পাকিস্তানের সংবাদমাধ্যমের প্রথম পাতায় স্থান পেলো ভারতের চন্দ্রজয়
২৪ আগস্ট ২০২৩, ০৯:২৭ পিএম | আপডেট: ২৫ আগস্ট ২০২৩, ১২:০৬ এএম
কাশ্মিরসহ বিভিন্ন ইস্যুতে ব্যাপক দ্বন্দ্ব-বিরোধ থাকা সত্ত্বেও ভারতের সফল চন্দ্রাভিযানকে প্রথম পাতায় খুবই গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম। এক টুইটবার্তায় ভারতের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন দেশটির সাবেক মন্ত্রী ফাওয়াদ চৌধুরীও। -এনডিটিভি
বৃহস্পতিবার পাকিস্তানের অধিকাংশ দৈনিক ও অনলাইন পত্রিকার প্রধান প্রতিবেদনের শিরোনাম ছিল, ‘প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছাল ভারত’। পাকিস্তানের শীর্ষ টেলিভিশন ও অনলাইন সংবাদমাধ্যম জিও নিউজের ওয়েব ডেস্ক বুধবার যে প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে গত ১৪ জুলাই ভারতের নভযান চন্দ্রযান ৩’র চাঁদ অভিমুখে যাত্রা থেকে শুরু করে চন্দ্রপৃষ্ঠে অবতরণ পর্যন্ত বিভিন্ন খুঁটিনাটি তথ্য অনুপুঙ্খভাবে উল্লেখ করা হয়েছে।
এছাড়া ডন, দ্য নিউজ ইন্টারন্যাশনাল, দ্য এক্সপ্রেস ট্রিবিউন, বিজনেস রেকর্ডার, দুনিয়া নিউজসহ অন্যন্য সংবাদমাধ্যমও ভারতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বার্তাসংস্থার বরাত দিয়ে চন্দ্রযান ৩’র চাঁদে অবতরণসংক্রান্ত বিভিন্ন সংবাদ প্রকাশ করেছে।
গত ১৪ জুলাই ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের (ইসরো) সার্বিক তত্ত্বাবধানে দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রের শ্রীহরিকোটা শহরের সতীশ ধাওয়ান থেকে চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করে চন্দ্রযান ৩। যাত্রা শুরুর ৪০ দিন পর চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করতে সক্ষম হয় নভোযানটি।
বিশ্বের চতুর্থ দেশ হিসেবে সফল চন্দ্রাভিযান পরিচালনা করল ভারত। এর আগে যুক্তরাষ্ট্র, রাশিয়া এভং চীন— তিনটি দেশ এই সাফল্য অর্জন করেছে। তবে চতুর্থ সফল দেশ হলেও ভারতের এই অভিযানের অন্য তাৎপর্য রয়েছে। সেটি হলো, ভারতই বিশ্বের প্রথম দেশ, যেটি চাঁদের দক্ষিণ মেরুতে নভোযান পাঠাতে পেরেছে। চাঁদের ওই অংশ সম্পর্কে এখনও অনেক কম জানে মানুষ।
বুধবার চন্দ্রপৃষ্ঠে চন্দ্রযান ৩’র অবতরণের পূর্বে ও পরে— দুই বার টুইট করেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন সরকারের তথ্যমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) সাবেক নেতা ফাওয়াদ চৌধুরি। প্রথম টুইটবার্তায় তিনি বলেন, ‘সবার চোখ এখন চন্দ্রযান ৩ নভোযানের দিকে, সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে যেটির চন্দ্রপৃষ্ঠে অবতরণ করার কথা। আজকে ভারতের বিজ্ঞানী ও মহাকাশ গবেষকদের জন্য একটি ঐতিহাসিক দিন। অসাধারণ এই অর্জনের জন্য ভারতের জনগণকে অভিনন্দন।’
২য় টুইটবার্তায় ফাওয়াদ লেখেন, ‘চন্দ্রযান ৩ চাঁদে অবতরণ করেছে। কী অসাধারণ একটি মুহূর্ত! ইসরোর চেয়ারম্যান এস সোমনাথকে ঘিরে তার কর্মীদের যে উল্লাস-উদযাপন— তা আমি এখান থেকেই অনুভব করতে পারছি। একমাত্র তরুণ প্রজন্মই পারে এই বিশ্বকে বদলে দিতে। শুভকামনা।’
উল্লেখ্য, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে কাশ্মিরের পুলওয়ামাতে ভারতীয় সেনাদের বহনকারী একটি গাড়িতে হামলা চালিয়েছিল পাকিস্তান সমর্থক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো। সেই হামলার জবাবে পাকিস্তানের বালাকোটের জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রে অভিযান চালিয়েছিল ভারতীয় বিমানবাহিনী। আবার ওই বছরই জুলাই জম্মু-কাশ্মিরের বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিল করে বিতর্কিত সেই ভূখণ্ডকে ভারতের কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত করে ক্ষমতাসীন বিজেপি সরকার। তারপর থেকে চরম বৈরীতা চলছে দুই প্রতিবেশী দেশের মধ্যে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
চুয়াডাঙ্গায় সর্বনি¤œ তাপমাত্রা ৯ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস;স্বাভাবিক জনজীবন আড়ষ্ট
কুষ্টিয়ায় ইটভাটায় অভিযান, জরিমানা ১২ লাখ টাকা
পদ্মা নদীতে অবৈধ বালি উত্তোলনের দায়ে ৯ জনকে কারাদণ্ড
মা-ছেলের মিলনে আবেগাপ্লুত ভক্ত-সমর্থক; অরুণা বিশ্বাসের তেলবাজি, কটাক্ষের শিকার
শেরপুরে শপিংমলে ভেসে উঠল ‘ছাত্রলীগ' ও জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান: আটক-২
বিমানবন্দরে নরওয়ের নাগরিকদের হেনস্থা, একজনকে বেধরক মারধর
বিডিআর বিদ্রোহের বিচার: বকশীবাজারে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ঘটনাস্থলে সেনাবাহিনী
এ দেশে অন্য কোনো দেশের দাদাগিরি চলবে না : হাসনাত
গ্রিনল্যান্ড স্বাধীন হতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্রের রাজ্য হবে না ডেনমার্ক
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রচণ্ড দাবানল, মৃত্যু ৫
চার দেশের ভূখণ্ড নিয়ে ‘বৃহত্তর ইসরায়েলের’ মানচিত্র প্রকাশ, প্রতিবাদের ঝড়
ইবিতে শহীদ জিয়াউর রহমান স্মৃতি সংগ্রহশালা স্থাপনে কমিটি গঠন
টিউলিপ মিথ্যা বলেছেন কি না, তদন্ত করবে ব্রিটিশ সরকার
মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি
দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
চীনের অবিশ্বাস্য সামরিক উত্থানে টনক নড়েছে ভারতের!
সস্তায় মাংস রপ্তানির প্রস্তাব দিয়েছিল ব্রাজিল, না আসার কারণ জানালো রাষ্ট্রদূত
বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বোমা হামলা, নিহত অন্তত ১৩
টিউলিপের উচিত এখন দায়িত্ব থেকে সরে দাঁড়ানো : দ্য টাইমস