মার্কিন ড্রোন ভূপাতিত করল ইয়েমেনের হাউছিরা
০৯ নভেম্বর ২০২৩, ০৮:০২ এএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৩, ০৮:০২ এএম
ইয়েমেন উপকূলে ইরানপন্থী হাউছি যোদ্ধারা একটি মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। মার্কিন কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
ভূপাতিত করা এমকিউ-৯ রিপার ড্রোন মূলত গোয়েন্দা তথ্য সংগ্রহ করে। তবে এটি আকাশে যেকোনো লক্ষ্যবস্তুর ওপর হামলাও করতে পারে।
ইয়েমেনের হাউছি যোদ্ধারা বুধবার ঘোষণা করে যে তারা ইয়েমেনের আঞ্চলিক পানিসীমায় আকাশ এলাকায় একটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে। মার্কিন কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্স এবং এএফপির কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঠিক কোথায় ড্রোনটি ভূপাতিত করা হয়, তা বলা হয়নি।
গত কয়েক সপ্তাহে হাউছিরা ইসরাইলের দিকে বেশ কয়েকটি প্রজেক্টাইল নিক্ষেপ করে। তবে কোনোটিই ইসরাইলি ভূখণ্ডে আঘাত করেনি।
গত মাসে লোহিত সাগরে ইয়েমেন থেকে ইসরাইলের দিকে নিক্ষেপ করা কয়েকটি ক্ষেপণাস্ত্র একটি মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার ধ্বংস করে।
হাউছিরা ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করে। এর মাধ্যমে ইয়েমেনের আন্তর্জাতিক ভাবে স্বীকৃত (সৌদি-সমর্থিত) সরকারে বিরুদ্ধে ভয়াবহ গৃহযুদ্ধ শুরু হয়।
হাউছিরা আগেও এমকিউ-৯ ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। এর আগে সর্বশেষ এমন ঘটনা ঘটেছিল ২০১৯ সালে। প্রতিটি এমকিউ-৯ ড্রোনের দাম ৩০ মিলিয়ন ডলার।
গাজা সিটিতে ইসরাইলি সেনাদের সাথে হামাসের যুদ্ধ চলছে
হামাসকে নির্মূল করতে ইসরায়েলের স্থল অভিযান বুধবার দ্বিতীয় মাসে পড়েছে। বিশ্বব্যাপী যুদ্ধবিরতির আহবান সত্ত্বেও ইসরাইল গাজায় ধ্বংসাত্মক অভিযান চালিয়ে যাচ্ছে। ইসরাইলি বাহিনী গাজা সিটিতে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা হামাসের সাথে লড়াইরত রয়েছে।
হামাসকে ধ্বংস করতে ইসরাইলের সংকল্পের উপর জোর দিয়ে প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট গাজাকে ‘এখন পর্যন্ত নির্মিত বৃহত্তম সন্ত্রাসী ঘাঁটি’ বলে বর্ণনা করেছেন। মঙ্গলবার তিনি সাংবাদিকদের বলেন, আমরা গাজা সিটির কেন্দ্রস্থলে আছি।
গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরাইলের নিরলস বোমাবর্ষণে ১০,৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই শিশু।
যুদ্ধ থামানোর আহ্বান উপেক্ষা করে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন, হামাসের হাতে আটক ২৪০ জনেরও বেশি বন্দীকে মুক্তি না দেয়া পর্যন্ত কোনো বিরতি হবে না।
জাতিসঙ্ঘ মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্ক বলেছেন, গত মাসটি ছিল ‘হত্যাকাণ্ড, নিরবচ্ছিন্ন দুর্ভোগ, রক্তপাত, ধ্বংস, ক্ষোভ ও হতাশা’।
গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলায় নিহতদের স্মরণে মঙ্গলবার রাতে জেরুসালেমে ইসরাইলিরা মোমবাতি জ্বালিয়ে শোক পালন করেছে। হামাসের ওই হামলায় ১৪০০ ইসরাইলি মারা যায়।
হামাসের হামলার প্রতিশোধ নিতে ইসরাইল গাজায় ধ্বংসাত্মক বিমান হামলা চালায়। এই হামলায় গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়ে ঘনবসতিপূর্ণ গাজায় ভয়ঙ্কর স্থল অভিযান শুরু করে। গাজায় ১৫ লাখের বেশি মানুষ ঘরবাড়ি হারিয়ে উদ্বাস্তু হয়ে পড়েছে। ইসরাইল গাজার বিদ্যুৎ, পানি সরবরাহসহ সকল জরুরি সুবিধা বন্ধ করে দিয়ে সেখানে ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে।
পুরো শহরের ব্লকগুলো মাটির সাথে মিশিয়ে দেয়া হয়েছে এবং হাসপাতালের বাইরে সাদা কাফনের মৃতদেহ জমা হচ্ছে, যেখানে সার্জনরা মেবাইল ফোনের আলোতে রক্তাক্ত মেঝেতে কাজ করেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গাজায় যুদ্ধে প্রতিদিন গড়ে ১৬০ শিশু নিহত হচ্ছে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি
অস্ত্র মামলায় মামুন খালাস
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন
দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির
হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা
আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী
বেক্সিমকোর ১৬টি কারখানার ছাটাইকৃত শ্রমিকদের চাকরি ফিরে পাওয়ার সিদ্ধান্ত ২৭ জানুয়ারি
যুদ্ধবিরতির কয়েক মিনিট আগেও ইসরায়েলের হামলা গাজায় বিলম্বিত সময়ের মধ্যে নিহত ১৯
আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ
এবার মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এলডিপি মহাসচিবের বৈঠক
সরিষাবাড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে কম্বল বিতরণ