‘ভেতরে কোনো হামাস সদস্য নেই’ : উন্মুক্ত আমন্ত্রণ জানালেন ডাক্তার
১৩ নভেম্বর ২০২৩, ১০:৩৩ এএম | আপডেট: ১৩ নভেম্বর ২০২৩, ১০:৩৩ এএম
গতকাল ইসরায়েলের সেনাবাহিনী হাসপাতালের চারপাশে হামলা বাড়িয়েছে। এতে গাজা শহর ও উত্তর গাজার কিছু হাসপাতালের ওপর সরাসরি আঘাত আসছে। গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
হাসপাতালের চিকিৎসকদের উদ্ধৃত করে ফিজিশিয়ান ফর হিউম্যান রাইটস ইসরায়েল বলেছে, ‘বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণে হাসপাতালের দুটি শিশু মারা গেছে।
‘ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) টুইটারে বলেছে, ‘আল-শিফা হাসপাতালের আশপাশে হামলা নাটকীয়ভাবে তীব্র হয়েছে। হাসপাতালে আমাদের কর্মীরা ভেতরে একটি বিপর্যয়কর পরিস্থিতির কথা জানিয়েছেন।’
এর আগে বিবিসির সঙ্গে কথা বলার সময় ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ অভিযোগের পুনরাবৃত্তি করে বলেন, আল-শিফার নীচে হামাসের সদর দপ্তর রয়েছে। গাজার বৃহত্তম হাসপাতাল আল-শিফার নীচে একটি ভূগর্ভস্থ কমান্ড সেন্টার পরিচালনার অভিযোগ করেছে তারা।
তবে হামাস তা অস্বীকার করে আসছে শুরু থেকে।
হামাস আল-শিফায় কাজ করছে কিনা জানতে চাইলে ডাঃ মারওয়ান আবু সাদা অভিযোগটিকে ‘বড় মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন। তিনি আরো বলেছেন, আল-শিফা হাসপাতালের ভিতরে ‘একজন হামাস সদস্যও’ নেই।
তিনি বলেন, ‘আমরা সব আন্তর্জাতিক সম্প্রদায় এবং এমনকি ইসরায়েলিদের একটি উন্মুক্ত আমন্ত্রণ জানাই।
তারা আল শিফা হাসপাতালের কাছাকাছি রয়েছে। আপনারা শিফা হাসপাতালে ঢুকে দেখেন না কেন?’ তিনি আরো জানান, ‘আমরা নাগরিক। আমি একজন চিকিৎসক। এখানে আমাদের চিকিৎসা কর্মীরা আছেন, আমাদের রোগী আছেন এবং বাস্তুচ্যুত মানুষ রয়েছে আর কিছু নেই।’
হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, আল-শিফায় দুই হাজারের বেশি মানুষ রয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় আল-শিফার পরিস্থিতি সম্পর্কে নতুন খবরে বলেছে, হাসপাতালে এখন অন্তত দুই হাজার ৩০০ মানুষ রয়েছে। নতুন খবরে আরো বলা হয়েছে, হাসপাতালে ৬০০ থেকে ৬৫০ জন রোগী রয়েছে। পাশাপাশি ২০০ থেকে ৫০০ জন স্বাস্থ্যকর্মী এবং প্রায় এক হাজার ৫০০ বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছে। হাসপাতালে বিদ্যুৎ, পানি এবং খাবারের অভাব তাৎক্ষণিকভাবে জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে।
ডব্লিউএইচও অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে গাজার প্রধান হাসপাতালের ‘ভয়াবহ ও বিপজ্জনক’ পরিস্থিতি সম্পর্কে সতর্ক করেছে। হাসপাতালটি প্রায় সম্পূর্ণরূপে বিদ্যুৎ, খাদ্য ও পানির ঘাটতির সম্মুখীন হচ্ছে।
ডাব্লুএইচও প্রধান টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস বলেছেন, ‘হাসপাতালের আশেপাশের এলাকায় ক্রমাগত বন্দুকযুদ্ধ এবং বোমা হামলা চলছে। ইতিমধ্যেই পরিস্থিতি আরো জটিল হয়ে পড়েছে। আল-শিফা হাসপাতালে এখন আর কাজ হচ্ছে না।’
ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তারা ইনকিউবেটরে থাকা দুর্বল নবজাতক শিশুদের অন্য হাসপাতালে সরিয়ে নিতে সাহায্য করতে প্রস্তুত। আল-শিফার সার্জারির প্রধান ডাঃ মারওয়ান আবু সাদা বিবিসিকে বলেছেন, সরঞ্জাম ও বিদ্যুৎ এর অভাবে তৃতীয় অপরিণত নবজাতকের মৃত্যু হয়েছে। এর আগে মৃত্যু হয়েছে আরো দুই শিশুর। যেসব শিশু আগে ইনকিউবেটরে ছিল তাদের আল-শিফা হাসপাতালে বিদ্যুতের অভাবের কারণে একসঙ্গে সার্জিক্যাল ওয়ার্ডের একটি বিছানায় স্থানান্তরিত করা হয়েছে। বিদ্যুতের অভাবে নবজাতক ইউনিটকে বন্ধ করে দিতে বাধ্য হয়েছে চিকিৎসকরা। অন্যান্য কয়েক ডজন নবজাতক বর্তমানে তাদের প্রয়োজনীয় যত্ন পাচ্ছে না। চিকিৎসকরা আতঙ্কে আছেন। তারা বলছেন, ‘আমরা সব (শিশুদের) জীবন হারাতে যাচ্ছি।’
সাম্প্রতিক দিনগুলোতে উত্তর গাজার আল-শিফার আশেপাশের এলাকায় প্রচণ্ড লড়াই চলছে। অবিরাম বোমা এবং বন্দুক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের বিরুদ্ধে সরাসরি হাসপাতালে হামলার অভিযোগ আনা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা হাসপাতালের এলাকায় কাজ করছে। তবে হামলার কথা অস্বীকার করেছে। ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত গাজা উপত্যকার একমাত্র নিরাপদ স্থান বলে বিবেচিত হাসপাতালগুলোও যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। সেখানে চিকিৎসাধীন শিশুসহ শত শত রোগী আর আশ্রয় নেওয়া নিরুপায় মানুষের জীবন হুমকির মুখে। বিশ্বজুড়ে বড় বড় শহরে ফিলিস্তিনে ইসরায়েলের হামলার বন্ধের দাবিতে বিক্ষোভ চলছে। এর মধ্যে রয়েছে নিউ ইয়র্ক, লন্ডন, প্যারিস, বাগদাদ, করাচি, বার্লিন ও এডিনবার্গ। সূত্র: বিবিসি
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন বিকেলে শুরু
মনোহরদীতে যুবকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অংশ নিলেন প্রিন্সেস রিমা
মানবতাবিরোধী অপরাধীরা যেন নির্বাচন করতে না পারে : বদিউল আলম মজুমদার
মাগুরায় ৬ ইটভাটায় অভিযান: ১৩ লাখ টাকা জরিমানা, ২টি ভাঙ্গচুর
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে মাস্কের বিতর্কিত ইশারা নিয়ে তীব্র সমালোচনা
লাখ লাখ ভারতীয় হারাতে যাচ্ছেন মার্কিন নাগরিকত্ব
শরীয়তপুর পৌরসভার খাল উদ্ধার অভিযান শুরু
কলাপাড়ায় গভীর রাতে বসত ঘরে প্রবেশ করে গৃহবধূকে হত্যা করে দুর্ধর্ষ ডাকাতি
নির্বাচন ব্যবস্থা সংস্কারে ‘সুপারিশ’ নিয়ে যা বললেন বদিউল আলম মজুমদার
আমাদের একমাত্র লক্ষ্য আমেরিকার শত্রুদের পরাজিত করা: ট্রাম্প
সড়ক থেকে সরেছেন প্রবাসীরা, স্বাভাবিক হয়েছে যান চলাচল
হিজাববিহীন তাওয়াফ! কে এই পাকিস্তানি নারী?
চীনের যে অস্ত্রের ভয়ে কাঁপছে ভারত আমেরিকা
প্রথম সামাজিক অনুষ্ঠানে নাচলেন ট্রাম্প-মেলানিয়া
ফেসবুকে যা লিখলেন আলোচিত অভিনেতা জয়
শিল্পী সমিতি থেকে ফ্যাসিস্ট নিপুণের স্থায়ী বহিষ্কার
অভিবাসন নিয়ন্ত্রণে ট্রাম্পের কঠোর পদক্ষেপ, সিবিপি ওয়ান অ্যাপ বাতিল
টিকা না পেয়ে সড়ক অবরোধ করেছেন প্রবাসীরা
তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় মানসিক অপ্রকৃতস্থ যুবকের মৃত্যু