কর্ণাটকে হিজাব পরে পরীক্ষা দেয়া যাবে না, নিষেধাজ্ঞা উঠল মঙ্গলসূত্র থেকে
১৪ নভেম্বর ২০২৩, ০৭:১৬ পিএম | আপডেট: ১৪ নভেম্বর ২০২৩, ০৭:১৬ পিএম
কর্ণাটকে নিয়োগ পরীক্ষার সময় হিজাব বা মাথা ঢেকে থাকা কিছু পরার উপর নিষেধাজ্ঞা জারি করা হল। আগামী ১৮ নভেম্বর এবং ১৯ নভেম্বর রাজ্য-পরিচালিত বিভিন্ন বোর্ড এবং কর্পোরেশনের নিয়োগের যে পরীক্ষা আছে, সেটার জন্য সেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একাধিক রিপোর্ট অনুযায়ী, প্রাথমিকভাবে মঙ্গলসূত্র এবং আঙ্গটও নিষিদ্ধ করা হয়েছিল। ডানপন্থী সংগঠনের প্রতিবাদের পর সেই নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। অর্থাৎ মঙ্গলসূত্র এবং আঙ্গট পরে ওই দু’দিন পরীক্ষা দিতে যেতে পারবেন মহিলা প্রার্থীরা।
সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, আগামী শনিবার এবং রবিবার যে নিয়োগ পরীক্ষা আছে, তাতে কী কী জিনিস নিয়ে যেতে পারবেন না প্রার্থীরা, তা নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে 'কর্ণাটক এক্সামিনেশন অথরিটি'। সেই তালিকায় আর পাঁচটা পরীক্ষায় যে সব জিনিসের উপর নিষেধাজ্ঞা চাপানো থাকে, সেগুলি তো নিষিদ্ধ করা হয়েছে। সেইসঙ্গে বাড়তি যোগও করেছে কর্তৃপক্ষ। প্রার্থীরা কী কী পরে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না এবং কী কী পরে প্রবেশ করতে পারবেন, তাও ‘কর্ণাটক এক্সামিনেশন অথরিটি’-র তরফে জানানো হয়েছে।
পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে প্রার্থীদের মাথা ঢেকে থাকবে, এমন কোনও জিনিস পরা যাবে না। অর্থাৎ হিজাব পরে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না বলে সংশ্লিষ্ট মহলের দাবি। কোনওরকম টুপি পরা যাবে না। মাস্ক পরেও পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না প্রার্থীরা। অনেকটা জায়গাজুড়ে এমব্রয়ডারি করা পোশাক, ফুলের নকশা করা পোশাক বা বোতাম লাগানো পোশাক পরতে পারবেন না প্রার্থীরা। সেইসঙ্গে ফুলহাতা পোশাক, জিনসের প্যান্ট, হাই-হিলের জুতো বা স্লিপার পরার উপরও নিষেধাজ্ঞা জারি করেছে 'কর্ণাটক এক্সামিনেশন অথরিটি'।
একাধিক রিপোর্ট অনুযায়ী, মঙ্গলসূত্র এবং আঙ্গট-সহ কোনও ধাতব গয়না পরার উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। যদিও বিষয়টি নিয়ে ডানপন্থী সংগঠনের তরফে প্রতিবাদ জানানো হয়। সেই পরিস্থিতিতে ‘কর্ণাটক এক্সামিনেশন অথরিটি’-র তরফে জানানো হয়েছে যে প্রার্থীরা মঙ্গলসূত্র এবং আঙ্গট পরে পরীক্ষা দিতে আসতে পারবেন। তবে বাকি সব ধাতব গয়নার উপর নিষেধাজ্ঞা জারি থাকছে।
পুরুষ প্রার্থীদের ক্ষেত্রেও একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে ‘কর্ণাটক এক্সামিনেশন অথরিটি’। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ফুলহাতা জামা পরে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করে না। সাধারণ ট্রাউজার্স পরা যাবে। কুর্তা-পাজামা বা জিনসের প্যান্ট পরে পরীক্ষাকেন্দ্রে ঢোকার অনুমতি মিলবে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'পুরুষ প্রার্থী যে পোশাক পরবেন; সেটা হালকা, ঢিলেঢালা হতে হবে। কোনওরকম জিপ পকেট থাকা যাবে না, বড় বোতামও থাকা যাবে না। বড় এমব্রয়ডারির জামা পরা যাবে না। পরীক্ষাকেন্দ্রের ভিতরে জুতোর ক্ষেত্রেও বিধিনিষেধ থাকছে।' সূত্র: হিন্দুস্থান টাইমস।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
আমতলীতে ভয়াবহ অগ্নিকান্ডে ২ কোটি টাকা মূল্যের ১৬টি দোকান পুড়ে ছাই
ঘোড়াঘাটে সিসি ক্যামেরার সামনে থেকে দিনের বেলায় মোটরসাইকেল চুরি
ট্রাম্পের জন্য জন্মসূত্রে নাগরিকত্ব আইন পরিবর্তন কঠিন হতে পারে
লেবাননের নতুন নেতৃত্বে হিজবুল্লাহর প্রভাব কি হ্রাস পাচ্ছে?
টিকটককে ৭৫ দিন সময় দিলেন ট্রাম্প
আদানি পুত্রের বিয়েতে আসছেন টেইলর সুইফট!
বেনজীরের সাভানা ইকো রিসোর্টে এনবিআরের অভিযান, মিলেছে বিপুল পরিমাণ কর ফাঁকির প্রমাণ
৭ দিনের মধ্যে প্রত্যাহার হবে রাজনৈতিক হয়রানিমূলক মামলা: আইন উপদেষ্টা
পঞ্চগড়ে তারুণ্যের উৎসবে বিনামুল্যে চক্ষু শিবির
আগামীকাল নেত্রকোণা জেলা যুবদলের সভাপতি মরহুম আল আমিন খান পাঠানের মৃত্যুবার্ষিকী
তুরস্কের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০, আহত আরও ৩২
কাল উত্তরায় আসছেন ধর্ম উপদেষ্টা ২ দিনব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির শুরু কাল
কুলাউড়া উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা
জয়পুরহাট সীমান্তে বিএসএফের বেড়া, বিজিবির বাধায় কাজ বন্ধ
অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকার ভালো : মির্জা ফখরুল
ধরা পড়েননি পালানো ওসি, ‘সম্ভবত’ ইন্ডিয়া চলে গেছেন: ডিএমপি কমিশনার
কলাপাড়ায় বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ চুরির মামলায় শ্রমিক দলের সভাপতি জেল হাজতে
জয়পুরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেস্টাকালে বিজিবির বাধায় বন্ধ
প্যারিসে অনুষ্ঠিত হলো গহরপুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্সের পরিচিতি সভা
পানামা খাল নিয়ে ট্রাম্পের বক্তব্যের কড়া জবাব প্রেসিডেন্ট মুলিনোর