তুরস্কে স্থানীয় ভোটে এরদোয়ান বিরোধীদের জয়
০১ এপ্রিল ২০২৪, ০৭:৩২ পিএম | আপডেট: ০১ এপ্রিল ২০২৪, ০৭:৩২ পিএম
খুব বেশি দিন আগের কথা নয়। গত বছরের ফেব্রুয়ারিতে ভয়ংকর এক ভূমিকম্পে কেঁপে উঠেছিলো তুরস্ক। দেশটির সিরিয়া সীমান্তের গাজিয়ান্তেপ শহরের কাছে ভূমিকম্প সেই ভূমিকম্পে হাজার হাজার মানুষ নিহত এবং বহু মানুষ আহত হবার পাশাপাশি ব্যাপক এলাকা পরিণত হয়েছিলো ধ্বংসস্তুপে। একশ’ কিলোমিটার এলাকাজুড়ে কেবলই ধ্বংসযজ্ঞ। ঘর ছাড়া হয়েছে হাজারো মানুষ, নিঃস্ব হয়েছে বহু পরিবার।
সেই স্মৃতি এখনও জ্বলজ্বলে তুকিদের মনে। তারপরেও বিশ্বে ছড়িয়ে পড়া যুদ্ধ, সহিংসতা, অর্থনৈতিক আর রাজনৈতিক সংকটের মধ্যেই ভূমিকম্পে সব হারানো মানুষদের পুনরায় দাঁড়িয়ে উঠার স্বপ্ন দেখিয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যাপ এরোদোয়ান। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের দেখিয়েছিলেন নতুন দিনের কথা। তার সেই কথায় আস্থা রেখেছিলেন তুরস্কের নাগরিকরা।
সেই আস্থার উপর ভর করে সে বছরই তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের বৈতরণী পার হয়েছিলেন এরোদোয়ান। কিন্তু তুমুল জনপ্রিয় এই তুর্কি নেতার সুখের সময় বেশি দিন টিকলো না। এক বছরের মাথায় এরদোয়ানের জনপ্রিয়তায় নেমে ধস। স্থানীয় সরকার নির্বাচনে সর্ববৃহৎ শহর ইস্তাম্বুল ও রাজধানী আঙ্কারায় জয়ী হওয়ার দাবি করেছে দেশের প্রধান বিরোধী দল। রীতিমতো আনন্দ-উল্লাসে মেতেছেন তারা।
প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির মেয়র একরেম ইমামোগলু দাবি করেন, তিনি এরদোয়ানের ক্ষমতাসীন দল একে পার্টির প্রার্থীকে ১০ লাখের বেশি ভোটে পরাজিত করেছেন। যা গেল দুই দশকের বেশি সময়ের মধ্যে প্রেসিডেন্ট এরদোয়ান ও তাঁর দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পাটির জন্যে এটিকে সবচেয়ে বড় পরাজয় হিসেবে মনে করা হচ্ছে।
ইমামোগলু বলেন, যারা জাতির বার্তা বোঝেন না, তাঁরা ক্ষতিগ্রস্ত হবেন। ইস্তাম্বুলের ১৬ মিলিয়ন বাসিন্দা যারা প্রতিপক্ষ ও প্রেসিডেন্ট- সবার প্রতি বার্তা পাঠিয়েছে। শুধু তাই নয় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হারানোর দাবি করে করেছেন আঙ্কারায় মেয়র মানসুর ইয়াভাস। প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারানোর দাবি করে এই ফলাফলকে দেশের ‘শাসকদের জন্য এক স্পষ্ট বার্তা’ হিসেবেও উল্লেখ করেন তিনি।
তুরস্কের তৃতীয় বড় শহর ইজমিরেও এগিয়ে বিরোধীরা। দেশের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যম আনাদোলুর খবরে বলা হয়েছে, তুরস্কের ৮১টি প্রদেশের মধ্যে ৩৬টিতে এগিয়ে ছিলো বিরোধীরা। এর অনেকগুলোই ‘এ.কে’ পার্টির শক্ত ঘাঁটি। এই ফলাফলে উচ্ছ্বসিত বিরোধীদলের সমর্থকরা। আনন্দ উদযাপনে ইস্তাম্বুলে সমবেত হয় হাজারো হাজারো সমর্থক। এ সময় টর্চ এবং পতাকা নাড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।
স্থানীয় নির্বাচনের এই ফল দেখে হতাশ তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও। প্রেসিডেন্টের বারান্দা থেকে দাঁড়িয়ে ভাষণে দেশজুড়ে তাঁর দল প্রভাবশালী অবস্থান হারিয়েছে বলে স্বীকার করে নেন তিনি। পাশাপাশি কোন আত্মমূল্যায়ন এবং কোন ভুল হলে তা সংশোধন করবেন বলেও জানান তিনি। বলেন, আমরা আমাদের ভুল শুধরে নেব এবং ত্রুটি বিচ্যুতির প্রতিকার করবো।
তুরস্কে ২০০২ সাল থেকে ক্ষমতায় আছেন শক্তিশালী নেতা এরদোয়ান। তবে ২০১৯ সালে স্থানীয় সরকার নির্বাচনে ইমামোগলু ইস্তাম্বুলের মেয়র পদে জয়ী হয়েছিলেন। ক্ষমতাসীন দলের প্রার্থীর পরাজয় ছিলো প্রেসিডেন্ট এরদোয়ানের জন্যেও ব্যক্তিগত জীবনের জন্যেও বড় রকমের ধাক্কা। কারণ এই শহরটিতে বড় হয়েছেন তিনি। করেছেন নির্বাচনও। ৯০র দশকে শহরটিতে মেয়রের দায়িত্বও পালন করেন এরদোয়ান। এমনকি রোববারে ভোটের ফলাফলকে এরদোয়ানের জন্যে এক নতুন ধাক্কা হিসেবে মনে করা হচ্ছে।
দেশের আকাশছোঁয়া মুদ্রাস্ফীতি এবং ডলারের বিপরীতে তুর্কি মুদ্রার পতনের জেরেই এরদোয়ানের সমর্থন এখন তলানিতে। পাশাপাশি মাথাচাড়া দিয়ে উঠেছে বিরোধীরা। ইস্তাম্বুলভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান বলছে, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থার জন্যে ক্ষমতাসীন দলকে শাস্তি দিতে ভোটারদের ইচ্ছার প্রতিফলন এই ফলাফল। পাশাপাশি নির্বাচনকে ইমামোগলুর জন্যে সন্ধিক্ষণ হিসেবেও বিবেচনা করা হচ্ছে। আগামি প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধীদের সাধারণ প্রার্থী হয়ে উঠবেন এই নেতা।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি
অস্ত্র মামলায় মামুন খালাস
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন
দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির
হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা
আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী
বেক্সিমকোর ১৬টি কারখানার ছাটাইকৃত শ্রমিকদের চাকরি ফিরে পাওয়ার সিদ্ধান্ত ২৭ জানুয়ারি
যুদ্ধবিরতির কয়েক মিনিট আগেও ইসরায়েলের হামলা গাজায় বিলম্বিত সময়ের মধ্যে নিহত ১৯
আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ
এবার মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এলডিপি মহাসচিবের বৈঠক
সরিষাবাড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে কম্বল বিতরণ