মধ্যপ্রাচ্যে বিপুল সংখ্যক মার্কিন সেনা মোতায়েন
২৭ অক্টোবর ২০২৩, ০৩:৫৪ পিএম | আপডেট: ২৭ অক্টোবর ২০২৩, ০৩:৫৪ পিএম
ইসরাইল-হামাস যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্যে ব্যাপক হারে সেনা উপস্থিতি বাড়াচ্ছে আমেরিকা। ইসরাইল-হামাস যুদ্ধ শুরুর পর থেকে এই এলাকায়, ইরাক ও সিরিয়ায় আমেরিকা ও তার মিত্র বাহিনীর ঘাঁটিতে অন্তত ১৬টি হামলা হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। ইরাক ও সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন ও রকেট হামলা হয়েছে।
পেন্টাগন জানিয়েছে, এই হামলাগুলিতে কোও মার্কিন সৈন্যের মৃত্যু না হলেও, মোট ২১ জন মার্কিন সেনা সদস্য ‘সামান্য আহত’ হয়েছেন। পরিকাঠামোরও সামান্য ক্ষতি হয়েছে। এরপরই, ইরাক ও সিরিয়ায় অন্তত ৯০০ অতিরিক্ত সেনা পাঠাচ্ছে আমেরিকা। এর মধ্যে একটা বড় অংশ ইতিমধ্যেই মধ্য প্রাচ্যে পৌঁছে গিয়েছে, বাকিরা মধ্যপ্রাচ্যের পথে রয়েছে বলে জানিয়েছে পেন্টাগন।
বৃহস্পতিবারও উত্তর ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে এর মার্কিন সেনা ঘাঁটিতে হামলা হয়েছে বলে জানিয়েছেন, পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার। তিনি জানিয়েছেন এই হামলায় কোনও হতাহতের খবর নেই। তবে, ঘাঁটির পরিকাঠামোর সামান্য ক্ষতি হয়েছে। তিনি আরও জানিয়েছেন, ১৭ অক্টোবর থেকে, ইরাকে আমেরিকা ও জোট বাহিনীর উপর অন্তত ১২বার হামলা হয়েছে। সিরিয়ায় হামলা হয়েছে চারবার। কারা হামলা চালাচ্ছে? ব্রিগেডিয়ার রাইডার বলেছেন, ‘আমরা জানি ইরান সমর্থিত যোদ্ধা গোষ্ঠীগুলিই হামলা চালাচ্ছে। আমরা এর জন্য ইরানকেই দায়ী করছি।’
ইসরাইল এবং ফিলিস্তিনপন্থী হামাস গোষ্ঠীর মধ্যে যুদ্ধকে কেন্দ্র করে উত্তেজনা বেড়েছে মধ্যপ্রাচ্যে। ফলে, অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেছে মার্কিন বাহিনী। ৭ অক্টোবর এই সংঘাত শুরুর পর থেকে মধ্যপ্রাচ্য ও পশ্চিম এশিয়ায় একের পর এক রণতরী এবং যুদ্ধবিমান মোতায়েন করেছে মার্কিন বাহিনী। এর মধ্যে দুটি বিমানবাহী রণতরীও রয়েছে। এবার, সেনার সংখ্যাও বাড়ানো হচ্ছে। শুরু থেকেই, ইসরাইলের সবচেয়ে বড় সমর্থক হিসেবে আবির্ভূত হয়েছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন-সহ একাধিক উচ্চপদস্থ মার্কিন কর্তা সম্প্রতি ইসরাইল সফর করেছেন।
এই অবস্থায় মার্কিন বাহিনীর বিরুদ্ধে মুসলিম দেশগুলিতে, বিশেষ করে ইরানে ক্ষোভ বাড়ছে। উদ্ভূত পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র তার সামরিক ঘাঁটিগুলিতে নজরদারি বাড়াচ্ছে। ড্রোন, রকেট বা ক্ষেপণাস্ত্র হামলার মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে। আশঙ্কা কর হচ্ছে, ক্রমবর্ধমান উত্তেজনাকে কাজে লাগিয়ে ফের মাথাচাড়া দিতে পারে আইএসআইএস। এর জন্য, বর্তমানে ইরাকে প্রায় ২,৫০০ এবং সিরিয়ায় প্রায় ৯০০ মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
ওমরজাই-গুরবাজ জুটির ৫০
কোন অপশক্তি নেই, রুখতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রযাত্রা - দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
মুস্তাফিজের দ্বিতীয় আঘাত
যশোরের যবিপ্রবি এলাকা থেকে সাবেক ছাত্রলীগ নেতা আটক
যশোরে সেনাবাহিনীর অভিযানে মাদকসহ আটক ১
যশোরের শার্শায় জাহাঙ্গীর মেম্বারের ক্ষমতার দাপট, পুলিশ নিরব
রহমতকে ফেরালেন মুস্তাফিজ
নোয়াখালী আদালতের নতুন পিপি শাহাদৎ, জিপি নুরুল আমিন
ঢাকায় স্বামীর আত্মহত্যার ৪৮ঘণ্টার পর যশোরে গলায় ফাঁস দিয়ে স্ত্রীর আত্মহত্যা
স্কুল হ্যান্ডবলে সেরা সানিডেল-ভিকারুননিসা
জাতীয় সাঁতারের তৃতীয় দিন নৌবাহিনীর এক রেকর্ড
পুরস্কারের চেক বুঝে পেলেন সাবিনারা
বিশ্বে গবেষণা নেতৃত্বে ৩২তম ইরান
বিতর্কিত উপদেষ্টা নিয়োগ শহীদের রক্তের অবমাননা : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
ফারুকী-বশিরকে উপদেষ্টা করা শহীদের রক্তের সঙ্গে বেঈমানি : ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবী ছাত্র-জনতা
গাজীপুরে সড়ক অবরোধে ছাত্রছাত্রীরা চরম দুর্ভোগে
সরকার ভৈরবে নদী বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ নিচ্ছে : নৌপরিবহন উপদেষ্টা
গতির ঝড় তুলে প্রথম উইকেট নাহিদের
শেরপুরে হাসপাতাল তত্ত্বাবধায়ক কর্তৃক হামলার শিকার সময় টিভির দুই সাংবাদিক
জুলাই-আগস্টের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যেমে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে : সৈয়দ মেজবাহ উদ্দিন