বেলগ্রেডে চীন ও সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত
০৯ মে ২০২৪, ০৯:৪০ এএম | আপডেট: ০৯ মে ২০২৪, ০৯:৪০ এএম
চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুচিচ সার্বিয়া সময় আজ (বুধবার) দুপুরে বেলগ্রেডের সার্বিয়ান ভবনে বৈঠক করেছেন। তাঁরা চীন-সার্বিয়া সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক গভীর ও উন্নত করা এবং নতুন যুগে চীন-সার্বিয়া অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠার ঘোষণা করেছেন।
বেলগ্রেডের সার্বিয়ান ভবনের সামনে ভুচিচ সি চিন পিংয়ের জন্য জমকালো স্বাগত অনুষ্ঠান আয়োজন করেন। স্বাগত অনুষ্ঠানের পর তাঁরা ছোট মাপের সভা ও বড় মাপের বৈঠক করেছেন।
বৈঠকে সি চিন পিং জোর দিয়ে বলেন, পূর্ব ইউরোপে সার্বিয়া হল চীনের প্রথম সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক প্রতিষ্ঠাকারী দেশ। দু’পক্ষের সহযোগিতা নিজ নিজ উন্নয়নে শক্তিশালী চালিকাশক্তি যুগিয়েছে, দু’দেশের জনগণকে বাস্তব সুবিধা দিয়েছে। নতুন পরিস্থিতিতে সার্বিয়া চীনের সঙ্গে অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠাকারী প্রথম পূর্ব ইউরোপীয় দেশ; যা চীন-সার্বিয়া সম্পর্কের কৌশলগত, বিশেষ ও উচ্চ পর্যায়ের প্রকৃতি সম্পূর্ণরূপে প্রতিফলিত করে। নতুন যুগে চীন-সার্বিয়া অভিন্ন কল্যাণের সমাজ চীন ও সার্বিয়ার লৌহকঠিন বন্ধুত্বের উন্নয়ন, এবং দু’দেশের অভিন্ন মূল্যবোধের প্রতিনিধি। দু’পক্ষের উচিত চীন-সার্বিয়া অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে ‘বেল্ট অ্যান্ড রোড’ যৌথ নির্মাণ ও চীন-পূর্ব ইউরোপীয় দেশগুলোর সহযোগিতা গভীর ও সম্প্রসারণ করা এবং দু’দেশের আধুনিকীকরণ প্রক্রিয়ায় সাহায্য করা।
ভবিষ্যতে চীন দ্বিপাক্ষিক সম্পর্কের কৌশলগত প্রকৃতিকে গুরুত্ব দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের সঠিক দিক নিশ্চিত করবে; দু’দেশের বাস্তব সহযোগিতা বজায় রাখবে, দু’দেশের জনকল্যাণ করবে; দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করবে এবং সহযোগিতার নতুন সম্ভাবনা খুঁজবে।
জনাব ভুচিচ প্রেসিডেন্ট সিকে উষ্ণ স্বাগত জানান। তিনি বলেন, সার্বিয়া একটি ছোট দেশ হলেও চীন সবসময় সার্বিয়ার সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতাকে সম্মান করে, সার্বিয়ার আর্থ-সামাজিক উন্নয়নে সমর্থন করে। প্রেসিডেন্ট সি’র নেতৃত্বে চীন অসাধারণ অগ্রগতি অর্জন করেছে, আন্তর্জাতিক বিষয়ে আরো গুরুত্বপূর্ণ নেতৃত্বের ভূমিকা পালন করছে। সার্বিয়া অব্যাহতভাবে তাইওয়ানসহ চীনের মূল স্বার্থ-সংশ্লিষ্ট চীনের বৈধ অবস্থানে সমর্থন করবে।
ভুচিচ বলেন, চীনের বিনিয়োগ ও সহযোগিতার কারণে সার্বিয়ার আর্থ-সামাজিক উল্লেখযোগ্য উন্নয়ন জোরদার হয়েছে এবং গণজীবিকা উন্নত হয়েছে। সার্বিয়া চীনের সঙ্গে বিভিন্ন ক্ষেত্র ও বিভিন্ন পর্যায়ের যোগাযোগ বাড়াতে চায়, অবকাঠামো ব্যবস্থা নির্মাণ, নতুন জ্বালানি, উদ্ভাবন, সংস্কৃতি ইত্যাদি খাতে সহযোগিতা বেগবান করতে চায়। সার্বিয়া সক্রিয়ভাবে ‘বেল্ট অ্যান্ড রোড’ যৌথ নির্মাণ জোরদার করবে, আরো বেশি চীনা কোম্পানিকে বিনিয়োগে স্বাগত জানাবে এবং আরো বেশি সরাসরি ফ্লাইট চালু প্রত্যাশা করে। চীনের সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণে উন্মুখ তার দেশ।
বৈঠকের পর দু’নেতা ‘চীন-সার্বিয়া সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক গভীর ও উন্নত করা এবং নতুন যুগে চীন-সার্বিয়া অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠার যৌথ বিবৃতি’ স্বাক্ষর করেছেন। তাঁরা ‘বেল্ট অ্যান্ড রোড’, সবুজ উন্নয়ন, ডিজিটাল অর্থনীতি, ই-কমার্স, অবকাঠামো ব্যবস্থা ইত্যাদি খাতের একাধিক দ্বিপাক্ষিক সহযোগিতার বিনিময় প্রত্যক্ষ করেছেন।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড
ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী বিএনপির ক্ষতি করতে পারবে না : আমিনুল হক