বিতর্কিত ‘গোল্ডেন ভিসা’ বাতিল করবে স্পেন
২৯ এপ্রিল ২০২৪, ০৫:৫২ পিএম | আপডেট: ২৯ এপ্রিল ২০২৪, ০৫:৫২ পিএম
তথাকথিত ‘গোল্ডেন ভিসা’ ব্যবস্থা বাতিল করার কথা ভাবছে স্পেন। বড় অংকের আর্থিক বিনিয়োগের বিনিময়ে ইউরোপীয় ইউনিয়নের বাইরের নাগরিকদের দ্রুততম সময়ে বসবাসের অনুমতি পাওয়ার একটি মাধ্যম ছিল এই গোল্ডেন ভিসা। বেশ কিছু দেশ এই ব্যবস্থা থেকে বেরিয়ে যাচ্ছে, যাতে এবার যোগ দিল স্পেনও।
‘নিছক ব্যবসায়িক দিক থেকে চিন্তা না করে আবাসনের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে’ এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে উল্লেখ করে দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, ‘আবাসন খাত প্রচণ্ড চাপের মধ্যে আছে। আর যারা এদেশে থাকেন ও কাজ করেন তাদের জন্য সাশ্রয়ী মূল্যের আবাসন খুঁজে পাওয়া অসম্ভব হয়ে উঠছে’। অনেক বিনিয়োগকারী এই স্কিম বা ব্যবস্থাকে অন্য কোনও জায়গায় নতুন জীবন শুরু করার কিংবা নিজ দেশের রাজনৈতিক, সামাজিক বা অর্থনৈতিক ঝুঁকি থেকে বাঁচার সুযোগ হিসেবে দেখেন।
কিন্তু অপরাধীরা নিজেদের স্বার্থে এই ব্যবস্থার অপব্যবহার করলে আবাসন খাতের দাম বেড়ে তা স্থানীয়দের সামর্থের বাইরে চলে যেতে পারে বলে সতর্ক করেছেন দুর্নীতিবিরোধী প্রচারক ও রাজনীতিবিদরা। বড় বিনিয়োগের বিনিময়ে ধনী ব্যক্তিদের অন্য দেশে বসবাস এবং কাজ করার অধিকার দেয় ‘গোল্ডেন ভিসা’।
একটি গোল্ডেন ভিসা পাওয়ার জন্য পানামার আবাসন খাতে এক লাখ ডলার বিনিয়োগ করতে হয় কিংবা ২ কোটি ১৪ লাখ ডলার সমপরিমাণ অর্থ লুক্সেমবার্গের কোনো আর্থিক প্রতিষ্ঠানে আমানত আকারে জমা রাখতে হয়। আর তারপরই পাওয়া যায় ‘গোল্ডেন পাসপোর্ট’, যার মাধ্যমে ধনী ব্যক্তিরা একটি দেশে আবেদন করে সেখানে কাজ করার এবং ভোট দেয়ার সুযোগ-সহ নাগরিক হিসেবে সব ধরনের অধিকার ও স্বাধীনতা লাভ করেন।
প্রায় ৬০টি দেশ গোল্ডেন ভিসা দিচ্ছে বলে বিবিসিকে জানান লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের রাজনৈতিক সমাজবিজ্ঞানের সহযোগী অধ্যাপক এবং 'দ্য গোল্ডেন পাসপোর্ট: গ্লোবাল মোবিলিটি ফর মিলিয়নেয়ার' বইয়ের লেখক ড. ক্রিস্টিন সুরাক। প্রায় ২০টি দেশ বিনিয়োগের মাধ্যমে আইনি বিধান-সহ নাগরিকত্ব দেয় আর এর মধ্যে অর্ধেক দেশে প্রতি বছর ১০০টিরও বেশি আবেদন পায়, জানান তিনি। “নাগরিকত্বের সবচেয়ে বড় বিক্রেতা তুরস্ক," বলেন ড. সুরাক। তার গবেষণার তথ্যমতে, গোল্ডেন পাসপোর্ট স্কিমে বিশ্বব্যাপী বার্ষিক নাগরিকত্ব বিক্রির প্রায় অর্ধেকই তুরস্কের।
তিনি বলেন, বিনিয়োগ কর্মসূচির মাধ্যমে সবচেয়ে বেশি বসবাসের সুযোগ দেয়া হয় বৈশ্বিক দক্ষিণে (গ্লোবাল সাউথ), বিশেষ করে মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের মতো জনপ্রিয় গন্তব্যগুলোতে। গোল্ডেন পাসপোর্টের প্রধান ইস্যুকারীদের মধ্যে আরও রয়েছে সেন্ট কিটস, ডোমিনিকা, ভানুয়াতু, গ্রেনাডা, অ্যান্টিগুয়া এবং মাল্টা।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গোল্ডেন ভিসাপ্রার্থীদের জন্য সবচেয়ে কাঙ্খিত গন্তব্যগুলোর একটি। কারণ ইউরোপীয় ইউনিয়নের কোনও একটি সদস্য দেশে বসবাস এবং কাজ করার অধিকার পেলে শেনগেন-ভুক্ত দেশগুলোতে ভিসা ছাড়াই ভ্রমণের অনুমতি পাওয়া যায়৷ উল্লেখ্য, শেনগেন দেশ বলতে ২৯টি ইউরোপীয় দেশকে বোঝায় যারা আনুষ্ঠানিকভাবে সীমান্ত নিয়ন্ত্রণ বাতিল করেছে।
২০২০ সালে ইউরোপীয় ইউনিয়নের ১৪টি দেশ গোল্ডেন ভিসা দিয়েছে। এর মধ্যে ৭০ শতাংশেরও বেশি অনুমোদন দিয়েছে গ্রীস, লাটভিয়া, পর্তুগাল আর স্পেন। তবে এই দেশগুলোর মধ্যে অনেকেই এই স্কিম সীমিত করার দিকে এগোচ্ছে। ধনী বিদেশী নাগরিকরা সম্পদ আনলে তাদের দেশে বসতি স্থাপনের অনুমতি দেয়ার একটি প্রকল্প ২০২২ সালে শেষ করে দেয় যুক্তরাজ্য সরকার।
পরের বছর আয়ারল্যান্ড দেশটির গোল্ডেন ভিসা ব্যবস্থা বাতিল করে। তবে পর্তুগাল বাতিল না করলেও এতে নিজস্ব কিছু পরিবর্তন আনে। সম্পত্তি ক্রয়ের বিনিময়ে বসবাসের অনুমতি না দিলেও তহবিল এবং গবেষণা কার্যক্রমের জন্য মূলধন স্থানান্তর ও বিনিয়োগের মাধ্যমে এই চর্চা চালিয়ে যাওয়ার ব্যবস্থা রাখে দেশটি। সূত্র: বিবিসি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত