেশি নয়
আবুবকর সরকার সভাপতি তুহিন হোসেন সাধারণ সম্পাদক
পীর ইয়ামেনী মসজিদের ইমাম মাওলানা এমদাদুলের ইন্তেকাল
খতমে নবুওয়ত না মানলে ঈমান থাকবে না
সংস্কার ও নির্বাচন নিয়ে অহেতুক বিতর্ক না করে দ্রুত নির্বাচন দিন
পান্থকুঞ্জে গাছ রক্ষা আন্দোলনকারীদের প্রতিবাদ সমাবেশ
রেলপথে দুর্ঘটনা এড়াতে বাড়তি সতর্কতা
ডায়াবেটিস রোগীদের নিরাপদে রোজা রাখার উপায় জানালো এসিইডিবি
রাজনীতিতে অশুভ বিভাজনের পদধ্বনির আভাস পাওয়া যাচ্ছে
২ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের নিলাম মঙ্গলবার
ঢাবি আইবিএ’র বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
দিন-দুপুরে ধানমন্ডির সীমান্ত স্কয়ারে স্বর্ণের দোকানে চুরি
হাসিনাকে নিয়ে হাটে হাঁড়ি ভাঙলেন সোহেল তাজ
সংস্কার এবং নির্বাচন নিয়ে ঝগড়া বন্ধ করুন: মজিবুর রহমান মঞ্জু
নির্বাচন সংস্কার কমিশনের মেয়াদ ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে
পাঠ্যবইয়ে হান্নান-সেজানের সাহসিকতার গল্প
সিলেট সীমান্তে ১ বছরে ৭ বাংলাদেশিকে হত্যা
ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হল হাফ ম্যারাথন