প্রধানমন্ত্রী স্বামীর হয়ে প্রচার, রাজনীতিতে পা ঋষি পত্নী অক্ষতার!
০৬ অক্টোবর ২০২৩, ১১:৩১ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৩, ১১:৩১ এএম
রাজনীতিতে পা ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের স্ত্রী অক্ষতা মূর্তির। ম্যানচেস্টারে কনজারভেটিভ পার্টির মিটিংয়ে দেখা গেল তাকে। সেখানে পরিচয় দিতে গিয়ে স্বামীকে 'প্রিয় বন্ধু' বলে উল্লেখ করেন তিনি। আগামী বছরে ব্রিটেনে হবে সাধারণ নির্বাচন। সেখানে ভোটে লড়বেন অক্ষতা? তুঙ্গে উঠেছে জল্পনা।
উল্লেখ্য, এর আগে কখনও প্রধানমন্ত্রী সুনকের সঙ্গে কোনও রাজনৈতিক মঞ্চে অক্ষতা মূর্তিকে দেখা যায়নি। কনজারভেটিভ পার্টির অনুষ্ঠান মঞ্চে দুই মেয়েকে নিয়ে স্বামীর সঙ্গে ওঠেন তিনি। সেখানে বেশ কিছুক্ষণ ভাষণও দেন বহুজাতিক তথ্য প্রযুক্তি সংস্থা ইনফোসিস-র প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির মেয়ে বছর ৪৩-র অক্ষতা।
দলীয় অনুষ্ঠানে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে তার আলাপ থেকে শুরু করে প্রেম ও বিয়ের প্রসঙ্গ ফলাও করে বলেন ঋষি-পত্নী। অক্ষতার কথায়, ‘আমি আর ঋষি একই দলে আছি। ১৪ বছরের বিবাহিত জীবনে আমি ওর ব্রিটিনের প্রতি ভালোবাসা দেখেছি। দেশবাসীর জন্য কাজ করার ক্ষেত্রেও তাঁর আন্তরিক ইচ্ছে আমাকে মুগ্ধ করেছে।’
প্রসঙ্গত, স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ে ছাত্রী থাকাকালীন ঋষির সঙ্গে আলাপ হয় অক্ষতা মূর্তির। বন্ধু হিসেবে কথাবার্তা বলা শুরু করলেও কিছুদিনের মধ্যেই প্রেমে পড়েন তারা। সেই কথা উল্লেখ করে সুনক পত্নী বলেন, ‘ওর চরিত্রের দৃঢ়তার আমাকে চুম্বকের মতো আকৃষ্ট করেছিল। ঋষির গুণগুলোর মধ্যে অবশ্যেই বলতে হবে সততার কথা। যে কারণে বিয়ের এতোগুলি বছর পরও আমি ওর জন্য মুগ্ধ হয়ে থাকি।’
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী বছরের নির্বাচনে ঋষির পক্ষে ফের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া রীতিমতো কঠিন। স্বাস্থ্য, শিক্ষা, সন্ত্রাসবাদ থেকে শুরু করে একাধিক ইস্যুতে তার বিরুদ্ধে প্রচার ঝড় তুলেছে বিরোধীরা। মোট ২০টি পয়েন্ট তুলে তাকে নিশানা করেছেন লেবার পার্টির নেতা কেয়ার স্টারমার। এই আবহে জনসমর্থনের ঢেউ নিজের দিকে টানতে স্বামীর হয়ে রাজনীতির ময়দানে অক্ষতা মূর্তি পা রাখতে চলেছেন বলে মনে করা হচ্ছে। তবে আগামী বছরের ভোটে তিনি আদৌ প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা তা স্পষ্ট নয়।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত