আজ দেশে ফিরছেন নওয়াজ, ১০ লাখ মানুষের সমাবেশ ঘটানোর টার্গেট
২১ অক্টোবর ২০২৩, ১১:০৯ এএম | আপডেট: ২১ অক্টোবর ২০২৩, ১১:০৯ এএম
সব প্রস্তুতি সম্পন্ন। চার বছর লন্ডনে স্বেচ্ছা নির্বাসনে থাকার পর আজ শনিবার দেশে ফিরছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএলএন) প্রধান নওয়াজ শরীফ। দুবাই থেকে চার্টার্ড বিমানে করে প্রথমে রাজধানী ইসলামাবাদে অবতরণ করার কথা তার। সেখানে পৌঁছেই জামিন নিশ্চিত করবেন। এরপর যাবেন লাহোরে। সন্ধ্যায় মিনারে পাকিস্তানে ভাষণ দেয়ার কর্মসূচি আছে তার। সেখানে আকাশ থেকে ছিটানো হবে গোলাপ ফুলের পাপড়ি। এ জন্য ভাড়া করা হয়েছে দুটি ছোট বিমান।
এ উপলক্ষ্যে তার দল পিএমএলএনের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে র্যালি করছেন। সারা দেশের এসব র্যালিকে লাহোরে মিনারে পাকিস্তানে গিয়ে জমায়েত হতে আহ্বান জানানো হয়েছে দলের পক্ষ থেকে। সেখানে তাদের নেতাকে অভিনন্দন জানানোর প্রস্তুতি সম্পন্ন।
এর মধ্য দিয়ে দলের জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি, এটাই দেখাতে চাইছে পিএমএলএন। এ খবর দিয়েছে অনলাইন ডন।
এতে বলা হয়, সাবেক অর্থমন্ত্রী এবং পিএমএলএনের শীর্ষ স্থানীয় নেতা ইসহাক দার নিশ্চিত করেছেন যে, ভাড়া বিমানে আজ বিকেলে দুবাই থেকে ইসলামাবাদে পৌঁছাবেন নওয়াজ। রাজধানীতে এক ঘন্টার মতো অপেক্ষা করবেন তিনি। তারপর যাবেন লাহোরে। দলীয় সূত্রমতে, নওয়াজ শরীফের ইসলামাবাদে পৌঁছার কথা স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায়। কয়েক ঘন্টা পরে লাহোরের উদ্দেশে রাজধানী ছাড়বেন। দিনের পরের দিকে তিনি মিনারে পাকিস্তানে যাওয়ার আগে নিজের জাতি উমরা বাসভবনে যেতে পারেন।
পর্যবেক্ষকরা বলেছেন, সরাসরি লাহোর না গিয়ে ইসলামাবাদে অবতরণের কারণ হলো আদালতে তার জামিন নিশ্চিত করা। এই জামিন বৃহস্পতিবারই ইসলামাবাদ হাইকোর্ট মঞ্জুর করেছে। তবে আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে তিনি ইসলামাবাদে অবতরণ করবেন। পাঞ্জাবের একজন পিএমএলএন নেতা বলেছেন, নওয়াজের দেশে ফেরা উপলক্ষে এটা দেখানো খুবই গুরুত্বপূর্ণ যে, লাহোরে কি পরিমাণ জনপ্রিয় পিএমএলএন। যা একসময় ছিল তাদের দুর্গ। দলীয় নেতারা এখনও সেখানে সফলতা ধরে রেখেছেন। অল্প কয়েক মাসের মধ্যে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। এ সময় নওয়াজের দেশে ফেরাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয়। তিনি নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেবেন এবং চতুর্থবারের জন্য প্রধানমন্ত্রী হবেন।
ওদিকে লাহোরে শুক্রবার ব্যস্ত দিন কাটিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, তার ভাতিজি মরিয়ম নওয়াজ শরীফ, ছেলে হামজা শেহবাজ সহ পিএমএলএনের নেতারা। তারা নিশ্চিত করেছেন যে বেলুচিস্তান, সিন্ধু ও গিলগিট-বাল্টিস্তান থেকে দলীয় নেতারা লাহোরের উদ্দেশে যাত্রা করছেন। খাইবার পখতুনখাওয়া ও পাঞ্জাবের নেতাকর্মীরা আজ শনিবার মিনারে পাকিস্তানের উদ্দেশে রওনা হবেন। প্রস্তুতি দেখতে মিনারে পাকিস্তানে ওই তিন নেতা সফরও করেন। র্যালির ভেন্যু দেখার জন্য হেলিকপ্টারে করে পিএমএলএনের পাঞ্জাব ও লাহোরের প্রেসিডেন্ট যথাক্রমে রানা সানাউল্লাহ ও সাইফুল মালুক খোকার পরিদর্শন করেছেন। দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে দল শুক্রবার রাতে সেখানে কাওয়ালি গানের আয়োজন করে। এ জন্য যারা রাতে সেখানে অবস্থান করেন, তাদের জন্য সব রকম বন্দোবস্ত করে দল। লাহোরের সাবেক কিছু আইনপ্রণেতাকে এসব মানুষের থাকার ও খাওয়ার ব্যবস্থা করার দায়িত্ব দেয়া হয়।
অনুষ্ঠানে ১০ লাখ মানুষের সমাবেশ ঘটানোর টার্গেট নিয়েছে পিএমএলএন। তবে শুক্রবার নাগাদ আয়োজকরা মাত্র ১০ হাজার চেয়ারের ব্যবস্থা করে। ভেন্যুতে এবং এর চারপাশে নিরাপত্তা দায়িত্ব পালন করছেন পাঞ্জাব পুলিশের কয়েক হাজার কর্মকর্তা। তারা পুলিশের পোশাক পরে এবং সাদা পোশাকে এই দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক এই শোডাউনে পিএমএলএন’কে পূর্ণ সহযোগিতা করছেন প্রাদেশিক তত্ত্বাবধায়ক সরকারের মুখ্যমন্ত্রী মোহসিন নাকভি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
হবিগঞ্জে সাড়ে ৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি
পণ্যবাহী দুটি কার্গো আটক করেছে আরাকান আর্মি
আশুলিয়ায় কৃষক দলের কম্বল বিতরণ
পশ্চিমাদের উদ্বেগ বাড়িয়ে ২০ বছরের প্রতিরক্ষা চুক্তি সই ইরান-রাশিয়ার
আ.লীগের আমলে উন্নয়নের গালগপ্প শোনালেও ভেতরে ছিল ফাঁপা : উমামা ফাতেমা
লঞ্চ ব্যবসায়ী ছেলের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে ‘তারুণ্যের মেলা’র উদ্বোধন
সুন্দরগঞ্জে গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
মানবাধিকার লঙ্ঘন বন্ধে প্রয়োজন স্থায়ী সংস্কার: এইচআরডব্লিউ'র প্রতিবেদন
কক্সবাজারে ছাগলনাইয়া সিএনজি শো-রুম মালিক সমিতির নেতৃবৃন্দের সংবর্ধনা
ওপারে ভালো থাকবেন ডেভিড লিঞ্চ
হাজারীবাগে ছাত্রী হোস্টেল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
গুপ্ত হত্যা, গুম ও ক্রসফায়ার ছিলো শেখ হাসিনার অত্যন্ত প্রিয়: রিজভী
জনতার বাজার মনোপলি সিন্ডিকেটের ঊর্ধ্বে থাকবে: ঢাকা জেলা প্রশাসক
ভ্যাট না বাড়িয়ে সরকারকে খরচ কমানোর পরামর্শ বিএনপির
গারো পাহাড় সীমান্তাঞ্চলের কৃষকের স্বপ্ন এখন ইরি-বোরোয়
রাশিয়ার সঙ্গে ইরানের ২০ বছরের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
জাতীয় কবির নাতি দগ্ধ, আইসিইউতে ভর্তি
উখিয়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ১ জনকে ১০ দিনের সাজা, ট্রাক ও এক্সেভেটর মেশিন জব্দ
নগরকান্দায় ২ গ্রামবাসীর সংঘর্ষে পুলিশ সাংবাদিক নারীসহ আহত অর্ধশত