তেল আবিবে হামাসের মুহুর্মুহু রকেট হামলা, পালাচ্ছেন বাসিন্দারা
২৫ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ২৫ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম
ইসরায়েলের তেল আবিব অঞ্চল লক্ষ্য করে মুহুর্মুহু রকেট নিক্ষেপ করেছে অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাস। মঙ্গলবার ইসরায়েলের স্থানীয় সময় বিকেল ৫টার দিকে তেল আবিবের কয়েকটি শহরে এই হামলা হয়েছে। হামাসের হামলা বৃদ্ধি পাওয়ায় তেল আবিব থেকে পালিয়ে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। -বিবিসি, রয়টার্স, টাইমস অব ইসরাইল
এ সময় বেশ কয়েকজন রকেটের আঘাতে আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের জরুরি সেবা সংস্থা। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিকেল থেকে তেল আবিব অঞ্চলে রকেট হামলার সাইরেন বাজানো হচ্ছে। এর মাঝেই তেল আবিবের বেন-গুরিয়ন বিমানবন্দর ও এর আশপাশের শহরের পাশাপাশি পূর্ব, উত্তর এবং দক্ষিণের শহরগুলোতে রকেট আঘাত হেনেছে।
ইসরায়েলের এই গণমাধ্যম বলছে, গাজা থেকে ইসরায়েলের সর্বোচ্চ জনবহুল এলাকা লক্ষ্য করে এসব রকেট ছোড়া হয়েছে বলে মনে করা হচ্ছে। গত দুই ঘণ্টার মধ্যে তৃতীয়বারের মতো তেল আবিবে মুহুর্মুহু রকেট নিক্ষেপ করেছে হামাস। তবে সর্বশেষ হামলাটি সবচেয়ে বড় বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময় রাত সোয়া ৮টার দিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির লাইভ আপডেটেও তেল আবিবে মুহুর্মুহু রকেট নিক্ষেপের খবর ব্রেকিং আকারে প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, কয়েক মিনিট আগে হামাস তেল আবিবে রকেট হামলা চালানোর পর ইসরায়েলের এই মধ্যাঞ্চলে সাইরেন বেজে উঠেছে। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা বলেছে, ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম শহর তেল আবিব বা অন্য কোথাও এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আশ্রয় কেন্দ্রের দিকে যাওয়ার সময় কিছু মানুষ হালকা জখম হয়েছেন।
এদিকে, গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৭০০ জনের বেশি ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে। গত ৭ অক্টোবর হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা এটি। মঙ্গলবার গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সোমবার রাতভর ইসরায়েলি বিমান হামলায় ৭০৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও কয়েকশ মানুষ। ইসরায়েলের সামরিক বাহিনী হাসপাতাল, আশ্রয়কেন্দ্র এমনকি মসজিদেও বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ। ইসরায়েল বলেছে, তারা অবরুদ্ধ উপত্যকায় রাতভর হামলায় কয়েক ডজন হামাস যোদ্ধাকে হত্যা করেছে। তবে ইসলামপন্থী এই গোষ্ঠীকে ধ্বংস করতে চলমান যুদ্ধে তাদের দীর্ঘ সময় লাগতে পারে।
বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত ৭ অক্টোবর হামাস-শাসিত এই উপত্যকায় ইসরায়েলের বিমান হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ৫ হাজার ৭৯১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২ হাজার ৩৬০ জন শিশু রয়েছে। এর মধ্যে কেবল গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন ৭০৪ জন।
মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা বলেছেন, ইসরায়েলি বিমান হামলা শুরুর পর গত দুই সপ্তাহের মধ্যে ২৪ ঘণ্টায় এটাই ছিল সবচেয়ে বেশি মৃত্যু। হামাসের আকস্মিক হামলার মাধ্যমে শুরু হওয়া এই যুদ্ধে ইসরায়েলে এখন পর্যন্ত এক হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। হামাসের হামলায় ইসরায়েলে নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
চাকরিবিধি লঙ্ঘনের দায়ে আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : নাহিদ ইসলাম
জাসদ নেতা ও সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম মিন্টু অস্ত্রসহ গ্রেপ্তার
নতুন বছরের বন্দি বিনিময়ের আশায় ইউক্রেন
রামগতি-কমলনগরে চলছে ৫৮ টি অবৈধ ইটভাটা সংবাদ প্রকাশের পরও টনক নড়েনি প্রশাসনের
সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিষিদ্ধ করে যা জানালো প্রধান উপদেষ্টার প্রেস উইং
সদরপুরে হেরোইনসহ দুই যুবক আটক
নিউইয়র্কে কারাগারে বন্দি হত্যার ভিডিও প্রকাশ, তদন্ত শুরু
জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়-হারুনুর রশিদ
সড়ক দুর্ঘটনায় পবিপ্রবির উপপরিচালকের মৃত্যু
'মলম' ময়ূখ বিধ্বস্ত তারেকের যুক্তির কাছে: অতঃপর পলায়ন!
হাসিনাকে ফেরাতে ঢাকার অনুরোধকে কেন গুরুত্ব দিচ্ছে না ভারত?
দেশবাসীকে আশ্বস্ত করছি, আমরা বসে নেই: পিনাকী ভট্টাচার্য
৪১ বছর ইমামতি করা ইমামকে রাজকীয় বিদায়
ট্রাম্পের সমর্থকদের মধ্যে বিদেশি কর্মী, ভিসা নিয়ে বিতর্ক
আজও ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
মাদারীপুরের মুখে গামছা বাঁধা অবস্থায় শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার
বাংলাদেশের মানুষ ভারতের আধিপত্যবাদ রুখে দিবে: মিজানুর রহমান আজহারী
টেনিস বল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে অংশ নিতে নেপাল গেল সৈয়দপুরের দল
আকাশ মণ্ডল থেকে ইরফান, তদন্তে জানা গেলো আসল পরিচয়
পর্তুগালে জাসাসের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন