জার্মানির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ জেলেনস্কির
২০ এপ্রিল ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ২০ এপ্রিল ২০২৪, ১২:০৮ এএম
জার্মান ভাইস চ্যান্সেলরের সফরের পর সে দেশের নেতৃত্বের প্রশংসা করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। রাশিয়ার মোকাবিলা করতে তিনি আরো সামরিক সহায়তার আবেদন করছেন। সিআইএ ইউক্রেনের পরাজয়ের আশঙ্কা করছে।
যথেষ্ট পশ্চিমা সামরিক সহায়তার অভাবে ইউক্রেন চলতি বছরেই রাশিয়ার কাছে পরাজয় মেনে নিতে বাধ্য হতে পারে বলে মনে করছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। বিশেষ করে মার্কিন কংগ্রেসে আটকে থাকা ৬০০ কোটি ডলার অংকের প্যাকেজের বড় মূল্য চোকাতে হচ্ছে সে দেশকে। ন্যাটোর বাকি সদস্য দেশগুলি সেই শূন্যস্থান পূরণ করতে পারছে না। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি এমন অবস্থায় বার বার ক্ষোভ ও হতাশা প্রকাশ করছেন।
জার্মানির ভাইস চ্যান্সেলর রোব্যার্ট হাবেক এক অঘোষিত কিয়েভ সফরে ইউক্রেনের প্রতি সংহতি জানিয়েছেন। আগামী জুন মাসে বার্লিনে ইউক্রেনের পুনর্গঠন সংক্রান্ত সম্মেলনে বিশেষ করে প্রতিরক্ষা ও জ্বালানি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার ঘোষণা করেছেন হাবেক। তিনি ইউক্রেনের প্রয়োজন মেটাতে জার্মানির সহায়তা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।
উল্লেখ্য, জার্মানি ইতোমধ্যেই ইউক্রেনকে একটি বাড়তি পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস বৃহস্পতিবার বাকি ন্যাটো সদস্য দেশগুলির উদ্দেশ্যে অবিলম্বে ইউক্রেনে আরো এয়ার ডিফেন্স সিস্টেম পাঠানোর ডাক দিয়েছেন। ব্রাসেলসে ইইউ শীর্ষ সম্মেলনে তিনি বলেন, ইউক্রেনের জরুরি আবেদনে সাড়া না দেওয়ার কোনো সঙ্গত কারণ থাকতে পারে না। কমপক্ষে আরো ছয়টি প্যাট্রিয়ট সিস্টেমের অনুরোধ মেটাতে ন্যাটো এগিয়ে আসবে বলে শলৎস আশা প্রকাশ করেন।
প্রেসিডেন্ট জেলেনস্কি যাবতীয় সহায়তার জন্য জার্মানির প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দৈনিক ভিডিও বার্তায় জার্মানির নেতৃস্থানীয় ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, শুধু ইউক্রেন নয় ইউরোপের নিজস্বতা বজায় রাখতেও জার্মানি সাহায্য করছে। তাঁর মতে, শান্তিপূর্ণভাবে, আইন মেনে ইউরোপের মানুষের কল্যাণের লক্ষ্যে কাজ করছে সে দেশ। অস্ত্র ও গোলাবারুদের অভাব সত্ত্বেও ইউক্রেনের প্রেসিডেন্ট যুদ্ধক্ষেত্রে আশাবাদী রয়েছেন। তিনি বলেন, দেশের মধ্যেই বোদানা আর্টিলারি সিস্টেমের উৎপাদন বাড়ানো সম্ভব হয়েছে। ফলে মাসে দশটি ইউনিট তৈরি করা যাবে।
এদিকে রাশিয়ার গোয়েন্দা সংস্থা প্রেসিডেন্ট জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্র করছেন বলে সন্দেহ বাড়ছে। পোল্যান্ড ও জার্মানিতে রুশ গুপ্তচর সন্দেহে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তারের পর এমন সন্দেহ আরো দানা বাঁধছে। এক পোলিশ নাগরিক সেই লক্ষ্যে রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থার কাছে পোল্যান্ডের দক্ষিণ পূর্বে এক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাচার করছিল বলে কর্তৃপক্ষ দাবি করছে। জেলেনস্কি ঘনঘন সেই বিমানবন্দর ব্যবহার করে বিদেশ সফর করেন। বিদেশি নেতারাও সেখানে নেমে রেলপথে কিয়েভের উদ্দেশ্যে রওয়ানা হন। জার্মানির বাভেরিয়া রাজ্যে রুশ গুপ্তচর সন্দেহে বৃহস্পতিবার দুই ব্যক্তির গ্রেপ্তারের পরেও ইউরোপে রাশিয়ার গোপন কার্যকলাপ সম্পর্কে দুশ্চিন্তা বাড়ছে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি: দোয়া চাইলেন তারেক রহমান
মাঘের শুরুতে আবার আসছে শৈত্যপ্রবাহ
আজহারীর মাহফিলের আগের রাতেই মাঠ কানায় কানায় পূর্ণ
আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’, শীর্ষে করাচিতে
পুলিশ পরিচয়ে ছিনতাইকালে বিদেশি অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক
ফ্যাসিস্টের দোসর সোহানা সাবা পেল ভারতে বড় দায়িত্ব
সংস্কারের কিছু প্রস্তাবে অসন্তোষ বিএনপির
মাগুরার শ্রীপুরে কৃষক দলের বিশাল কৃষক সমাবেশ
ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী?
টানা তৃতীয় বছরের মতো চীনের জনসংখ্যা কমল
নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ড্রেজারসহ ৬ জন গ্রেফতার
টিউলিপের পতন, এক রাজনৈতিক অধ্যায়ের অবসান
অভিষেকের আগে শি জিনপিংকে ট্রাম্পের ফোন
সিরিয়ায় আটক নাগরিকদের দেশে বিচার করতে অস্বীকৃতি জানিয়েছে ফ্রান্স
বিশ্ব ইজতেমার ৭০ ভাগ প্রস্তুতি সম্পন্ন : ঢাকা বিভাগীয় কমিশনার
আখাউড়া কালন্দি খালে বইবে জলধারা
টঙ্গীতে ছাত্রদল নেতাসহ গ্রেফতার ১৩
৩৩ জিম্মির বিনিময়ে ১ হাজার ৯৭৭ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল
যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগিয়ে নেন পুতুল
আল-শারা ও শেখ মোহাম্মদের ঐতিহাসিক টেলি-আলোচনা