কেন বিত্তশালীদের ‘নতুন দুবাই’ হতে চলেছে রাস আল খাইমা?
০২ অক্টোবর ২০২৩, ০১:৫৬ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৩, ০১:৫৬ পিএম
দুবাই। বিশ্বের নামীদামি হোটেল, রেস্তরাঁ, শপিংমল, ঝাঁ চকচকে রাস্তা— কী নেই আরব সাগরের তীরে থাকা এই শহরে। এটিই আরবের সব থেকে বড় এবং জনবহুল শহর। বিত্তশালীদের শহরও বটে। দুবাইয়েই রয়েছে বিশ্বের উচ্চতম ইমারত বুর্জ খলিফা (৮২৮ মিটার)।
দুবাইকে কোটিপতিদের সব থেকে পছন্দের জায়গা বলে মনে করা হয়। তবে খুব শীঘ্রই ‘বিত্তশালীদের শহর’ তকমা হারাতে চলেছে এই শহর। কারণ মাথা তুলছে ‘রাস আল খাইমা’। ‘রাস আল খাইমা’ সংযুক্ত আরব আমিরাতের সপ্তম এবং সব থেকে ছোট আমিরাত। মনে করা হচ্ছে ‘রাস আল খাইমা’ই হতে চলেছে আরবের শেখ এবং বিত্তশালীদের পরবর্তী ‘ভূস্বর্গ’। যা নিয়ে ইতিমধ্যেই পরিকল্পনা শুরু হয়েছে।
পারস্য উপসাগরের পশ্চিম প্রান্তে থাকা রাস আল খাইমায় ইতিমধ্যেই বেশ কয়েকটি বিলাসবহুল ইমারত তৈরি হয়ে গিয়েছে। আমেরিকার লাস ভেগাসের একটি সংস্থা ৩৯০ কোটি ডলার দিয়ে একটি বিশাল প্রকল্প চালু করেছে এই আমিরাতে। রাস আল খাইমা এক সময় বিশাল বিশাল পাহাড় এবং সেরামিক সংস্থার জন্য বিখ্যাত ছিল। এখন তা ধীরে ধীরে উচ্চ বিত্তশালীদের আশ্রয়স্থল এবং প্রমদকেন্দ্রে পরিণত হচ্ছে। তৈরি করা হচ্ছে বহু হোটেল, রেস্তরাঁ এবং রিসর্ট।
দুবাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাস আল খাইমার যাত্রাপথ ৪৫ মিনিটের। মনোরম পরিবেশের জন্য অনেক দিন ধরেই পর্যটকদের আকর্ষণের জায়গা এটি। রাস আল খাইমা কর্তৃপক্ষ ইতিমধ্যেই বিদেশি সংস্থাগুলিকে বিলাসবহুল হোটেল, শিল্প এবং অ্যাডভেঞ্চার পর্যটনের মতো ক্ষেত্রগুলিতে বিনিয়োগের জন্য আহ্বান জানিয়েছে। পর্যটন বিশেষজ্ঞদের দাবি, সংযুক্ত আরব আমিরাতে বিনিয়োগের পরিবর্তে নাগরিকত্ব দেয়ার প্রকল্পের কারণেও অনেক বিত্তশালী রাস আল খাইমাতে বিনিয়োগ করতে পারে। যার ফলে এই শহরটি খুব শীঘ্রই আরবের অন্যতম গুরুত্বপূর্ণ শহরে পরিণত হবে। যা পর্যটনকেন্দ্র হিসাবে টেক্কা দিতে পারে দুবাইকেও।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ডিজিটাল এবং ভার্চুয়াল সম্পদ সংস্থাগুলির জন্যও একটি নতুন এলাকা তৈরি করছে রাস আল খাইমা। বহু আন্তর্জাতিক সংস্থাও ইতিমধ্যেই রাস আল খাইমাতে ব্যবসা শুরুর জন্য নথিভুক্তিকরণ শুরু করেছে। রাস আল খাইমায় নাকি একটি বিলাসবহুল ভ্রমণতরী সংস্থা বানানোর পরিকল্পনাও করা হচ্ছে। টেনিস তারকা রাফায়েল নাদাল এবং ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন ফার্নান্দো আলোনসোর মতো তারকাদের যাতে এই ভ্রমণতরী সংস্থার ক্লায়েন্ট বানানো যায়, তা নিয়েও নাকি পরিকল্পনা চলছে।
আয়তনে বাকি আমিরাতগুলির তুলনায় ছোট হওয়ার কারণে অতীতে অনেক বড় প্রকল্প বাস্তবায়নে নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে রাস আল খাইমা কর্তৃপক্ষকে। বেশ কয়েকটি বড় প্রকল্পের ঘোষণা করে তা বাতিলও করে দেওয়া হয়েছিল। ২০১৩ সালে, রাস আল খাইমাতে ১০০ কোটি ডলার বিনিয়োগে ফুটবল থিমযুক্ত বিলাসবহুল রিসর্ট তৈরির কথা ঘোষণা করেছিল স্পেনের ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ। কিন্তু তা ফলপ্রসূ হয়নি। তবে দুবাইয়ের মতো শহরের তুলনায় রাস আল খাইমায় অনেক খালি জমি পড়ে থাকায়, এই আমিরাতকে নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা শুরু করেছেন কর্তৃপক্ষ।
অনেক আগে থেকেই আরবে আগত পর্যটকদের জন্য গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র ছিল রাস আল খাইমা। বর্তমানে প্রশাসন আরও দৃঢ়প্রত্যয়ী যে, পর্যটকদের উন্নতমানের জীবনযাত্রা এবং পরিষেবা দেয়া হলে সেখানে ব্যবসার পসার আরও বাড়বে। পাশাপাশি পশ্চিমা দেশের বিত্তশালীদের নজর কাড়তেও এই শহর নিয়ে নতুন করে ভাবনাচিন্তা শুরু হয়েছে। মনে করা হচ্ছে, ২০৩০ সালের মধ্যেই রাস আল খাইমাতে বার্ষিক পর্যটকদের ভিড় বর্তমানের তুলনায় চার গুণ বাড়বে। বাড়বে জনসংখ্যাও।
রাস আল খাইমার শাসক হলেন শেখ সউদ বিন সাকর আল কাসিমি। আপাতত আমিরাতকে অর্থনৈতিক ভাবে আরও চাঙ্গা করার দায়িত্ব তিনি কন্যা আমনে আল কাসিমের উপর দিয়েছেন। আমনের হাত ধরেই দ্রুত বদলে যাচ্ছে রাস আল খাইমা।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মির্জাপুরে ৭ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের লিফলেট বিতরণ
শেরপুরে ফুটপাত কাম ড্রেন, ইউনিক সোল্ডার ও সড়কবাতি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
মানববন্ধন থেকে অতিরিক্ত ভ্যাট প্রত্যাহারের দাবি খেলাফত আন্দোলনের
মাদারীপুরে আইনজীবীদের শীতকালীন ক্রিকেট খেলা
কমলনগরে হার্ভেস্টার মেশিনের ধাক্কায় শিশু নিহত
পদ ফিরে পেলেন মির্জাপুর উপজেলা কৃষক দল আহ্বায়ক জাহাঙ্গীর মৃধা
রেস্তোরাঁর নামেও এস আলম ঋণ নেয় ২৩৪ কোটি টাকা
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই এসএসসি পরীক্ষার্থী নিহত
টিউলিপের পদত্যাগ: এবার তোপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী
দৌলতপুরে ইউসুফ হত্যা মামলায় গ্রেফতার ২
চবি প্রশাসনের শুভবুদ্ধি কামনায় 'হেদায়েত' সভা
যুক্তরাষ্ট্রে সরকার পরিবর্তনে আমাদের সম্পর্ক হোঁচট খাবে না: পররাষ্ট্র উপদেষ্টা
বাগমারায় বাঁইগাছা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মানববন্ধনে হামলা
ভুয়া ‘ব্র্যাড পিট’-এর প্রেমে পড়ে ৯ কোটি টাকা খোয়ালেন ফরাসি মহিলা
কসবায় পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটিতে কিশোর খুন
সাবেক প্রেমিকের ছুরিকাঘাতে বর্তমান প্রেমিক খুন
ইবি শিক্ষার্থীকে মারধর, গড়াই ও রূপসা পরিবহনের পাঁচ বাস আটক
বেনাপোলে বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে সমন্বয় সভা
পুতুলকে ডব্লিউএইচও থেকে অপসারণে অনলাইনে স্বাক্ষর গ্রহণ চলছে, ব্যাপক সাড়া
বরেন্দ্র অঞ্চলে কৃষি, সেচ ও সার্বিক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত