হিমালয়ান প্রতিবেশীদের সঙ্গে ঐক্য চায় চীন
০৬ অক্টোবর ২০২৩, ০৬:০৪ পিএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৩, ০৬:০৪ পিএম
ট্রান্স হিমালয়ান অঞ্চলের প্রতিবেশী দেশগুলোকে গ্রিন ইকোনমি, পরিবেশ সংরক্ষণ, অভিন্ন অগ্রগতি অর্জনের লক্ষ্যে শক্তিশালী ঐক্যের আহ্বান জানিয়ে চীনের জ্যেষ্ঠ কূটনীতিক ওয়াং ই বলেন, ‘এ অঞ্চলের দেশগুলোর উচিত একে অপরের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করা। একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকা এবং নিজেদের মূল স্বার্থ সম্পর্কিত বিষয়ে একে অপরকে সমর্থন করা। পাশাপাশি আলোচনা ও পরামর্শের মাধ্যমে নিজেদের মতবিরোধ সমাধানে কাজ করা।’
বৃহস্পতিবার তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চল নিংছিতে অনুষ্ঠিত ‘তৃতীয় চীন তিব্বত ট্রান্স-হিমালয় ফোরাম ফর ইন্টারন্যাশনাল কর্পোরেশন’ সম্মেলনে উদ্বোধনী ভাষণে চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং সিপিসি কেন্দ্রীয় কমিটির পররাষ্ট্র বিষয়ক কমিশনের পরিচালক ওয়াং ই এ মন্তব্য করেন। তিন দিনব্যাপী এ সম্মেলনে ৪০টিরও বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
বক্তৃতায় ওয়াং ই বলেন, ‘ফোরামটি গঠনের পর থেকে চীন ট্রান্স হিমালয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে ব্যাপক এবং গভীর সহযোগিতা কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়া এ অঞ্চলের আর্থিক ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পরিবেশ এবং পরিবেশগত উন্নয়নেও কাজ করছে।’
আঞ্চলিক দেশগুলোর পরিবেশগত সুরক্ষার সক্ষমতা বৃদ্ধির কথা জানিয়ে ওয়াং প্রস্তাব করেন, জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, দুর্যোগ প্রতিরোধ ও প্রশমনের ক্ষেত্রে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সহযোগিতা আরও গভীর করা উচিত। চীন এই অঞ্চলের দেশগুলোর সঙ্গে উন্নয়নের সুফল ভাগ করে নিতে ইচ্ছুক। ওয়াং, এ অঞ্চলের দেশগুলোকে পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাস মেনে চলার পাশাপাশি যৌথভাবে এ অঞ্চলের ঐক্য ও পারস্পরিক বিশ্বাসকে রক্ষা করার আহ্বান জানিয়েছেন।
ট্রান্স-হিমালয়ান অঞ্চলের সঙ্গে অন্যান্য দেশের মধ্যে আন্তঃসংযোগ এবং উন্নয়ন সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ২০১৮ সালে এ ফোরামটি প্রতিষ্ঠা করা হয়। জলবায়ু পরিবর্তনের মোকাবিলা করতে চীন শক্তি, পানি সংরক্ষণ, পয়ঃনিষ্কাশন এবং বন সুরক্ষা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে দেশগুলোর সঙ্গে অনেকগুলো সহযোগিতা প্রকল্প চালু করেছে। এছাড়া ভারত, পাকিস্তান, নেপাল এবং শ্রীলঙ্কার সঙ্গে পরিবেশ বিষয়ক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে দেশটি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত