ঢাকা   শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ | ১১ কার্তিক ১৪৩১

গাজায় অস্থায়ী কবরস্থানে হামলা ইসরায়েলের, প্রকাশ্যে বেরিয়ে আসে বহু লাশ

Daily Inqilab অনলাইন ডেস্ক

০৪ মার্চ ২০২৪, ০৩:৪২ পিএম | আপডেট: ০৪ মার্চ ২০২৪, ০৩:৪২ পিএম


ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের একটি ‘অস্থায়ী কবরস্থানে’ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ভূখণ্ডটির উত্তরাঞ্চলে অবস্থিত জাবালিয়া শরণার্থী শিবিরের বাসিন্দারা এই কবরস্থানটি তৈরি করেছিলেন।

হামলার পর ইসরায়েলি হামলায় নিহত অনেকের মরদেহ কবর থেকে বেরিয়ে আসে। সোমবার (৪ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের বাসিন্দাদের নির্মিত একটি ‘অস্থায়ী কবরস্থানে’ রোববার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বর্বরোচিত এই হামলার ফলে সম্প্রতি ইসরায়েলি বাহিনীর হাতে নিহত ফিলিস্তিনিদের মৃতদেহ কবর থেকে বেরিয়ে পড়ে।

উত্তর গাজা উপত্যকার সিভিল ডিফেন্সের পরিচালক আহমেদ আল-কাহলোত আনাদোলুকে বলেছেন, ‘ইসরায়েলি সেনাবাহিনী একটি গণকবরে বোমাবর্ষণ করেছে যেখানে কয়েকশ শহীদের লাশ দাফন করা হয়েছিল। ইসরায়েলি হামলায় নিহত এসব মানুষকে সম্প্রতি সমাহিত করা হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘বোমা হামলার ফলে কবরস্থান ধ্বংস হয়ে যায় এবং এতে করে মাটির নিচ থেকে অনেক মৃতদেহ প্রকাশ্যে চলে আসে।’

অবশ্য বেসামরিক প্রতিরক্ষা দলগুলো বাইরে চলে আসা মৃতদেহগুলোকে পুনরায় সমাধিস্থ করার জন্য নিষ্ঠার সাথে কাজ করছে বলেও আল-কাহলোত উল্লেখ করেছেন।

আনাদোলু বলছে, গত বছরের ৭ অক্টোবর গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে অবরুদ্ধ এই ভূখণ্ডের সকল গভর্নরেটের বাসিন্দারা আবাসিক এলাকা, বাড়ির আঙিনা এবং খেলার মাঠসহ বিভিন্ন স্থানে অস্থায়ী যৌথ এবং পৃথক কবর স্থাপনের পথ অবলম্বন করেছে।

বেসামরিক লোকদের ওপর ঘন ঘন হামলা করা ছাড়াও রাস্তা বন্ধ রাখা এবং ইসরায়েলি সেনাবাহিনীর অবকাঠামো ধ্বংসের কারণে নিয়মিত কবরস্থানে প্রবেশ করা অসম্ভব বলে অস্থায়ী এসব কবরস্থানে লাশ দাফন করে আসছে ফিলিস্তিনিরা।

এছাড়া যুদ্ধের শুরু থেকেই সামরিক যানবাহন প্রবেশ করতে পারে এমন এলাকায় কবর খনন এবং সেগুলোতে হামলা করেই চলেছে ইসরায়েলি সেনাবাহিনী।

এর আগে গত জানুয়ারি মাসের শেষে দিকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় কমপক্ষে ১৬টি কবরস্থান ধ্বংস করে দিয়েছে। মূলত উপগ্রহ চিত্র এবং সোশ্যাল মিডিয়া ফুটেজের বরাত দিয়ে সেসময় এই তথ্য সামনে আনে সংবাদমাধ্যমটি।

সিএনএন আরও জানায়, গাজায় স্থল অভিযানের সময় ইসরায়েলি সেনাবাহিনী বুলডোজার ব্যবহার করে কবরস্থানগুলো ভেঙে দিয়েছে এবং এমনকি এতে করে কবর থেকে কিছু মৃতদেহও বের হয়ে গেছে।

সিএনএনের প্রতিবেদনে উদ্ধৃত আইন বিশেষজ্ঞরা সেসময় জোর দিয়ে বলেন, ইচ্ছাকৃতভাবে কবরস্থানের মতো স্থানগুলোকে ধ্বংস করা এবং এগুলোকে সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইসরায়েলের এই ধরনের কর্মকাণ্ড যুদ্ধাপরাধ হিসাবে বিবেচিত হতে পারে।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের আক্রমণের ফলে এখন পর্যন্ত ৩০ হাজার ৪১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও ৭১ হাজার ৭০০ জন।

জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।

এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। হাজার হাজার মানুষ কোনও ধরনের আশ্রয় ছাড়াই বসবাস করছে এবং প্রয়োজনের তুলনায় খুবই কম ত্রাণবাহী ট্রাক এই অঞ্চলে প্রবেশ করছে।


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

দেশের স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ : ধর্ম উপদেষ্টা

দেশের স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ : ধর্ম উপদেষ্টা

বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

হেরে গেলেও ইউক্রেনে যুদ্ধ থামাতে নারাজ পশ্চিমারা: হাঙ্গেরি

হেরে গেলেও ইউক্রেনে যুদ্ধ থামাতে নারাজ পশ্চিমারা: হাঙ্গেরি

দেশের ৪৮ শতাংশ তরুণকে বাঁচাতে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার দাবি

দেশের ৪৮ শতাংশ তরুণকে বাঁচাতে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার দাবি

যুবদল নেতা শামীম হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে মঈন উদ্দিন

যুবদল নেতা শামীম হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে মঈন উদ্দিন

'ভূতপরী' সিনেমায় অভূতপূর্ব সমর্থন পেলেন জয়া আহসান'

'ভূতপরী' সিনেমায় অভূতপূর্ব সমর্থন পেলেন জয়া আহসান'

বিএনপির সঙ্গে বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা

বিএনপির সঙ্গে বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা

ইরানে ইসরাইলের হামলায় উদ্বেগ রাশিয়ার

ইরানে ইসরাইলের হামলায় উদ্বেগ রাশিয়ার

আলবার গোলে মায়ামির জয়

আলবার গোলে মায়ামির জয়

কেরানীগঞ্জে স্বামী হত্যার দায়ে স্ত্রী গ্রেফতার

কেরানীগঞ্জে স্বামী হত্যার দায়ে স্ত্রী গ্রেফতার

বন্দিবিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবি

বন্দিবিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবি

পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি দুই ডিগ্রির মধ্যে রাখতে না পারলে জলবায়ু অর্থায়ন কোনো কাজেই আসবে না

পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি দুই ডিগ্রির মধ্যে রাখতে না পারলে জলবায়ু অর্থায়ন কোনো কাজেই আসবে না

জনগণের ভোটাধিকার হাইজ্যাক করা দল আওয়ামী লীগ পালিয়েছে : কুমিল্লায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ

জনগণের ভোটাধিকার হাইজ্যাক করা দল আওয়ামী লীগ পালিয়েছে : কুমিল্লায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ

নোয়াখালীতে চোরাই অটোরিকশা উদ্ধার , গ্রেফতার ২

নোয়াখালীতে চোরাই অটোরিকশা উদ্ধার , গ্রেফতার ২

ইরানের প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয় ইসরাইল

ইরানের প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয় ইসরাইল

উলিপুরে জামায়াতে ইসলামীর গণজমায়েত অনুষ্ঠিত

উলিপুরে জামায়াতে ইসলামীর গণজমায়েত অনুষ্ঠিত

নেত্রকোনার বিজয়পুর সীমান্তে বিজিবি’র কাছে বাংলাদেশীর মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ

নেত্রকোনার বিজয়পুর সীমান্তে বিজিবি’র কাছে বাংলাদেশীর মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ

সিএমএইচসমূহে ৮৬৭ জন আহত ছাত্র চিকিৎসাধীন রয়েছে

সিএমএইচসমূহে ৮৬৭ জন আহত ছাত্র চিকিৎসাধীন রয়েছে

ব্রাহ্মণপাড়ায় বিষপানে এক যুবকের আত্মহত্যা

ব্রাহ্মণপাড়ায় বিষপানে এক যুবকের আত্মহত্যা

মির্জাপুরে স্কুল ছাত্রের আত্মহত্যা

মির্জাপুরে স্কুল ছাত্রের আত্মহত্যা