ইসরাইলে ইরানের সরাসরি হামলা: যা বলছেন নেটিজেনরা
১৪ এপ্রিল ২০২৪, ০৯:৪৭ পিএম | আপডেট: ১৪ এপ্রিল ২০২৪, ০৯:৪৭ পিএম
ইসরাইলকে লক্ষ্য করে ইরানের নজিরবিহীন হামলায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বনেতারা। এই হামলার নিন্দা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তার সঙ্গে সুর মিলিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
এদিকে অবিলম্বে শত্রুতা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। তবে তেহরানের প্রতি নিন্দা জানায়নি সৌদি আরব।
স্থানীয় সময় শনিবার (১৩ এপ্রিল) রাতে ইসরাইলি ভূখণ্ড লক্ষ্য করে শত শত ড্রোন, ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।
মূলত চলতি মাসের প্রথম দিন সিরিয়ার ইরানি কনস্যুলেট লক্ষ্য করে ভয়াবহ হামলা চালায় তেল আবিব। এতে নিহত হন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডারসহ অন্তত ১৩ জন। এরপর থেকেই প্রতিশোধের আগুনে জ্বলছে তেহরান।নিহতদের জানাজায় শরিক হয়ে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি।
নেটিজেনরা বলছেন, ইসরাইলের অবশ্যই শাস্তি হওয়া উচিত। তারা অবরুদ্ধ গাজা উপত্যকায় যে বর্বরতা চালাচ্ছে তা ক্ষমার অযোগ্য। সেইসাথে নিজ দেশের নাগরিক ও দূতাবাসের নিরাপত্তা দেয়ার অধিকার ইরানের আছে।নিরাপত্তার স্বার্থে শত্রু দেশে হামলার অধিকার আছে দেশটির।
ফেসবুকে রাইসুল ইসলাম নোমান লিখেছেন, নিজ দেশের নাগরিক, দূতাবাস, দূতাবাসের নিরাপত্তা দেয়ার অধিকার ইরানের আছে। প্রয়োজনে নিজ দিশের জনগণের নিরাপত্তার স্বার্থে শত্রু দেশে হামলার অধিকার ইরানের আছে। এই সংকট মোকাবেলায় ইরানের পাশে মুসলিম দেশ গুলো সহ সবার সমর্থন প্রয়োজন। যদিও ইরান এত দিনে সামর্থ্যবান হয়ে উঠেছে। ইরানের জন্য শুভ কামনা ও সমর্থন রইল।
এইচ এম জাকারিয়া লিখেছেন, বিশ্ব শান্তির হুমকি ইসরাইল। বিশ্বের কোটি কোটি শান্তিকামী জনগণ ইরানের দিকে তাকিয়ে আছে। অবৈধ দখলদার ইসরাইলকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে।চীন,রাশিয়া, তুরস্কসহ মুসলিম বিশ্বের উচিৎ প্রকাশ্যে ইরানকে অস্ত্র দিয়ে শান্তির পক্ষে থাকা।
মিজান জাকির লিখেছেন, হারা জেতা পরে। নিজের জায়গা থেকে প্রতিবাদ করে দেওয়াটাই বড়। অবশেষে ইরানের হস্তক্ষেপ দেকে খুশি হলাম। আল্লাহু আকবার।যুক্তরাষ্ট্র যেমন প্রকাশ্যে ইসরাইলকে অস্ত্র দিচ্ছে। তেমন আমাদের মুসলিম নেতাদের উচিত প্রকাশে ফিলিস্তিনিকে অস্ত্র দেওয়া।
আজাদ বিন জুল হোসাইন লিখেছেন, এত ঢাকঢোল পিটিয়ে ইরানের এই ধরনের হামলা করা উচিত হয়নি। যেমন করে হামাস নিভৃতে নিরবে পরিকল্পনা করে ৭ অক্টোবর ইসরায়েলে হামলা করেছিল ইরানের উচিৎ ছিল সেভাবে নিরবে প্রস্তুতি নিয়ে হামলা করা। অগ্রীম ঘোষনা দিয়ে হামলা করায় ইসরায়েল ও তার দোসররা ব্যাপক প্রতিরক্ষা প্রস্তুতি নিতে পেরেছে। তারপরও অনেক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ইসরাইলের সরাসরি আঘাত হেনেছে। কোন ক্ষয়ক্ষতি হলেও ইসরাইল তা স্বীকার করবে না। এই অসীম সাহসিকতার জন্য ইরানকে অসংখ্য ধন্যবাদ।
শফিকুল ইসলাম লিখেছেন, ইসরায়েলের জনগণ কখনও শান্তিতে ঘুমাতে পারেনা। তারা যুদ্ধ চায় না। কারণ ইসরায়েলের কোনো নিরাপত্তা নেই। তারা হামাসকে মোকাবিলা করতে ব্যর্থ। ইরান প্রস্তুতি নিয়েই লেগেছে। ইসরায়েল একটা কলংক। আমেরিকা এদেরকে মধ্যপ্রাচ্য অস্থিতিশীল করতে ব্যবহার করছে। মরছে ইসরাইলীরা। ইসরায়েলকে আরো ভয়াবহ ফল ভোগ করতে হবে সম্ভবত।
আদিব মল্লিক লিখেছেন, ইরানের আক্রমণ কতটা সফল হল আর কতটা ব্যর্থ হল সেই বিবেচনার আগে যে জিনিসটা বিবেচনা করতে হবে - এই প্রথম ইরান সরাসরি ইসরাইলে আক্রমণ পরিচালনা করলো। অর্থাৎ ইসরাইলের সাথে ইরানি এবং তার সামর্থিত দেশগুলি বিরোধ একটা নতুন পর্যায়ে উন্নীত হলো। আর একই সাথে এই জিনিসটা সামনে আসলো যে ইসরাইল এবং তার সমর্থক পশ্চিমা শক্তিগুলি সরাসরি ইরানের হামলার প্রতিহত করতে সক্রিয় হয়ে উঠেছে। এর আগে গোয়েন্দা তথ্য ও অস্ত্র দিয়ে ইসরাইলকে পশ্চিমা শক্তি সহায়তা করেছে এবার তারা সক্রিয়ভাবে সহায়তা করল ইরানের হামলা প্রতিহত করার জন্য। এই ঘটনা গুলি একটাই বার্তা দেয় ভবিষ্যতে ইরান সরাসরি হামলা চালালে পশ্চিমা শক্তি সক্রিয়ভাবে সে হামলা মোকাবেলায় ইসরাইলের সাথে কাজ করবে। এ পরিস্থিতিতে ইরান কার্যকর ভাবে কতটা ভূমিকা রাখতে পারবে সেটা নিয়ে প্রশ্ন আছে।
মো: আমতাজুল ইসলাম লিখেছেন, ইসরাইল যখন ইরানি দুতাবাসে হামলা চালালো তখন আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব নিরব থাকলো,এবার ইরান যখন ইসরাইলের হামলার জবাব দিলো তখন আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর নিরবতা ভেঙ্গে সমালোচলা শুরু করলো,ইসরাইলের পাশে থাকার কথা বললো, সামরিক সহযোগিতার কথা বললো। আসলে এই আমেরিকাই পৃথীবিটাকে অস্থিতিশীল করে তুলছে,সমাধানের বদলে সঙ্ঘাত ছড়াচ্ছে পরাশক্তিগুলো। হাজার হাজার ফিলিস্তিনি মারা যাচ্ছে একটুও অনুতাপ নেই তাদের মনে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
চাল আমদানির সময় বাড়ল ২৭ দিন: দুইমাসে ৯,৬৬২ টন চাল আমদানি হলেও প্রভাব নেই বাজারে
সিরিয়ার আসাদ সরকারের মাদক বাণিজ্যের ভয়াবহ চিত্র প্রকাশ
হাইকোর্টে চিন্ময়ের জামিন আবেদন, শুনানি সোমবার
পুলিশ লাইন্সে ফ্যানের সঙ্গে নারী কনস্টেবলের লাশ ঝুলছিল
দাউদকান্দির গৌরীপুর চররায়পুর আসমানিয়া সড়কে বড় বড় গর্ত, জনদুর্ভোগ চরমে
লৌহজংয়ে যানবাহন চলাচলে জন্য বালিগাঁও সেতু উন্মুক্ত করা হয়েছে
নারায়ণগঞ্জে পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি, ৮ ডাকাত গ্রেপ্তার
ভারতের প্রথম মহিলা নৃবিজ্ঞানী ইরাবতী কারভে, সাহসী গবেষক ও সংস্কারক
মুজিবনগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন
ভয়ঙ্কর প্রেমের ফাঁদ!
মিডিয়া থেকে ইসলামফোবিয়া কবে যাবে? সারজিস আলম
যুদ্ধবিরতি স্থগিত করে গাজায় হামলা অব্যাহত রাখল ইসরাইল
দাউদকান্দিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত
টেকনাফমুখী ৪টি পণ্যবাহী জাহাজ এখনো ছাড়েনি আরাকান আর্মি
বাঁওড়ের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ
মার্কিন মুলুকে নিষিদ্ধ টিকটক, আমেরিকা প্লাটফর্মটি প্রত্যাশা করেঃ মি.বিষ্ট
আমাদের রক্ত ঝরবে, কিন্তু সীমান্ত সুরক্ষিত থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
ইনকিলাবে রিপোর্টের পর সরিয়ে দেয়া হলো তিন কর্মকর্তাকে
জনগণের ভোটে যারা নির্বাচিত হবে তারা সংস্কার শেষ করবে : মির্জা ফখরুল
ঘাটতি পূরণে আখ চাষের লক্ষ্যমাত্রা বৃদ্ধি করতে হবে: কবির উদ্দিন