ঢাকা   শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪ | ১০ কার্তিক ১৪৩১

আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর চেষ্টায় তালেবান

Daily Inqilab অনলাইন ডেস্ক

১৭ মার্চ ২০২৪, ১২:০৯ পিএম | আপডেট: ১৭ মার্চ ২০২৪, ১২:০৯ পিএম

জানুয়ারির শেষদিকে তালেবানের উদ্যোগে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে ১১ দেশের প্রতিনিধি অংশ নিয়েছিল। আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন বলে তালেবান জানিয়েছে। ‘আফগানিস্তান রিজিওনাল কো-অপারেশন ইনিশিয়েটিভ’ শীর্ষক সম্মেলনে ভারত, চীন, রাশিয়া, পাকিস্তান ও ইরানের মতো দেশ অংশ নিয়েছে।

 

২০২১ সালের আগস্টে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এরপর থেকে এখনও কোনো দেশের স্বীকৃতি না পেলেও চীন, ইরান, ভারতের মতো দেশগুলো একধরনের সম্পর্ক স্থাপন করেছে। যেমন, জানুয়ারির শেষদিকে আফগানিস্তানের রাষ্ট্রদূত হিসেবে মাওলাউই আসাদুল্লাহ বিলাল করিমির অ্যাক্রিডিটেশন গ্রহণ করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে চীনের দাবি, কূটনৈতিক এই অ্যাক্রিডিটেশন তালেবান শাসনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়া নয়।

 

অবশ্য তালেবান ক্ষমতায় যাওয়ার পর আফগানিস্তান ও চীনের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। আল-জাজিরা জানিয়েছে, ২০২৩ সালে চীনের কয়েকটি কোম্পানি তালেবানের সঙ্গে ব্যবসায়িক চুক্তি করেছে। এরমধ্যে ২৫ বছর মেয়াদি একটি তেল চুক্তি রয়েছে। এর আওতায় প্রথম বছরে ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীন। পরবর্তী তিনবছরে তা ৫৪০ মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে।

 

এদিকে, তালেবান ক্ষমতা নেয়ার দুই মাসের মধ্যে ইরান কূটনীতিবিদ হাসান কাজেমি কমিকে আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ দিয়েছে। তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি না দিলেও অত্র অঞ্চলের লাভের জন্য তালেবানের সঙ্গে যোগাযোগ জরুরি বলে মনে করে ইরান। ভারতের দৃষ্টিভঙ্গীও প্রায় একই। তারা আফগানিস্তানে রাজনৈতিক স্থিতিশীলতার উপর জোর দিচ্ছে।

 

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ, আইসিজির এক প্রতিবেদন বলছে, আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলো কাবুলের শাসকের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার পক্ষে। ঐ অঞ্চলের এর কূটনীতিক আইসিজিকে বলেছেন, ‘‘আমরা তালেবান সম্পর্কে পশ্চিমা বিশ্বের মনোভাব পরিবর্তনের অপেক্ষায় থাকতে পারি না, কারণ আমরা ফ্রন্টলাইনে আছি।''

 

ইন্ডিপেন্ডেন্ট থিংক ট্যাংক ‘আফগানিস্তান অ্যানালিস্টস নেটওয়ার্ক' এর সহ-প্রতিষ্ঠাতা থমাস রুটিগ মনে করেন, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক স্থাপন সম্ভব হলে তা তালেবানের জন্য বিজয় হবে। তিনি বলেন, নারী অধিকারসহ তালেবানের নানা নিপীড়নমূলক নীতির কারণে পশ্চিমের সঙ্গে যোগাযোগ অনেক কঠিন হবে। ‘‘তাই তালেবান এখন অন্য অঞ্চলের দেশগুলোর দিকে নজর দিচ্ছে, কারণ তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন সহজ মনে হচ্ছে,'' ডিডাব্লিউকে বলেন রুটিগ।

 

আইসিজির প্রতিবেদন বলছে, সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে আদর্শিক মিল খুব একটা গুরুত্বপূর্ণ বিবেচিত হচ্ছে না। এর পরিবর্তে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার মতো ভূ-রাজনৈতিক স্বার্থ গুরুত্বপূর্ণ বিবেচিত হচ্ছে। রুটিগ বলেন, মধ্য এশিয়ার দেশ থেকে শুরু করে চীন, ইরানের কাছে গুরুত্বপূর্ণ হলো সন্ত্রাসবাদ দমন। সন্ত্রাসী সংগঠন ‘ইসলামিক স্টেট অফ খোরাসান প্রভিন্স' হুমকি হিসেবে আবির্ভূত হওয়ায় ঐ দেশগুলো তালেবানের সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছে বলে মনে করেন তিনি।

 

আন্তর্জাতিক সহায়তা ছাড়া সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়া কতটা কঠিন তা পাকিস্তানের দিকে তাকালে বোঝা যায়। দ্য ডিপ্লোম্যাট ম্যাগাজিন বলছে, তালেবান ক্ষমতায় আসার পর পাকিস্তানে সন্ত্রাসী হামলা অনেক বেড়েছে। ২০২৩ সালে হামলা বেড়েছে প্রায় ৭০ শতাংশ। এসব হামলায় প্রায় ৯৭০ জন প্রাণ হারিয়েছেন।

 

তালেবান এখন সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেনি। পাকিস্তানকে রাজনৈতিক চাপ দিতে তালেবান এমন করতে পারে। দ্য ডিপ্লোম্যাট মনে করছে, তালেবান নিষ্ক্রিয় থাকায় পাকিস্তান তার দেশে আশ্রয় নেওয়া হাজার হাজার আফগান শরণার্থীকে দেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল।

 

তবে এসবের মধ্যেও আফগানিস্তান ও পাকিস্তান নতুন রুট খোলাসহ অর্থনৈতিক বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত টোমাস নিকলাসন তালেবানের আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর বিষয়কে স্বাগত জানিয়েছেন। কয়েক দশকের যুদ্ধের পর এটি ‘প্রয়োজন' বলে মনে করছেন তিনি। সূত্র: ডয়চে ভেলে।

 


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ইরানের ‘নিরাপত্তা ও সার্বভৌমত্ব’ রক্ষায় চীনের সমর্থনের আশ্বাস

ইরানের ‘নিরাপত্তা ও সার্বভৌমত্ব’ রক্ষায় চীনের সমর্থনের আশ্বাস

নরওয়েতে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত,নিহত ১ আহত ৪

নরওয়েতে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত,নিহত ১ আহত ৪

কুর্দিস্তানে ৩২টি লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে তুরস্ক

কুর্দিস্তানে ৩২টি লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে তুরস্ক

রোহিঙ্গা সংকটে ‘জরুরি মনোযোগ’ দিতে আন্তর্জাতিক সম্মেলনের আহ্বান ড. ইউনূসের

রোহিঙ্গা সংকটে ‘জরুরি মনোযোগ’ দিতে আন্তর্জাতিক সম্মেলনের আহ্বান ড. ইউনূসের

জেলা ছাত্রলীগের সভাপতি হয়েই শতকোটি টাকার মালিক সাদ্দাম

জেলা ছাত্রলীগের সভাপতি হয়েই শতকোটি টাকার মালিক সাদ্দাম

বড় পর্দায় 'দাগী' নিয়ে ফিরছেন আফরান নিশো

বড় পর্দায় 'দাগী' নিয়ে ফিরছেন আফরান নিশো

জাস্টিন ট্রুডোকে পদত্যাগের দাবি জানিয়ে ২৪ আইনপ্রণেতার চিঠি

জাস্টিন ট্রুডোকে পদত্যাগের দাবি জানিয়ে ২৪ আইনপ্রণেতার চিঠি

গভীর রাতে যে বার্তা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

গভীর রাতে যে বার্তা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সেনাপ্রধান ফিরছেন আজ, সফরে গুরুত্ব পেল যে বিষয়গুলো

সেনাপ্রধান ফিরছেন আজ, সফরে গুরুত্ব পেল যে বিষয়গুলো

ওড়িশায় আঘাতের পর ছত্তীসগঢ়-মধ্যপ্রদেশের দিকে এগোচ্ছে ‘দানা’

ওড়িশায় আঘাতের পর ছত্তীসগঢ়-মধ্যপ্রদেশের দিকে এগোচ্ছে ‘দানা’

অব্যাহত ইসরাইলি হামলায় গাজায় প্রাণহানির সংখ্যা ছাড়াল ৪২ হাজার ৮০০

অব্যাহত ইসরাইলি হামলায় গাজায় প্রাণহানির সংখ্যা ছাড়াল ৪২ হাজার ৮০০

ইসরাইলি বিমান হামলায় লেবাননে ৩ সাংবাদিক নিহত

ইসরাইলি বিমান হামলায় লেবাননে ৩ সাংবাদিক নিহত

যুক্তরাষ্ট্রে আগাম ভোট দিয়েছেন প্রায় ৩ কোটি ভোটার

যুক্তরাষ্ট্রে আগাম ভোট দিয়েছেন প্রায় ৩ কোটি ভোটার

সেই এডিসি সানজিদাসহ পুলিশের ৩৫ কর্মকর্তা বদলি

সেই এডিসি সানজিদাসহ পুলিশের ৩৫ কর্মকর্তা বদলি

বিশ্বের অন্যতম নিঃসঙ্গ দেশ দক্ষিণ কোরিয়া

বিশ্বের অন্যতম নিঃসঙ্গ দেশ দক্ষিণ কোরিয়া

রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি রিয়াজ গ্রেপ্তার

রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি রিয়াজ গ্রেপ্তার

বেনাপোল বন্দর দিয়ে গত ৯ দিনে ১,৪২১ মে:টন কাচা মরিচ আমদানি

বেনাপোল বন্দর দিয়ে গত ৯ দিনে ১,৪২১ মে:টন কাচা মরিচ আমদানি

আজ বায়তুল মোকাররমে জুমার নামাজ পড়াবেন নতুন খতিব মুফতি আব্দুল মালেক

আজ বায়তুল মোকাররমে জুমার নামাজ পড়াবেন নতুন খতিব মুফতি আব্দুল মালেক

সমন্বয়ক পরিচয়ে ৮৩ ভরি স্বর্ণ, ১৫ লাখ টাকা লুট

সমন্বয়ক পরিচয়ে ৮৩ ভরি স্বর্ণ, ১৫ লাখ টাকা লুট

জম্মু-কাশ্মীরে দুই ভারতীয় সেনাসহ চারজন নিহত

জম্মু-কাশ্মীরে দুই ভারতীয় সেনাসহ চারজন নিহত