ফিলিস্তিনকে ৩ লাখ মার্কিন ডলার দিলেন মালালা
২০ অক্টোবর ২০২৩, ১০:১৩ এএম | আপডেট: ২০ অক্টোবর ২০২৩, ১০:১৩ এএম
ইসরাইল-হামাস যুদ্ধ নিয়ে কার্যত দুটি ভাগে ভাগ হয়ে গিয়েছে বিশ্ব। ভারত-সহ অধিকাংশ শক্তিধর দেশ প্রথম থেকেই ইসরাইলের পাশে দাঁড়িয়েছিল। তবে গাজা হাসপাতালে রকেট হামলার নিন্দায় সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ সমস্ত দেশই। এবার গাজা হাসপাতালে হামলার নিন্দায় সরব হলেন নোবেল শান্তি পুরস্কারজয়ী মালালা ইউসুফজাই। শুধু তাই নয়, ফিলিস্তিনের নাগরিকদের পাশে দাঁড়িয়ে ৩ কোটি ৩১ লাখ টাকা আর্থিক সহায়তাও করেছেন মালালা।
গাজার অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে এক ভিডিও বার্তাও দিয়েছেন মালালা ইউসুফজাই। গাজা হাসপাতালের তীব্র নিন্দা করে তিনি বলেছেন, ‘গাজার আল-আহলি হাসপাতালে বোমা নিক্ষেপের ঘটনা দেখে আমি আতঙ্কিত। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।’ ইসরাইল সরকারকে গাজার অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়ে মালালা ভিডিয়ো-বার্তায় আরও বলেন, ‘ইসরাইলি সরকারের কাছে আবেদন জানাচ্ছি, গাজায় মানবিক অনুদান প্রবেশের অনুমতি দিন এবং যুদ্ধবিরতির আহ্বান জানান।’ যুদ্ধ-বিধ্বস্ত ফিলিস্তিনের নাগরিকদের সাহায্যের জন্য অনুদানের ৩টি হেল্পলাইনের মাধ্যমে সরসারি ৩ লাখ মার্কিন ডলার (বাংলাদেশী মুদ্রায় ৩ কোটি ৩১ লাখ টাকা) দিচ্ছেন বলেও মালালা জানিয়েছেন।
তবে ফিলিস্তিনের নাগরিকদের অর্থ সাহায্য করলেও তিনি শান্তিকামী সকলের পাশে বলেও জানান মালালা ইউসুফজাই। ভিডিও-বার্তায় তিনি বলেন, ‘ইসরাইল, ফিলিস্তিন-সহ বিশ্বজুড়ে যারা শান্তির জন্য কাতর আবেদন জানাচ্ছে, আমি তাদের পাশে রয়েছি। পাল্টা শাস্তি দেয়া কোনও সঠিক পদক্ষেপ উত্তর নয়।’ তিনি আরও জানান, গাজার অর্ধেক জনসংখ্যার বয়স ১৮ বছরের কম এবং তাদের বাকি জীবন যুদ্ধ-বোমাবর্ষণের মধ্যে কাটাতে দেওয়া উচিত নয়। তাদের কথা ভেবে ইসরাইল সরকারকে যুদ্ধবিরতি ও শান্তি স্থাপনের আবেদন জানান নোবেলজয়ী মালালা ইউসুফজাই।
প্রসঙ্গত, ইসরাইল ও হামাস যুদ্ধে সবচেয়ে ক্ষতিগ্রস্ত নিরীহ নাগরিকেরা। প্রাণ বাঁচাতে ফিলিস্তিনের বহু নাগরিক গাজার আল আহালি হাসপাতালে ঠাঁই নিয়েছিলেন। ভেবেছিলেন, অন্তত হাসপাতাল নিরাপদ। কিন্তু, সেই হাসপাতালেও ইসরাইলি রকেট হামলা হয়েছে এবং শিশু, বয়স্ক, রোগী-সহ অন্তত ৫০০ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ। যদিও এই রকেট হামলার দায় নেয়নি ইসরাইল সরকার।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি: দোয়া চাইলেন তারেক রহমান
মাঘের শুরুতে আবার আসছে শৈত্যপ্রবাহ
আজহারীর মাহফিলের আগের রাতেই মাঠ কানায় কানায় পূর্ণ
আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’, শীর্ষে করাচিতে
পুলিশ পরিচয়ে ছিনতাইকালে বিদেশি অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক
ফ্যাসিস্টের দোসর সোহানা সাবা পেল ভারতে বড় দায়িত্ব
সংস্কারের কিছু প্রস্তাবে অসন্তোষ বিএনপির
মাগুরার শ্রীপুরে কৃষক দলের বিশাল কৃষক সমাবেশ
ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী?
টানা তৃতীয় বছরের মতো চীনের জনসংখ্যা কমল
নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ড্রেজারসহ ৬ জন গ্রেফতার
টিউলিপের পতন, এক রাজনৈতিক অধ্যায়ের অবসান
অভিষেকের আগে শি জিনপিংকে ট্রাম্পের ফোন
সিরিয়ায় আটক নাগরিকদের দেশে বিচার করতে অস্বীকৃতি জানিয়েছে ফ্রান্স
বিশ্ব ইজতেমার ৭০ ভাগ প্রস্তুতি সম্পন্ন : ঢাকা বিভাগীয় কমিশনার
আখাউড়া কালন্দি খালে বইবে জলধারা
টঙ্গীতে ছাত্রদল নেতাসহ গ্রেফতার ১৩
৩৩ জিম্মির বিনিময়ে ১ হাজার ৯৭৭ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল
যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগিয়ে নেন পুতুল
আল-শারা ও শেখ মোহাম্মদের ঐতিহাসিক টেলি-আলোচনা