ঢাকা   শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪ | ১০ কার্তিক ১৪৩১

সিরিয়ায় ইরানের কনস্যুলেটে ইসরাইলের হামলায় কমান্ডারসহ সাত কর্মকর্তা নিহত

Daily Inqilab অনলাইন ডেস্ক

০২ এপ্রিল ২০২৪, ১২:৩৫ পিএম | আপডেট: ০২ এপ্রিল ২০২৪, ১২:৩৫ পিএম

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেট ভবনে ইসরাইলের হামলায় সাত কর্মকর্তা নিহত হয়েছেন বলে দাবি ইরান রেভ্যুলেশনারি গার্ডসের। নিহতদের মধ্যে এলিট ফোর্স কুদসের সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি এবং তার সহযোগী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাদি হাজি-রহিমিও রয়েছেন।

 

এই হামলায় ইরানি দূতাবাসের পাশের একটি ভবন ধসে পড়েছে। ইরান ও সিরিয়া সরকার এই হামলার নিন্দা জানিয়েছে। তবে, ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, যে তারা বিদেশি গণমাধ্যমের প্রতিবেদনের ওপর কোনো মন্তব্য করবে না। যদিও, সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে শতাধিক হামলার কথা স্বীকার করছে ইসরাইলি বাহিনী। যেগুলো ইরানের রেভুলেশনারি গার্ড অস্ত্র, অর্থায়ন ও প্রশিক্ষণ দিয়ে আসছিল বলে তাদের দাবি।

 

গত বছরের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলি হামলা জোরদার হয়েছে। একই সময়ে হেজবুল্লাহ এবং লেবানন ও সিরিয়ার অন্যান্য গোষ্ঠীগুলোও ইসরাইলের আন্তঃসীমানায় হামলা চালায়। ইসরাইলি এই হামলাটি ইরান ও তাদের মিত্রদের ওপর এক ধরনের চাপ বাড়ানোর জন্যই হয়েছে বলে মনে করা হচ্ছে। এই ঘটনাটিকে ইরান ও হেজবুল্লাহ কতটা গুরুত্ব দিচ্ছে তা পর্যবেক্ষণ করছে ইসরাইল। একই সাথে দেশটি দেখছে ইরান ও হেজবুল্লাহ তাদের অবস্থান থেকে সরে যায় কি না। এ হামলার ঘটনার পাল্টা জবাব হতেও পারে, আবার নাও পারে। আবার ক্ষেপণাস্ত্রের জবাবে সামরিক হামলার বদলে সাইবার হামলার ঘটনাও ঘটতে পারে।

 

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার স্থানীয় সময় বিকেল ৫টায় দামেস্কের পশ্চিম মেজেহ জেলার একটি হাইওয়েতে অবস্থিত ইরানি কনস্যুলেট ভবনটিকে লক্ষ্য করে ইসরাইলি বিমান হামলার ঘটনাটি ঘটে। এতে কনস্যুলেট ভবনটি পুরোপুরি ধসে গেছে। এমনকি ভবনের ভেতর যারা ছিলেন, তাদের সবাই আহত অথবা নিহত হয়েছেন। হামলায় হতাহতদের নাম উল্লেখ না করে মন্ত্রণালয় বলছে, ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ এবং আহতদের উদ্ধারের কাজ চলছে।

 

ঘটনাস্থল থেকে পাওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ধসে পড়া বহুতল ভবনটি থেকে ধোঁয়া ও ধুলো উঠছে। তবে পাশের ইরানি দূতাবাসের তেমন কোনো ক্ষতি হয়নি বলেই মনে হচ্ছে। ইরানের রাষ্ট্রদূত হোসেইন আকবরী বলেছেন, ইসরাইলি এফ ৩৫ যুদ্ধবিমানটি নৃশংসভাবে আমার বাসস্থান এবং দূতাবাসের কনস্যুলার বিভাগ এবং ইরানের সামরিক শাখায় হামলা চালায়। ইরানের রাষ্ট্রীয় টিভিকে তিনি জানান, কয়েকজন কূটনীতিকসহ পাঁচ থেকে সাতজন নিহত হয়েছেন।

 

পরে এক বিবৃতিতে রেভল্যুশনারি গার্ডস জানিয়েছে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদী এবং ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাদি হাজি-রাহিমিসহ তাদের সাতজন অফিসার নিহত হয়েছেন। যাদের কমান্ডার এবং ‘সিনিয়র সামরিক উপদেষ্টা’ হিসাবে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। ইরানের গণমাধ্যমগুলো বলছে, জাহেদি ৬৩ কুদস ফোর্সের একজন জ্যেষ্ঠ ব্যক্তি ছিলেন। তিনি রেভ্যুলেশনারি গার্ডের বিদেশি অপারেশন শাখা এবং ২০০৮ থেকে ২০১৬ সালের মধ্যে লেবানন ও সিরিয়ায় কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। আর হাজি-রাহিমিকে জাহেদির ডেপুটি হিসাবে উল্লেখ করা হয়।

 

জাহেদি হচ্ছেন ইরানের হাই প্রোফাইল ব্যক্তিদের একজন, যিনি দীর্ঘ অভিযানের পর ইসরাইলের হাতে নিহত হয়েছেন। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, যে আটজন নিহত হয়েছে তাদের মধ্যে একজন কুদস ফোর্সের উচ্চপদস্থ নেতা, দুই ইরানি উপদেষ্টা এবং বিপ্লবী গার্ডের পাঁচ সদস্য।

 

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ হামলাকে নৃশংস দাবি করে এর তীব্র নিন্দা জানান। বলেন, এই হামলায় ‘বেশ কিছু নিরপরাধ মানুষ’ নিহত হয়েছে। মেকদাদের সাথে ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান এই হামলাকে আন্তর্জাতিক নিয়মের লঙ্ঘন বলে আখ্যা দেন। ‘এই হামলার জন্য জায়োনবাদী শাসন ব্যবস্থা দায়ী’ বলেও জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ঘটনায় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া জানানোর ওপর জোর দেন।

 

হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই খবরটি সম্পর্কে অবগত। সোমবার সাংবাদিকদের এক ব্রিফিংয়ে ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন, দক্ষিণ ইসরাইলি শহর ইলাতে একটি নৌ ঘাঁটিতে ড্রোন হামলার কথা উল্লেখ করেন। তিনি জানান, ড্রোনটি ইরানের তৈরি এবং তাদের দ্বারাই পরিচালিত।

 

এর আগে গত জানুয়ারিতে, মেজেহ শহরে আরেকটি হামলায় ইসরাইলকে দায়ী করা হয়েছিল, তাতে পাঁচজন সিনিয়র রেভোলিউশনারি গার্ড এবং বেশ কয়েকজন সিরিয়ান নিরাপত্তা কর্মী নিহত হয়। ইরান বলেছে যে, সিরিয়ার গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীকে ‘পরামর্শ’ দেওয়ার জন্য সিরিয়ায় রেভ্যুলেশনারি গার্ডদের পাঠানো হয়েছে। তবে তারা যুদ্ধ বা ঘাঁটি স্থাপনে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে। সূত্র: বিবিসি।


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

যুক্তরাষ্ট্র সুসম্পর্ক চাইলে রাজি পুতিন

যুক্তরাষ্ট্র সুসম্পর্ক চাইলে রাজি পুতিন

কারাগারে ফাঁসিতে ঝুলে হাজতির মৃত্যু

কারাগারে ফাঁসিতে ঝুলে হাজতির মৃত্যু

ঘূর্ণিঝড় ‘দানা’র কারণে ওড়িশা ও পশ্চিমবঙ্গে যে ক্ষয়ক্ষতি হয়েছে

ঘূর্ণিঝড় ‘দানা’র কারণে ওড়িশা ও পশ্চিমবঙ্গে যে ক্ষয়ক্ষতি হয়েছে

পর্যটকদের জন্য খরচ বাড়ছে ভেনিসে

পর্যটকদের জন্য খরচ বাড়ছে ভেনিসে

শ্যামনগরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

শ্যামনগরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

চাঁদাবাজি ও মাদক ব্যবসায় জবি ছাত্রলীগের গ্রুপ গ্যাং

চাঁদাবাজি ও মাদক ব্যবসায় জবি ছাত্রলীগের গ্রুপ গ্যাং

বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে বেনাপোলে ৬২ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে বেনাপোলে ৬২ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

পাবনায় ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে আটক ৪ ডাকাত

পাবনায় ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে আটক ৪ ডাকাত

জুলাই-আগস্টে নিহত পুলিশের সংখ্যা নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে- প্রধান উপদেষ্টার কার্যালয়

জুলাই-আগস্টে নিহত পুলিশের সংখ্যা নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে- প্রধান উপদেষ্টার কার্যালয়

জমির বিরোধে মাদারীপুরে মা ও ছেলেকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

জমির বিরোধে মাদারীপুরে মা ও ছেলেকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

কোন সমন্বয়ক ক্ষমতার অপব্যবহার করলে বহিস্কার করে ব্যবস্থা: সারজিস

কোন সমন্বয়ক ক্ষমতার অপব্যবহার করলে বহিস্কার করে ব্যবস্থা: সারজিস

সিন্ডিকেট ভাঙতে ন্যায্যমূল্যে সবজি বিক্রি শিক্ষার্থীদের

সিন্ডিকেট ভাঙতে ন্যায্যমূল্যে সবজি বিক্রি শিক্ষার্থীদের

ইন্ডিয়া গেটের কাছেই হাসিনার বাংলো : হিন্দুস্তান টাইমস

ইন্ডিয়া গেটের কাছেই হাসিনার বাংলো : হিন্দুস্তান টাইমস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা গ্রেফতার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা গ্রেফতার

সাবেক নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীনের চার দিনের রিমান্ড মঞ্জুর

সাবেক নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীনের চার দিনের রিমান্ড মঞ্জুর

ছয় মাস পরে ঢাকায় ফিটনেসবিহীন পুরাতন মোটরযান নিষিদ্ধ : পরিবেশ উপদেষ্টা

ছয় মাস পরে ঢাকায় ফিটনেসবিহীন পুরাতন মোটরযান নিষিদ্ধ : পরিবেশ উপদেষ্টা

মধুখালীর গড়াই নদী থেকে ১৮ টি ড্রেজারে ফের অবৈধভাবে বালু উত্তোলন করছে

মধুখালীর গড়াই নদী থেকে ১৮ টি ড্রেজারে ফের অবৈধভাবে বালু উত্তোলন করছে

সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির ৩ দিনের রিমান্ডে

সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির ৩ দিনের রিমান্ডে

চালককে হত্যা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি ছিনতাই

চালককে হত্যা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি ছিনতাই

১ রানে ৮ উইকেটের পতন!

১ রানে ৮ উইকেটের পতন!