ঋষি সুনকের ব্যক্তিগত ফোন নম্বর! প্রশ্ন নিরাপত্তা নিয়ে
২৫ অক্টোবর ২০২৩, ০৯:১৭ এএম | আপডেট: ২৫ অক্টোবর ২০২৩, ০৯:১৭ এএম
অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের ব্যক্তিগত মোবাইল নম্বর। অন্তত, বেশ কয়েকটি ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে সম্প্রতি এমনই দাবি করা হয়েছে।
সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় ঋষি সুনকের ফোনে কল করার একটি অডিও রেকর্ড ফাঁস হয়। সেই ফোন ঋষি সুনক না ধরায়, স্বয়ংক্রিয়ভাবে তাতে ভয়েসমেল বার্তা শোনা যায়। এর থেকেই এই নম্বর ফাঁসের বিষয়টি সামনে এসেছে। ফোন নম্বরটি ঋষি সুনকের পুরনো ব্যক্তিগত ফোন নম্বর বলে জানা গিয়েছে। এর ফলে, ব্রিটিশ সরকারি কর্তাব্যক্তিদের নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। যদিও, ১০ ডাউনিং স্ট্রিট বা ব্রিটেনের প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। তারা বলেছে, এটা নিরাপত্তার সমস্যা, তাই এই বিষয়ে প্রকাশ্যে আলোচনা করা যাবে না।
ফাঁস হওয়া ফোন নম্বরটি ব্রিটেনের প্রধানমন্ত্রী দীর্ঘ বছর ধরে ব্যবহার করেছেন বলে জানা গিয়েছে। এমনকি, তিনি ব্রিটেনের চ্যান্সেলর থাকাকালীনও এই নম্বর ব্যবহার করতেন। এমনকি, গত বছর ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচনের সময়ও তাঁর ফোন নম্বর এটাই ছিল। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর, তাঁকে সরকারের পক্ষ থেকে একটি নতুন ফোন নম্বর বরাদ্দ করা হয়েছিল। তবে, অনলাইনে যে ভয়েস বার্তাটি পোস্ট করা হয়েছে, তার থেকে স্পষ্ট যে ওই পুরনো নম্বরটি এখনও চালু আছে। কাজেই ব্রিটিশ সরকারের শীর্ষ কর্তাদের নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি থেকেই যায়। বিশেষ করে এই বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় কোনও মন্তব্য না করায় রহস্য আরও বেড়েছে। তবে, ব্রিটিশ সরকারের একাংশ জানিয়েছে, সুনকের বহু সহকর্মী এবং বন্ধুরা ইতিমধ্যেই এই নম্বরটি জানত। শত্রুপক্ষের গোয়েন্দা সংস্থাগুলিরও সেটি জানা অসম্ভব নয়। কাজেই, অনলাইনে নম্বরটি ফাঁস হওয়া কোনও গুরুতর বিষয় নয়।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোন নম্বর অবশ্য এর আগেও প্রকাশ্যে ফাঁস হয়ে গিয়েছে। এই বিষয়ে ঋষি সুনক প্রথম নন। ২০২১-এর মে মাসে, তৎকালীন প্রধানমন্ত্রী বরিস জনসনকে ব্রিটিশ নিরাপত্তা সংস্থাগুলি অবিলম্বে তাঁর ব্যক্তিগত ফোন ব্যবহার করা বন্ধ করার পরামর্শ দিয়েছিল। আসলে, তারা জানতে পেরেছিল, গত ১৫ বছর ধরে অনলাইনে ওই নম্বরটি ঘুরে বেড়াচ্ছিল। বরিস জনসন ওই নম্বরটি ব্যবহার বন্ধ করে দেয়ায়, পরবর্তী সময়ে কোভিড-১৯ তদন্তের সময় জনসনের ফোনের মেসেজগুলি উদ্ধার করতে সমস্যায় পড়েছিলেন তদন্তকারীরা। তারমধ্যে পুরোনো ফোনের পাসওয়ার্ড ভুলে গিয়েছিলেন জনসন। কোভিড-১৯-এর তদন্তে ঋষি সুনকও অবশ্য তদন্তকারীদের একই রকম জবাব দিয়েছেন। সুনক জানিয়েছিলেন, তিনি ফোন নম্বর এক রাখলেও, তার ফোনের সেট বেশ কয়েকবার বদল করেছেন। যার ফলে, হোয়াটসঅ্যাপে তিনি যে সকল বার্তা পাঠিয়েছেন এবং পেয়েছেন, সেগুলি তিনি তদন্তকারীদের দিতে পারবেন না। এরই মধ্যে এই ফোন নম্বর ফাসের ঘটনা সামনে এল।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
ধর্ম নিয়ে তাচ্ছিল্যকারীদের বিরুদ্ধে জিহাদের ডাক দিলেন আজহারী
‘মা’ দেশ স্বাধীন করেছি- মৃত্যু শয্যায় শহীদ সাব্বির
নাইজেরিয়ায় পেট্রোল ট্যাংকার বিস্ফোরণে নিহত ৭০
লাল সন্ত্রাসের ঘোষণা : মেঘমল্লার বসুর শাস্তির দাবিতে ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ
চুয়াডাঙ্গার কুমারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুল হককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম
বিএনপিতে কোন সন্ত্রাসীর ঠাঁই হবে না কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু
মধ্যরাতে জাবির ছাত্রী হলের রুম থেকে লালন ভক্ত যুবক আটক
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান
ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল
অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি
বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান
২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা
ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার
লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭
প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত