মোদী-বাইডেন বৈঠকের পর যৌথ বিবৃতি, উঠে এলো যে বষিয়গুলো
০৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৩ পিএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৩ পিএম
জি২০ সম্মেলন শুরুর আগের রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্ট হিসেবে প্রথমবার ভারতে আসা বাইডেন দিল্লিতে পা রেখেছেন শুক্রবার সন্ধ্যায়। তার কিছুক্ষণ পরেই মোদীর সঙ্গে বৈঠক। যার শেষে মোদী জানিয়েছেন, “অত্যন্ত গঠনমূলক আলোচনা হয়েছে। এমন বহু বিষয় নিয়ে কথা বলা সম্ভব হয়েছে, যার দরুন দু’দেশের অর্থনীতি এবং মানুষের মধ্যে সংযোগ বাড়বে। বিশ্বের কল্যাণের জন্য আমাদের দু’দেশের মধ্যে বন্ধুত্ব বড় ভূমিকা পালন করে চলবে।” ভারতের উদ্দেশে রওনা দেওয়ার আগে বাইডেনও বলেন, “যতবার আমরা জি২০-তে বসি, আমাদের আরও ভাল হয়।”
সূত্রের খবর, জেট ইঞ্জিন, ঘাতক ড্রোন কেনা সংক্রান্ত চুক্তি, ৬জি-র মতো উচ্চস্তরের প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতার মতো বিষয়গুলি নিয়ে কথা হয়েছে দুই নেতার। বৈঠকের পরে ভারত-আমেরিকা যৌথ বিবৃতি প্রকাশিত হয়েছে। তাৎপর্যপূর্ণ ভাবে সেখানে বলা হয়েছে, “দুই দেশের নেতারা গণতন্ত্র, মানবাধিকার, স্বাধীনতা, বহুত্ববাদ, সবাইকে সঙ্গে নিয়ে চলা, সব নাগরিকের সমান অধিকারের মতো বিষয়গুলিতে জোর দিয়েছেন। তাঁদের মতে, দেশের সাফল্যের জন্য এগুলি জরুরি এবং ভারত-আমেরিকা সম্পর্ক পোক্ত করার জন্যও প্রয়োজনীয়।”
কূটনৈতিক মহলের মতে, বহুত্ববাদ অথবা মানবাধিকারের মতো বিষয়গুলি নিয়ে মোদী সরকারের দিকে প্রায়শই আঙুল তোলে পশ্চিমি দুনিয়া। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক আমেরিকা সফরে মোদীকে বিপুল অভ্যর্থনা যেমন দেওয়া হয়েছিল, তেমনই এই বিষয়গুলি নিয়ে সমালোচনার স্বরও শোনা গিয়েছিল সে দেশের প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার কণ্ঠে।
আধুনিকতম প্রযুক্তি, মহাকাশ এবং প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি যৌথ বিবৃতিতে উঠে এসেছে অসামরিক পরমাণু ক্ষেত্রে সহযোগিতার প্রসঙ্গও। বলা হচ্ছে, ভারত-আমেরিকা পরমাণু সহযোগিতাকে আরও প্রসারিত করা নিয়ে কথা হয়েছে দুই নেতার মধ্যে। পরবর্তী ধাপে ‘স্মল মডিউলার’ পরমাণু চুল্লি বানাতে সমন্বয়ের কথাও উঠেছে। নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ বা এনএসজি-তে ভারতের অন্তর্ভুক্তি হোক, এমনও জানিয়েছে আমেরিকা।
এর পাশাপাশি, বাইডেন ভারতের চন্দ্রযানের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন মোদীকে। ভারতের জি২০ সভাপতিত্বের প্রশংসা করে বলেছেন, এই মঞ্চ থেকে গুরুত্বপূর্ণ ফলাফল পাওয়া সম্ভব। উন্মুক্ত, উদার সবাইকে নিয়ে চলা সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে তাঁর অভিমত। যৌথ বিবৃতিতে তুলে ধরা হয়েছে কোয়াড বা চতুর্দেশীয় অক্ষের কথাও। সূত্র- আনন্দবাজার
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার
উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস
শুল্ক-কর বাড়ানোর অধ্যাদেশ প্রত্যাহার দাবি নাগরিক কমিটির
আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার পুনঃতদন্ত দাবিতে টঙ্গীতে বিক্ষোভ মিছিল
বন্দরে সাবেক কাউন্সিলর আ. লীগ নেতা সিরাজকে সমাজচ্যুত ঘোষণা
ফ্যাসিবাদের দরজা বন্ধ ছাড়া কোনো নির্বাচন নয় -ইসলামী আন্দোলন বাংলাদেশ
‘নির্দোষ প্রমাণে ব্যর্থ হলে মৃত্যুদণ্ড চেয়ে নেবো’
ড. ইউনূসের পাঁচ মামলা বাতিলে কোনো আইনি দুর্বলতা নেই
কেরানীগঞ্জে হত্যা করে অটোরিকশা ছিনতাই ঘাতক বন্ধু গ্রেফতার
৪৩তম বিসিএসের ২৬৭ কর্মকর্তার পদায়ন