ইরানের হাতে নতুন হাইপারসনিক মিসাইল, ইসরাইলকে গুঁড়িয়ে দেয়াই কি লক্ষ্য?
২১ নভেম্বর ২০২৩, ০২:৫৪ পিএম | আপডেট: ২১ নভেম্বর ২০২৩, ০২:৫৪ পিএম

যত দিন যাচ্ছে ততই ভয়ংকর হয়ে উঠছে হামাস বনাম ইসরাইল যুদ্ধ। গাজায় বাড়তে থাকা মৃতের সংখ্যা নিয়ে বহু দেশের সমালোচনার মুখে পড়েছে ইহুদি দেশটি। ইসরাইলে হামলা চালাচ্ছে লেবাননের সংগঠন হেজবোল্লা ও ইয়েমেনের হাউথি গোষ্ঠী। তাদের মদত দিচ্ছে ইরান। এই প্রেক্ষাপটে এবার নতুন হাইপারসনিক মিসাইল প্রকাশ্যে আনল তেহরান। মনে করা হচ্ছে, ইসরাইলের উপর চাপ বাড়াতেই ইরানের এ পদক্ষেপ।
আল জাজিরা সূত্রে খবর, রোববার ইরানের রাজধানী তেহরানে এক সামরিক প্রদর্শনীতে নতুন এই ফাতাহ হাইপারসনিক মিসাইল প্রকাশ্যে আনে ইরান সেনার বিশেষ বাহিনী ‘ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কোর’। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেই। নতুন এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র খতিয়ে দেখার পাশাপাশি এদিন আরও একবার ইসরাইলের নিন্দায় সরব হন খামেনেই। গাজায় ইসরাইলি সেনার হামলার প্রসঙ্গে তিনি বলেন, গাজার হাসপাতালগুলোতে হামলা চালাচ্ছে ইসরাইল। ফিলিস্তিনের যোদ্ধাদের সঙ্গে তারা লড়াইয়ে পেরে উঠছে না তাই রাগের বশে এই পন্থা অবলম্বন করছে। ক্ষোভ উগরে তিনি আরও বলেন, ‘জায়নবাদ বর্ণবিদ্বেষের প্রতীক।’ একই সঙ্গে তিনি তোপ দাগেন ইসরাইলের পাশে দাঁড়ানো পশ্চিমের দেশগুলোকেও।
এই প্রেক্ষিতে সমর বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, মধ্যপ্রাচ্যের এই রক্তক্ষয়ী সংঘাত আবহে নতুন এই ক্ষেপণাস্ত্র প্রকাশ্যে এনে ইসরাইলকে বিশেষ বার্তা দিতে চাইছে ইরান। এর আগেই গাজায় সাধারণ মানুষ ও শিশুদের মৃত্যু নিয়ে ইহুদি দেশটিকে কড়া হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইরান। গত মাসে তারা বলেছিল, ‘ইসরাইলের বিচ্ছিন্নতাবাদী যুদ্ধাপরাধ ও গণহত্যা অবিলম্বে বন্ধ করা না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং এর পরিণতি সুদূরপ্রসারী হতে পারে।’ এছাড়াও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিও তোপ দেগে বলেছিলেন, ইসরাইল-হামাস যুদ্ধের আসল অপরাধী আমেরিকা। গাজায় সামরিক অভিযানের দায়ে অবিলম্বে ইসরাইলের উপর তেল ও পণ্য নিষেধাজ্ঞা জারি করতে হবে। ফলে ইরান যদি সরাসরি যুদ্ধের ময়দানে নামে তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
বলে রাখা ভালো, ১,৪০০ কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। শত্রুর ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থাকে বিকল করতে সক্ষম এটি। ফার্সি ভাষায় ফাতাহ শব্দের অর্থ ‘জয়ী’। চলতি বছরের জুন মাসে ওই ক্ষেপণাস্ত্রের প্রথম পরীক্ষা করা হয়েছিল ইরানের তরফে। সূত্র: এএফপি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন

ঘুরে দাঁড়িয়ে লুটনের বিপক্ষে সিটির স্বস্তির জয়

ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ পরিত্যক্ত
বছরের শ্রেষ্ঠ ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন গুলোকে পুরস্কার প্রদানের মাধ্যমে অনুষ্ঠিত হলো ৭ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড

টানা দ্বিতীয়বারের মতো দেশের সেবা খাতে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ

বিশ্বজুড়ে মানবিক বিপর্যয় রোধের দাবি জানিয়েছে নাগরিক সমাজ

ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিয়ে গুজবে কান দিবেন না : কুমিল্লা সিভিল সার্জন

দেশে দেশে মানবাধিকার লংঘনের প্রতিবাদে খেলাফত আন্দোলনের বিক্ষোভ অনুষ্ঠিত

ক্ষমতা কুক্ষিগত রাখতে সরকার মানবাধিকারের চরম লংঘন ঘটিয়ে চলেছে : গণতন্ত্র মঞ্চ

গ্রেপ্তার ও মিথ্যা মামলার প্রতিবাদে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের নিন্দা ও প্রতিবাদ

ইবরাহিমকে বহিষ্কার করে ‘কল্যাণ পার্টি’র নতুন কমিটি

আমেরিকার মদদে ইসরাইল গাজায় গণহত্যা চালাচ্ছে

‘ইসরাইলকে সমর্থন করে বিশ^ব্যাপী মানবাধিকারের দীক্ষা দেয়া সংগত নয়’: ড. মশিউর রহমান

বিএনপি নেতা আমিনুল ও মজনু অসুস্থ মুক্তি ও সুচিকিৎসার দাবি পরিবারের

মানবাধিকারের সর্বজনীন ঘোষণার নীতির প্রতি অবিচল অঙ্গীকার ১৪ কূটনৈতিক মিশনের

ইসরায়েলি সেনাদের ব্যারাক উড়িয়ে দিল হিজবুল্লাহ

পাঞ্জাবের ফিরোজপুরে চীনা ড্রোন উদ্ধার
ভারতে কংগ্রেস নেতার বাড়ি থেকে ৩০০ কোটি রুপি জব্দ

লৌহজংয়ে পেঁয়াজের বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান

রাজনৈতিক প্রতিহিংসার জেরে সিএনজি চালকের বাড়িতে হামলা
পার্থ টেস্ট থেকে ছিটকে গেলেন আবরার