পরিবেশ মন্ত্রণালয়ের কমিটিতে আদানি গোষ্ঠীর উপদেষ্টা, বিতর্ক তুঙ্গে
১৫ নভেম্বর ২০২৩, ০৫:০৫ পিএম | আপডেট: ১৫ নভেম্বর ২০২৩, ০৫:০৫ পিএম
গৌতম আদানি গোষ্ঠীর অন্যতম সংস্থা আদানি গ্রিন এনার্জি লিমিটেডের (এজিইএল) এক উপদেষ্টা স্থান পেয়েছেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রণালয়ের একটি কমিটিতে। যার জেরে ‘স্বার্থের সংঘাত’ নিয়ে অভিযোগ উঠেছে। শুরু হয়েছে বিতর্ক, রাজনৈতিক তরজাও। কেন্দ্রের সমালোচনায় সরব হয়েছেন বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্ব। এথিক্স কমিটির তাকে লোকসভা থেকে বহিষ্কারের সুপারিশ করলেও এ বিষয়ে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের এমপি মহুয়া মৈত্র।
উল্লেখ্য, এজিইএল-এর অন্যতম প্রধান উপদেষ্টা জনার্দন চৌধুরিকে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রণালয়ের একটি কমিটির সাত ‘নন ইনস্টিটিউশনাল’ সদস্যের মধ্যে একজন হিসাবে বেছে নেয়া হয়েছে। সেপ্টেম্বরে জলবিদ্যুৎ এবং নদী উপত্যকা প্রকল্পের জন্য বিশেষজ্ঞ মূল্যায়ন কমিটি পুনর্গঠন করার সময় এই পদক্ষেপ করা হয়। গত ১৭-১৮ অক্টোবর কমিটির বৈঠকে মূল্যায়ন করা হয় এজিইএল-এর ১,৫০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তারালি পাম্পিং স্টোরেজ প্রকল্পটি। যেটি মহারাষ্ট্রের সাতারায় তৈরি হচ্ছে।
পরিবেশ মন্ত্রণালয়ের পোর্টালে বৈঠকের আলোচ্যসূচি থেকেই বিষয়টি জানা গিয়েছে। যদিও জনার্দন চৌধুরির দাবি, বৈঠকে থাকলেও এজিইএল-এর প্রকল্প নিয়ে আলোচনায় তিনি অংশ নেওয়া থেকে বিরত ছিলেন। তার আরও দাবি, তিনি এজিইএল-এর উপদেষ্টা। সংস্থার বেতনভুক কর্মী নন। প্রসঙ্গত, এনএইচপিসি-তে ৩৬ বছর কর্মরত থাকার পর ২০২০-র মার্চে তিনি অবসর নেন। ২০২২-এর এপ্রিলে তিনি এজিইএল-এর উপদেষ্টা হন। কমিটিতে যোগ দেয়ার আগে তিনি তার ভূমিকা পরিবেশ মন্ত্রককে জানিয়েছিলেন বলেও চৌধুরির দাবি।
পরিবেশ মন্ত্রণালয়ের এই কমিটির প্রাথমিক কাজ, প্রকল্পগুলির সম্ভাব্য ভালো-মন্দের প্রভাব মূল্যায়ন করে সে বিষয়ে মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করা। যার উপর ভিত্তি করে মন্ত্রণালয় প্রকল্প খারিজ করবে কি না বা ক্ষতিকর প্রভাব প্রশমিত করার জন্য বা ক্ষতিপূরণের জন্য নির্দিষ্ট শর্ত দিয়ে ছাড়পত্র দেবে কি না, তার সিদ্ধান্ত নেয়। ফলে এই কমিটির ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ। স্বাভাবিকভাবেই চৌধুরির নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। মহুয়া মৈত্র টুইট করেন, ‘মোদিজির পরিবেশমন্ত্রণালয় আদানির কর্মচারী জনার্দন চৌধুরিকে ইএসি-র সদস্য হিসাবে নিযুক্ত করেছে। যে কমিটির অনুমোদনের অপেক্ষায় রয়েছে মোট ১০,৩০০ মেগাওয়াট বিশিষ্ট আদানির ছটি প্রকল্প!’
কেরল কংগ্রেস টুইট করেছে, ‘আদানির প্রধান সেবক আদানির কর্মচারী জনার্দন চৌধুরিকে পরিবেশ মন্ত্রণালয়ের অধীনে ইএসি-এর সদস্য হিসাবে নিযুক্ত করেছেন। কমিটি আদানিদের ছটি প্রকল্প মূল্যায়ন করবে!’ শিবসেনা (ইউবিটি) নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদীর তোপ, ‘স্বার্থের সংঘাত, এই সমস্ত বিষয়ে প্রশ্ন করবেন না। সেগুলো অন্যদের জন্য। যেখানে বন্ধুর লাভ জড়িত, সেখানে এসব দেখা হয় না। কাউকে ই-মেল শেয়ার করলে এথিক্স কমিটি নির্বাচিত সাংসদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা, স্বার্থের সংঘাতের অভিযোগ তোলে। কমিটিতে ওই বেসরকারি সংস্থার কর্মীকে কে, কেন, কীভাবে জায়গা করে দিল, তা নিয়ে তদন্ত হবে না?’
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
ছাগলনাইয়ায় দুই হাত কাটা যুবকের লাশ উদ্ধার
কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি লিটন, সম্পাদক মামুন
খুবি কেন্দ্রে ঢাবি ভর্তি পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে নানা সিদ্ধান্ত
ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্বের আদেশ স্থগিতে ১৮টি রাজ্যের মামলা
টেলিকমে অপ্রয়োজনীয় লাইসেন্স বাতিল করা হবে : বিটিআরসি চেয়ারম্যান
ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাইভেট কারচালক নিহত
খালেদা জিয়ার নাইকো মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য
আনিসুল হকের আয়কর নথি জব্দ
সাবেক ক্রিকেটার দুর্জয়ের সম্পদ জব্দ, ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ
বন্দরে বকেয়া বেতন দাবিতে পারটেক্স শ্রমিকদের অবস্থান কর্মসূচি
অবৈধভাবে কার্যক্রম চালাচ্ছে ইস্ট এশিয়ান ইউনিভার্সিটি : ইউজিসি
ধামরাইয়ে ৩ দিনেও সন্ধান মেলেনি ইজিবাইক চালকের
জাতীয় বিশ্ববিদ্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন পালিত
গণতান্ত্রিক ও বৈষম্যমুক্ত সমৃদ্ধশালী দেশ গড়তে প্রয়োজন সমন্বিত প্রচেষ্টা -নারায়ণগঞ্জ জেলা প্রশাসক
বিদ্যুৎ উপদেষ্টাকে স্মারকলিপি দিল পবিস কর্মীরা
উত্তরা উলামা আইম্মা পরিষদের কমিটি গঠন
ডাকাতির ভিডিও ভাইরাল হলেও অধরা রূপগঞ্জের রুবেল
সিনিয়র-জুনিয়র সংঘাতের দায়ে অভিযুক্ত দর্শন বিভাগের শিক্ষার্থীকে বহিষ্কার
পদ্মা ব্যাংকের ১২২তম পরিষদ সভা অনুষ্ঠিত
ভারতের ছত্তিশগড়ে বন্দুকযুদ্ধে ২০ মাওবাদী নিহত