এক মুসলিমকে বাঁচাতে কেরালায় ৩৪ কোটি রুপির তহবিল

Daily Inqilab অনলাইন ডেস্ক

১৬ এপ্রিল ২০২৪, ১১:৪২ এএম | আপডেট: ১৬ এপ্রিল ২০২৪, ১১:৪২ এএম

আলোচনার কেন্দ্রবিন্দুতে ‘দ্য রিয়েল কেরালা স্টোরি’ যে গল্প সউদী আরবে মৃত্যুদণ্ডে দণ্ডিত ভারতীয় মুসলিম নাগরিক আব্দুল রহিমকে বাঁচানোর গল্প। তাকে বাঁচাতে ৩৪ কোটি রুপির তহবিল সংগ্রহ করেছে কেরালার সাধারণ মানুষ।

 

এক কিশোরের মৃত্যুর ঘটনায় করা মামলায় অভিযুক্ত দক্ষিণ ভারতের বাসিন্দা আব্দুল রহিমকে মৃত্যুদণ্ড দেয়া হয়। গত ১৮ বছর ধরে সউদী আরবে কারাবাস করছেন তিনি। মৃত্যুদণ্ড থেকে বাঁচতে ভারতীয় অঙ্কের ৩৪ কোটি রুপি চাওয়া হয় আব্দুল রহিমের কাছ থেকে। ওই অর্থ বা ‘ব্লাড মানি’ সংগ্রহ করতে আব্দুল রহিমের মা এবং পরিবারের সদস্যরা জনসাধারণের কাছে সাহায্য চান।

 

এই আর্জিতে সাড়া দিয়েছেন কেরালা বসবাসকারী এবং দেশের বাইরে থাকা বহু মালয়ালি সম্প্রদায়ের মানুষ। ‘ক্রাউড ফান্ডিং’ এর মাধ্যমে ৪০ দিনে ওই বিপুল সংখ্যক অর্থ সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে। প্রসঙ্গত, সাহায্যের জন্য এগিয়ে আসার এই ঘটনা এমন এক সময় প্রকাশ্যে এসেছে যখন ‘দ্য কেরালা স্টোরি’ নামক চলচ্চিত্রটি আরও একবার ভারতের জাতীয় টেলিভিশন চ্যানেল দূরদর্শনে সম্প্রচারকে কেন্দ্র করে বিতর্ক চলছে।

 

এতে দেখানো ‘লাভ জিহাদ’ এবং ধর্মীয় মেরুকরণসহ একাধিক বিষয়ের কারণে এমনিতেই বিতর্কের কেন্দ্রতে ছিল এই চলচ্চিত্রটি। গল্পের পটভূমি ছিল কেরালা। চলতি মাসে ওই ছায়াছবি টেলিভিশন মাধ্যমে আরও একবার দেখানোর ঘটনায় বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেছে বিরোধীরা। এই ঘটনায় বাম সরকার কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছিল।

 

এবার আব্দুল রহিমের পরিবারের আর্জিতে সাড়া দেয়ার ঘটনা প্রকাশ্যে আসার পর কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সাহায্যার্থে এগিয়ে আসা মানুষদের প্রশংসা করে বলেছেন ‘চলচ্চিত্রে ধর্মীয় মেরুকরণের যে চেষ্টা করা হয়েছিল সেটি নয়, এটাই কেরালার আসল স্টোরি।’ সামাজিক গণমাধ্যমেও গত কয়েকদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ‘দ্য রিয়েল কেরালা স্টোরি’। ছায়াছবিতে দেখানো গল্প নয় কেরালার মানবিক দিকই সেই রাজ্যের আসল গল্প বলে সামাজিকমাধ্যমে এমনটা দাবি করেছেন অনেকেই।

 

যে কারণে আলোচনার কেন্দ্রে

সম্প্রতি দূরদর্শনে 'দ্য কেরালা স্টোরি' ছায়াছবির সম্প্রচার নিয়ে বিতর্ক তৈরি হয়। এর ফলে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে পারে বলেও আশঙ্কা জানিয়েছিলেন অনেকে। বিতর্কের মাঝেই সামাজিকমাধ্যমে আলোচনা শুরু হয় 'দ্য রিয়েল কেরালা স্টোরি' নিয়ে। মূলত দু’টি বিষয়কে কেন্দ্র করে আলোচনা শুরু হয়।

 

একটি ছিল কংগ্রেস সংসদ সদস্য শশী থারুরের সামাজিক মাধ্যমে করা পোস্ট এবং দ্বিতীয়টি হলো সউদী আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক ব্যক্তিকে বাঁচাতে ৩৪ কোটি রুপি সংগ্রহের ঘটনা। শশী থারুরের ওই টুইট ছিল কেরলের একটি প্রাচীন মন্দিরের বিষয়ে, যেটি পুনরুদ্ধারের জন্য ধর্ম নির্বিশেষে মানুষ এগিয়ে এসেছেন। থারুর তার টুইটে লিখেছিলেন, ‘এটাই রিয়েল কেরালা স্টোরির আরও একটা উদাহরণ যেখানে হিন্দু ও মুসলমানরা মিলে ৪০০ বছরের পুরনো দুর্গা মন্দির সংস্কার ও সৌন্দর্যায়ন করেছেন।’

 

আর দ্বিতীয় ঘটনা হলো আব্দুল রহিমের পরিবারের আর্জিতে সাড়া দিয়ে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহের। মন্দির সংস্কারের ঘটনাটিকে যেমন কেরালার ধর্মনিরপেক্ষ সংস্কৃতির প্রতিফলন বলে মন্তব্য করেছেন অনেকে তেমনই দ্বিতীয়টিকে বর্ণনা করেছেন মানবতার নজিরবিহীন উদাহরণ হিসাবে।

 

'দ্য কেরলা স্টোরি'কে ঘিরে বিতর্ক

সুদীপ্ত সেন পরিচালিত 'দ্য কেরালা স্টোরি' মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে ছিল। গত পাঁচ এপ্রিল দূরদর্শনে আরও একবার দেখানো হয় এই ছবি।‘দ্য কেরালা স্টোরি’ কেরালার চারটি মেয়ের গল্প এবং এটি ধর্মান্তরিত হওয়ার উপর ভিত্তি করে তৈরি। ধর্মীয় মেরুকরণের অভিযোগ তুলে অনেকে এর পুনর্মুক্তির বিরোধিতা করেছিলেন। ছবিটি প্রেক্ষাগৃহে পৌঁছে গেলেও তা নিয়ে বিতর্ক শেষ হয়নি। সম্প্রতি দূরদর্শনে ছবিটি দেখানোর সিদ্ধান্ত নেয়া হলে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সামাজিক মাধ্যম 'এক্স' (সাবেক টুইটার)-এ এর প্রতিবাদ করেন। তিনি বলেছিলেন, “জাতীয় টেলিভিশন এই ছবিটি দেখিয়ে বিজেপির প্রচারের হাতিয়ার হয়ে উঠতে পারে কারণ এটি নির্বাচনের আগে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পারে।”

 

আব্দুল রহিম

সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রে থাকা ‘দ্য রিয়েল কেরালা স্টোরি’-তে যে সমস্ত ঘটনা উঠে এসেছে তারমধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে আব্দুল রহিমের ঘটনা। কেরালার কোঝিকোড়ের ওই বাসিন্দা আগে অটোরিকশা চালাতেন। সউদী আরবে গিয়েছিলেন অর্থ রোজগারের আশায়।

 

সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’-তে প্রকাশিত খবর অনুযায়ী, ২০০৬ সালে হাউস ড্রাইভিং ভিসায় রিয়াদে যান তিনি। সেখানে গাড়ি চালানোর পাশাপাশি বিশেষভাবে সক্ষম ১৫ বছরের এক কিশোরকে দেখা শোনার ভার ছিল রহিমের উপর। ওই কিশোরের মৃত্যুর জন্য তার পরিবার আব্দুল রহিমকে দায়ী করেন। যদিও ‘দ্য হিন্দু’ তে প্রকাশিত খবর অনুযায়ী, আব্দুল রহিম এবং তার পরিবার এই ঘটনাকে দুর্ঘটনা বলেই দাবি জানিয়ে এসেছেন। দীর্ঘ ১৮ বছর কারাগারে বন্দি রয়েছেন ওই ভারতীয় নাগরিক। তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা কয়েকদিনের মধ্যেই।

 

এর মাঝেই আব্দুল রহিমকে বাঁচাতে কেরালার মালয়ালি সম্প্রদায়ের মানুষেরা আইনি সহায়তা পাওয়ার চেষ্টা শুরু করে। আব্দুল রহিমের মুক্তির জন্য ২০২১ সালে তৈরি হয় আব্দুল রহিম লিগাল অ্যাকশন কমিটি। মৃত ওই কিশোরের পরিবারকেও 'ব্লাড মানি'র বিষয়ে রাজি করানো হয়। এর আগে, আব্দুল রহিমের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আর্জি জানানো হলেও তা খারিজ হয়ে যায়। সউদী‌ আরবের নিম্ন আদালতে (২০১৭ ও ২০২২ সালে) ওই মৃত্যুদণ্ডের সাজা- বহাল রাখা হয়।

 

‘দ্য টেলিগ্রাফে’ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সউদী আরবে বসবাসকারী কেরালার ব্যবসায়ী আশরাফ ভেঙ্কট জানিয়েছেন, বেশ কয়েক বছর ক্ষমা করতে অস্বীকার করার পর দুর্ঘটনায় নিহত শিশুটির পরিবার দেড় কোটি রিয়ালের পরিবর্তে আব্দুল রহিমকে ওই সাজা থেকে অব্যহতি দিতে রাজি হন। আশরাফ ভেঙ্কটের কথায়, ‘২০২৩ সালের ১৬ অক্টোবর ব্লাড মানির বিনিময়ে সাধারণ ক্ষমা ঘোষণার চুক্তিতে স্বাক্ষর করে পরিবারটি। এই লিখিত প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে ফাঁসির আদেশ ছয় মাসের জন্য স্থগিত করা হয়।’

 

‘সেভ আব্দুল রহিম’ উদ্যোগ

ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ অনুমোদিত কেরালা মুসলিম কালচারাল সেন্টারের সউদী ইউনিটের সাধারণ সম্পাদক আশরাফ ভেঙ্কট সম্প্রতি বিজেপিসহ সমস্ত রাজনৈতিক দলের সহায়তায় অনুদান প্রচারের নেতৃত্ব দিতে কোঝিকোড়ে এসেছিলেন। ভেঙ্কট বলেন, “রহিমের জীবন বাঁচানোর জন্য তৈরি কমিটিতে হিন্দু, মুসলিম এবং বিজেপি-সহ সমস্ত রাজনৈতিক দলের সদস্যরা রয়েছেন।” তিনি জানিয়েছেন ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ আব্দুল রহিমকে সাহায্য করতে এগিয়ে এসেছেন।

 

তহবিলের প্রয়োজনীয় নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছানোর খবর জানিয়ে শুক্রবার তিনি বলেন, “মুক্তির জন্য প্রয়োজনীয় ৩৪ কোটি রুপির লক্ষ্যমাত্রায় আমরা পৌঁছে গেছি। দয়া করে আর অর্থ পাঠাবেন না। আমরা মোট ৩৪.৪৫ কোটি রুপি সংগ্রহ করেছি। তহবিলে আসা অতিরিক্ত অর্থ পরীক্ষা করা হবে এবং ভালো উদ্দেশ্যে ব্যবহার করা হবে”। তিনি বলেন, রহিমের মুক্তির জন্য ট্রাস্ট এখন রিয়াদে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করবে যাতে ওই চুক্তির বিষয়ে আগানো যায়। ভেঙ্কট বলেন, “ব্লাড মানি দেওয়ার চূড়ান্ত সময়সীমা ১৫ এপ্রিল। তার আগে ক্ষতিগ্রস্ত পরিবারকে ওই অর্থ দেওয়া হবে আব্দুল রহিমকে ক্ষমা করার জন্য।”

 

১৫ বছর বয়সী বিশেষভাবে সক্ষম ছেলের মৃত্যুর জন্য আবদুল রহিমকে দায়ী করা হয়েছিল। শ্বাস নেওয়া এবং খাবার খাওয়ার জন্য একটি বিশেষ মেডিক্যাল ডিভাইসের সাহায্য নিতে হতো কিশোরটিকে। আব্দুল রহিমের কাজ ছিল ওই কিশোরকে দেখাশোনা করা এবং গাড়িতে করে নিয়ে যাওয়া। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনাক্রমে ছেলেটির গলায় লাগোয়া মেডিক্যাল ডিভাইসটি রহিমের জন্য পড়ে যায়। এর ফলে তার মৃত্যু হয়েছে বলে মৃতের পরিবারের অভিযোগ। যদিও রহিমের দাবি এটি ছিল দুর্ঘটনা।

 

‘এটাই কেরালার সঠিক ছবি’

৪০ দিনের মধ্যে ৩৪ কোটি রুপি সংগ্রহের ঘটনাটিকে প্রশংসা করেছেন অনেকে। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন আব্দুল রহিমকে বাঁচানোর অভিযানের প্রশংসা করেছেন। একই সঙ্গে ‘দ্য কেরালা স্টোরি নামক ছায়াছবিকে কেন্দ্র করে চলা বিতর্কের জন্য বিজেপির সমালোচনা করে বলেছেন,

 

“কেরালার মানুষ মানবিকতার নজির গড়ে তাদের পরিচয় দিচ্ছেন, অন্যদিকে যারা ঘৃণা ছড়াতে চায় তারা মিথ্যা গল্প ছড়াচ্ছে। সউদী আরবে মৃত্যুদণ্ডের মুখোমুখি হওয়া কোঝিকোড়ের আব্দুল রহিমের মুক্তির জন্য বিশ্বজুড়ে কেরালাবাসী একত্রিত হয়েছেন।”

 

“একটি প্রাণ বাঁচাতে এবং পরিবারের চোখের জল মুছতে কেরালা ভালবাসার চমৎকার উদাহরণ স্থাপন করেছে। এটা প্রমাণ করে যে কেরালা ভ্রাতৃত্বের দুর্গ যাকে সাম্প্রদায়িকতা ধ্বংস করতে পারে না। এটাই কেরালার আসল গল্প।”

 

আপ্লুত আব্দুল রহিমের মা

সউদী আরবে কেরালাবাসীদের সংগঠন যেমন আবদুল রহিমকে বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, তেমনই সুরেশ নামে এক ব্যক্তিও তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন। রহিমকে বাঁচাতে তৈরি আইনি সহায়তা কমিটির চেয়ারম্যান সুরেশ। গত ৩ মার্চ কোঝিকোড়ে 'সেভ আব্দুল রহিম' মোবাইল অ্যাপটি শুরু করেন তিনি।

 

ব্যবসায়ী এবং ব্লগাররা প্রচারে যোগ দেয়ার পর এই উদ্যোগ গতি পায়। রহিমের মা পাথুম্মা বলেছেন, আনন্দ প্রকাশ করার ভাষা তার কাছে নেই। সাংবাদিকদের তিনি বলেন, “এখানকার মানুষের সহায়তায় এত দ্রুত এত বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা সম্ভব হয়েছে। আমি সবাইকে ধন্যবাদ জানাই।”

 

ভেঙ্কট বলেন, রিয়াদে ভারতীয় দূতাবাসে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এই টাকা ওয়াকফ ও আদালতের নজরদারিতে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। ভেঙ্কট বলেন, ‘অর্থ স্থানান্তরের পরে, আমরা আশা করতে পারি যে আব্দুল রহিম মুক্তি পাবে, যদিও আমরা জানি না ঠিক কতটা সময় লাগবে।’ সূত্র: বিবিসি।

 


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

নাইজেরিয়ায় পেট্রোল ট্যাংকার বিস্ফোরণে নিহত ৭০
ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার
ইস্তানবুলে বিষাক্ত মদ পানে ৩৩ জনের মৃত্যু, আশঙ্কাজনক ৩২ জন
চিকি‍ৎসার নামে ২০০ রোগিনীকে যৌন হেনস্থা
অলিম্পিকের মেডেলও ছাপ ফেলল ‘কেলেঙ্কারি’?
আরও

আরও পড়ুন

‘মা’ দেশ স্বাধীন করেছি- মৃত্যু শয্যায় শহীদ সাব্বির

‘মা’ দেশ স্বাধীন করেছি- মৃত্যু শয্যায় শহীদ সাব্বির

নাইজেরিয়ায় পেট্রোল ট্যাংকার বিস্ফোরণে নিহত ৭০

নাইজেরিয়ায় পেট্রোল ট্যাংকার বিস্ফোরণে নিহত ৭০

লাল সন্ত্রাসের ঘোষণা : মেঘমল্লার বসুর শাস্তির দাবিতে ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ

লাল সন্ত্রাসের ঘোষণা : মেঘমল্লার বসুর শাস্তির দাবিতে ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ

চুয়াডাঙ্গার কুমারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুল হককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গার কুমারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুল হককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম

বিএনপিতে কোন সন্ত্রাসীর ঠাঁই হবে না কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু

বিএনপিতে কোন সন্ত্রাসীর ঠাঁই হবে না কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু

মধ্যরাতে জাবির ছাত্রী হলের রুম থেকে লালন ভক্ত যুবক আটক

মধ্যরাতে জাবির ছাত্রী হলের রুম থেকে লালন ভক্ত যুবক আটক

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান

ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল

ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল

অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা

টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা

ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের

ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের

গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা

গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা

রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি

রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি

বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম

বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান

২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা

২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা

ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার

ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার

লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭

লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭

প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু

শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু