ঢাকা   মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫ | ৩০ পৌষ ১৪৩১

একের পর এক ‘অশ্লীল’ ভিডিও ফাঁস করেন চালক, বিপাকে জেডিএস নেতা

Daily Inqilab অনলাইন ডেস্ক

০৫ মে ২০২৪, ০৩:১৮ পিএম | আপডেট: ০৫ মে ২০২৪, ০৩:১৮ পিএম

 

 

একাধিক মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ। সমাজমাধ্যমে ‘অশ্লীল’ ভিডিও ফাঁস হতেই ভারতছাড়া প্রজ্বল রেভান্না। জনতা দল সেক্যুলার (জেডিএস) নেতা। ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতি। খুঁজছে পুলিশ। এই গোটা ঘটনা প্রকাশ্যে আসার নেপথ্যে রয়েছেন দেবগৌড়া পরিবারের সাবেক গাড়ির চালক। কেন হঠাৎ সব ফাঁস করেছিলেন এককালের বিশ্বস্ত সঙ্গী?

 

এই ঘটনায় বিপাকে প্রজ্বলের বাবা এইচডি রেভান্নাও। দেবগৌড়ার পুত্রের বিরুদ্ধে এক মহিলাকে অপহরণ করার অভিযোগ উঠেছে। তাকে শনিবার আটক করা হয়েছে। রেভান্নার বিরুদ্ধেও লুকআউট নোটিস জারি করে বিশেষ তদন্তকারী দল বা সিট। যাতে তিনি দেশ ছাড়তে না পারেন, তাই এই নোটিস জারি করা হয় বলে সূত্রের খবর। কর্নাটকের সিদ্দারামাইয়া সরকার এই ঘটনায় সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছে। সেই অনুযায়ী তদন্ত শুরু করেছে তারা। জিজ্ঞাসাবাদ করার জন্য প্রজ্বল এবং তার বাবা এইচডি রেভান্নাকে তলব করে নোটিস পাঠানো হয়।

 

প্রজ্বলকে খুঁজে আনার জন্য সিবিআইয়ের কাছেও অনুরোধ জানিয়েছে কর্নাটক সরকার। তাদের অন্য দেশের কাছে সাহায্য চাইতে বলেছে। সূত্রের খবর, প্রজ্বলের বিরুদ্ধে ‘ব্লু কর্নার নোটিস’ জারি করতে পারে সিবিআই। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে এমনটাই জানিয়েছেন সিবিআইয়ের কর্মকর্তারা। শনিবারই কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে চিঠি দিয়েছেন রাহুল গান্ধী। সেখানে লিখেছেন, নির্যাতিতাদের যেন সব রকমের সাহায্য করে কর্নাটকের সরকার। প্রচারে গিয়েও প্রজ্বল এবং বিজেপিকে কটাক্ষ করেছেন তিনি।

 

ঠিক কী অভিযোগ প্রজ্বলের বিরুদ্ধে? যৌন নির্যাতনের একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দিন কয়েক আগে প্রজ্বলের যৌন কুকীর্তির হাজার তিনেক ভিডিও ভরা একটি পেন ড্রাইভ প্রকাশ্যে এসেছে। অভিযোগকারী হলেন বিজেপি নেতা দেবরাজ গৌড়া। তার দাবি, গত পাঁচ বছর ধরে হাসনের এমপি কয়েক হাজার মহিলাকে ধর্ষণ এবং যৌন নির্যাতন করে সেই ভিডিও নিজেই তুলে রাখতেন। তিনি বলেছেন, ‘নির্যাতিতাদের ব্ল্যাকমেল করাই উদ্দেশ্য ছিল প্রজ্বলের।’

 

দেবরাজের অভিযোগ, প্রজ্বলকে মদত দিয়েছেন তার বাবা রেভান্নাও। কর্নাটকে এখন বিজেপির সহযোগী জেডিএস। ক্ষমতায় রয়েছে কংগ্রেসের সরকার। সেই পেন ড্রাইভ প্রকাশ্যে আসার নেপথ্যে প্রজ্বলের গাড়ির প্রাক্তন চালক কার্তিক। একটা সময় দারুণ সুসম্পর্ক ছিল তার দেবগৌড়া পরিবারের সঙ্গে। ২০২৩ সালের জুন মাসে প্রথম শুরু হয় সংঘাত।

 

একটি সংবাদমাধ্যমের দাবি, দেবগৌড়া পরিবারের পূর্বপুরুষদের একটি জমি নিয়েই তৈরি হয় বিবাদ। ১৬ একরের ওই জমি রয়েছে হোলিনারসিপুরায়। সেই নিয়ে রেভান্না পরিবারের সঙ্গে সংঘাত তুঙ্গে ওঠে। ২০২৩ সালের ডিসেম্বরে থানায় অভিযোগ করেন কার্তিক। জানান, তাকে নিগ্রহ করে, জোরজবরদস্তি করে জমি কেড়ে নিয়েছেন প্রজ্বল এবং তার মা।

 

জেডিএসের একাংশের দাবি, অতীতে প্রজ্বলের মোবাইল থাকত কার্তিকের কাছে। তখনই তার ‘যৌনাচার’-এর ভিডিও নিজের ফোনে ট্রান্সফার করে নিয়েছিলেন কার্তিক বলে অভিযোগ। আরও অভিযোগ, এই নিয়ে প্রজ্বলকে ব্ল্যাকমেলও করতেন কার্তিক। এর পরেই তিনি বিজেপি নেতা দেবরাজ গৌড়ার দ্বারস্থ হন। প্রকাশ্যে আসে ভিডিও। তার পরেই শুরু হইচই।

 

ধর্ষণের অভিযোগ ওঠার পরেই কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করে জার্মানি গিয়েছেন প্রজ্বল। বিদেশে যাওয়ার জন্য জেডিএস নেতা কোনও রাজনৈতিক অনুমোদন চাননি। সূত্রের খবর, দেয়াও হয়নি। ফলে ভিসা নোটও জারি করেনি পররাষ্ট্রমন্ত্রণালয়। কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে প্রজ্বলের কূটনৈতিক পাসপোর্ট বাতিল ও অবিলম্বে তাকে দেশে ফেরানোর বন্দোবস্তের আবেদন জানান।

 

কর্নাটকের ২৮টি লোকসভা কেন্দ্রের মধ্যে ১৪টিতে এখনও ভোটগ্রহণ বাকি। এই পরিস্থিতিতে মাঠে নেমেছে কংগ্রেস। তীব্র আক্রমণ করছে বিজেপি তথা এনডিএকে। প্রজ্বল যদিও অভিযোগ প্রকাশ্যে আসার পর সমাজমাধ্যমে লিখেছিলেন, ‘‘সত্য সামনে আসবেই।’’ আইনজীবী মারফত সিআইডি, বেঙ্গালুরুর সঙ্গে যোগাযোগ করেছেন বলেও দাবি করেছেন। আইনজীবীর দাবি, যে হাজার তিনেক ভিডিও ঘিরে বিতর্কের ঝড়, সেগুলি ভুয়া।

 

অন্য দিকে, সিট নোটিস দেয়ার পর থেকেই নিখোঁজ প্রজ্বলদের প্রাক্তন গাড়িচালক কার্তিক। তিনি দাবি করেছিলেন, বিজেপি নেতা দেবরাজ গৌড়াকে বহু আগে প্রজ্বলের যৌন কেলেঙ্কারির ভিডিও ভরা পেন ড্রাইভ দিয়েছিলেন। প্রজ্বলের কাকা তথা জেডিএস নেতা এইচডি কুমারস্বামীর অভিযোগ, কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার কার্তিককে মালয়েশিয়া পাঠিয়ে দিয়েছেন। শিবকুমার যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। জানিয়েছেন, প্রয়োজন হলে কেন্দ্রের থেকে তথ্য নেওয়া হোক।

 

এই আবহে সামনে এসেছে নতুন কিছু অভিযোগ। হাসন জেলা পঞ্চায়েতের এক প্রাক্তন মহিলা সদস্যের অভিযোগ, গত তিন বছরে বহু বার প্রজ্বল তাকে ধর্ষণ করেছেন। সেই ঘটনা ক্যামেরাবন্দিও করেছেন। ৪৪ বছরের ওই মহিলার অভিযোগের ভিত্তিতে প্রজ্বলের বিরুদ্ধে এ বার ধর্ষণের মামলা দায়ের করল সিআইডি।

 

অভিযোগকারিণী জানিয়েছেন, ২০২১ থেকে চলতি বছরের ২৫ এপ্রিল পর্যন্ত বহু বার তাকে ধর্ষণ ও নিগ্রহ করেছেন প্রজ্বল। এমনকি মেরে ফেলার হুমকিও দিতেন। নির্যাতিতা জানিয়েছে, ২০২১ সালে প্রজ্বলের এমপি কোয়ার্টারে কাজের জন্য গিয়েছিলেন। সকলের সঙ্গে কথা বলার পর তাকে একটি ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেন প্রজ্বল। অভিযোগ, এর পরে তাকে ধর্ষণ করেন প্রজ্বল। তা ভিডিও করে রাখেন।

 

প্রজ্বলের বিরুদ্ধে নিজের মাকে ধর্ষণের অভিযোগ করেছেন মাইসুরুর কৃষ্ণরাজ নগরের বাসিন্দা এইচডি রাজু। তিনি ও তার মা রেভান্নাদের খামারবাড়িতে ছ’বছর কাজ করেছিলেন। অভিযোগ, তার মাকে অপহরণ এবং ধর্ষণ করা হয়েছে। এখনও নিখোঁজ তার মা। এ ক্ষেত্রে প্রজ্বলের পাশাপাশি তার বাবা এইচডি রেভান্না ও তার সঙ্গী সতীশ বাবান্নার নামে অভিযোগ করেন রাজু। প্রজ্বল ও তার বাবার বিরুদ্ধে ধর্ষণ-অপহরণের মামলা দায়ের করেছে সিট। সূত্র: এবিপি।

 


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ফ্যাসিবাদ আওয়ামী লীগের বিচার করতে হবে আগে : হাসনাত আব্দুল্লাহ

ফ্যাসিবাদ আওয়ামী লীগের বিচার করতে হবে আগে : হাসনাত আব্দুল্লাহ

বাংলাদেশের নির্বাচনের সময়সীমা নিয়ে কথা বলতে চায় না জাতিসংঘ

বাংলাদেশের নির্বাচনের সময়সীমা নিয়ে কথা বলতে চায় না জাতিসংঘ

বেগমগঞ্জে তারুণ্যের উৎসব-২০২৫ আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

বেগমগঞ্জে তারুণ্যের উৎসব-২০২৫ আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ফতুল্লায় শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

ফতুল্লায় শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

টানা ৪০ রাতের পর সূর্যোদয়

টানা ৪০ রাতের পর সূর্যোদয়

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর গ্রেফতার

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর গ্রেফতার

বগুড়ার নন্দীগ্রামে তারুণ্যের ফুটবল প্রতিযোগিতার উৎসব

বগুড়ার নন্দীগ্রামে তারুণ্যের ফুটবল প্রতিযোগিতার উৎসব

দেশে অবস্থানরত অবৈধ বিদেশি নাগরিকদের আবারও সতর্ক করল সরকার

দেশে অবস্থানরত অবৈধ বিদেশি নাগরিকদের আবারও সতর্ক করল সরকার

কালীগঞ্জে জাতীয় বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণী ও  সমাপনী

কালীগঞ্জে জাতীয় বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণী ও সমাপনী

বাউফলে উপজেলা ছাত্রদলের আহবায়কের বহিষ্কার দাবি

বাউফলে উপজেলা ছাত্রদলের আহবায়কের বহিষ্কার দাবি

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের খবর জানালেন জয়

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের খবর জানালেন জয়

খালেদা জিয়া অনেকটা ভালো আছেন : মির্জা ফখরুল

খালেদা জিয়া অনেকটা ভালো আছেন : মির্জা ফখরুল

সুস্থ প্রতিযোগিতা না থাকলে গণমাধ্যমের স্বাভাবিক বিকাশ হবেনা-  কমিশন প্রধান

সুস্থ প্রতিযোগিতা না থাকলে গণমাধ্যমের স্বাভাবিক বিকাশ হবেনা- কমিশন প্রধান

সিংগাইরে স্থানীয় সরকার সংস্কার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিংগাইরে স্থানীয় সরকার সংস্কার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মালি আছে, বাগান নেই

মালি আছে, বাগান নেই

পাকিস্তান থেকে চাল আমদানি করবে বাংলাদেশ

পাকিস্তান থেকে চাল আমদানি করবে বাংলাদেশ

নতুন খেলোয়াড় চান গুয়ার্দিওলা

নতুন খেলোয়াড় চান গুয়ার্দিওলা

এস আলমের ৬৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ, জব্দ ১৬ সম্পদ

এস আলমের ৬৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ, জব্দ ১৬ সম্পদ

সিলেটসহ দেশের পাথর ও বালু মহাল নিয়ে সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত

সিলেটসহ দেশের পাথর ও বালু মহাল নিয়ে সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত

দৌলতপুরে নগদের মার্কেটিং অফিসারকে কুপিয়ে জখম

দৌলতপুরে নগদের মার্কেটিং অফিসারকে কুপিয়ে জখম