কেন নোবেল শান্তি পুরস্কার পাননি মহাত্মা গান্ধি? জানাল নোবেল প্যানেলই
০৩ অক্টোবর ২০২৩, ০৬:০৭ পিএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৩, ০৬:০৭ পিএম
নোবেল পুরস্কারের জন্য এক নয়, একাধিক বার মনোনীত হয়েছিল তার নাম৷ কিন্তু কোনওদিনই নোবেল শান্তি পুরস্কার পাননি মহাত্মা গান্ধি। অহিংস আন্দোলনের জন্য বিশ্ববন্দিত মহাত্মা গান্ধিকে কেন একবারও নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়নি, গান্ধির জন্মদিন উপলক্ষে সেই ইতিহাস এবং অজানা তথ্য তুলে ধরল নোবেল পুরস্কারের দায়িত্ব প্রাপ্ত প্যানেল
সোশ্যাল মিডিয়া এক্স-এ নোবেল প্রাইজ প্যানেল জানিয়েছে, ১৯৩৭, ১৯৩৮, ১৯৩৯, ১৯৪৭ এমন কী মৃত্যুর কয়েকদিন আগে ১৯৪৮ সালেও নোবেল শান্তি পুরস্কারের জন্য মহাত্মা গান্ধির নাম মনোনীত করা হয়েছিল৷ কিন্তু একবারো তার হাতে পুরস্কার ওঠেনি৷ ১৯৪৮ সালে হত্যার আগে গান্ধিকে শান্তি পুরস্কার না দেয়ার সিদ্ধান্তও বড় ভুল বলে মনে করেন অনেকে৷ নোবেল প্রাইজ প্যানেলের তথ্য অনুযায়ী, ১৯৩৭ সালে নরওয়ের সংসদের এক সদস্য ওলে কোলবজর্নসেন প্রথমবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মহাত্মা গান্ধির নাম প্রস্তাব করেন৷ সম্ভাব্য পুরস্কার প্রাপক হিসেবে চূড়ান্ত ১৩ জনের তালিকাতেও নাম ছিল মহাত্মা গান্ধির৷ কিন্তু শেষ পর্যন্ত তার হাতে ওঠেনি নোবেল শান্তি পুরস্কার৷
কারণ পুরস্কার প্রাপকের নাম বেছে নেয় যে প্যানেল, সেখানে মহাত্মা গান্ধির সমালোচকদের মত ছিল, গান্ধির বেশ কিছু অহিংস আন্দোলনই পরবর্তী সময়ে হিংসাত্মক আন্দোলনের রূপ নিয়েছে৷ উদাহরণ হিসেবে ব্রিটিশ শাসিত ভারতে ১৯২০-২১ সালে অসহযোগ আন্দোলন চলাকালীন গোরক্ষপুরে বেশ কয়েকজন পুলিশকর্মীকে হত্যা করে উন্মত্ত জনতা৷ আবার নোবেল শান্তি পুরস্কার প্যানেলের কয়েকজন সদস্যের মত ছিল, গান্ধিজির নীতি বা মতাদর্শ ভারতীয় পরিস্থিতির জন্য উপযুক্ত ছিল, কিন্তু তা গোটা বিশ্বের জন্য প্রযোজ্য নয়৷ নোবেল কমিটির পরামর্শদাতা জেকব এস ওর্ম মুলার দাবি করেছিলেন, দক্ষিণ আফ্রিকাতেও গান্ধিজির দীর্ঘ অহিংস আন্দোলনও মূলত ছিল ভারতীয়দের জন্যই৷
১৯৩৮ এবং ১৯৩৯ সালে ফের মহাত্মা গান্ধির নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়৷ কিন্তু দু বারই তার নাম বাদ দেয় নোবেল কমিটি৷ এর প্রায় দশ বছর পরে ১৯৪৭ সালে নোবেল কমিটির বেছে নেওয়া ছ’জনের তালিকায় নাম ছিল মহাত্মা গান্ধির৷ কিন্তু সেই সময় ভারত এবং পাকিস্তান দ্বন্দ্বের পরিবেশে পাঁচ জনের কমিটির মধ্যে তিন জনই মহাত্মা গান্ধিকে নোবেল শান্তি পুরস্কার দেয়ার বিপক্ষে ছিলেন৷ এর পরের বছর অর্থাৎ ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি খুন হন মহাত্মা গান্ধি৷ এর ঠিক দু’দিন পরই ছিল নোবেল শান্তি পুরস্কারের জন্য নাম প্রস্তাব করার শেষ দিন৷ দেখা যায়, মহাত্মা গান্ধিকে শান্তি পুরস্কার দেয়ার প্রস্তাব সহ ছটি চিঠি নোবেল কমিটির কাছে জমা পড়েছে৷ যারা মহাত্মা গান্ধির নাম প্রস্তাব করেছিলেন, তাদের মধ্যে বেশ কয়েকজন নোবেল শান্তি পুরস্কার প্রাপকও ছিলেন৷
কিন্তু সেই সময় মরণোত্তর নোবেল শান্তি পুরস্কার কেউ পাননি৷ নোবেল ফাউন্ডেশনের তৎকালীন বিধি অনুযায়ী, নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্রেই মরণোত্তর নোবেল শান্তি পুরস্কার দেয়ার সুযোগ ছিল৷ নরওয়ের নোবেল ইনস্টিটিউট-এর ডিরেক্টর অগাস্ট স্কোউ এ নিয়ে সুইডেনের পুরস্কার প্রদানকারী কয়েকটি প্রতিষ্ঠানের মতামত চান৷ তারা জানায়, মহাত্মা গান্ধির মৃত্যুর আগে যদি তাকে মরণোত্তর নোবেল শান্তি পুরস্কার দেয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলা হত, তা হলে কিছু বলার ছিল না৷ কিন্তু মৃত্যুর ঠিক পরে তাকে নোবেল শান্তি পুরস্কার দেয়ার সিদ্ধান্ত ঠিক হবে না বলেই মত দেয় ওই প্রতিষ্ঠানগুলি৷
শেষ পর্যন্ত ১৯৪৮ সালে কাউকেই নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়নি৷ কারণ নরওয়ের নোবেল কমিটির মনে হয়েছিল, ওই সময় এই পুরস্কারের যোগ্য প্রাপক কেউ ছিলেন না৷ অনেকেই মনে করেন মহাত্মা গান্ধির নাম নোবেল প্রাপকদের তালিকায় থাকা উচিত ছিল, সম্ভবত সেই আবেগকে সম্মান দিয়েই নোবেল শান্তি পুরস্কার প্রাপকদের তালিকায় একটি জায়গা মহাত্মা গান্ধিকে সম্মান জানিয়েই ফাঁকা রেখে দেয়া হয়েছিল৷
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ইউক্রেনে আরও ৬০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে জার্মানি
দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন ইরানের
বিয়ে না করেও ৩২ বছর বয়সে ৮৭ সন্তানের পিতা!
৮ ফেব্রুয়ারী কক্সবাজারে আসছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান
মোবারকগঞ্জ সুগার মিলে চিনি খেতে বাধা দেওয়াই মারামারি : আহত-১, আটক-২
বিরলে সীমান্ত এলাকায় বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার
বিএসএফের হাতে আটক যুবক ফেরত আনলো বিজিবি
নিজেকে আ.লীগের চক্রান্তের শিকার দাবি এনবিআরের সেই মতিউরের
হিলিতে দিনব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ও পুরস্কার বিতরণ
মহিলাদের জন্য সংসদে কোন সংরক্ষিত আসন চাই না : মুফতি ফয়জুল করীম
কারামুক্ত ডেসটিনির এমডি রফিকুল আমীন
ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী তারুণ্য উৎসব উদযাপন
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
বিপিএল শেষ কর্নওয়ালের
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
আটঘরিয়ায় মসজিদের মাইক চুরি