ফ্রান্সে দুইজন কারারক্ষীকে হত্যা করে ছিনিয়ে নেয়া আসামি কে এই মোহামেদ আমরা?

Daily Inqilab অনলাইন ডেস্ক

১৬ মে ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১৬ মে ২০২৪, ১২:০৪ এএম

 

 

ফ্রান্সে বন্দুকধারীদের অতর্কিত হামলায় দুইজন কারারক্ষীকে হত্যা এবং কয়েকজনকে আহত করে প্রিজন ভ্যান থেকে পালিয়েছেন কয়েদী মোহামেদ আমরা। ধারণা করা হচ্ছে, আমরা মাদককেন্দ্রিক সহিংসতার জন্য কুখ্যাত ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর মার্সেইয়ের এক গ্যাং বা অপরাধী চক্রের সাথে যুক্ত।

 

'দ্য ফ্লাই' বা 'মাছি' নামে পরিচিত আমরাকে মঙ্গলবার আদালত থেকে প্যারিসের নিকটবর্তী শহর রুয়ের একটি কারাগারে নিয়ে যাওয়ার পথে এক টোল বুথে আচমকা একটি গাড়ি এসে প্রিজন ভ্যানের গতি রোধ করে এবং বন্দুকধারীরা গুলি চালায়। প্রসিকিউটররা জানিয়েছেন, ৩০ বছর বয়সী আমরাকে গত ১০ মে চুরির দায়ে দোষী সাব্যস্ত করা হয়। তার আগে আমরাকে মার্সেইতে এক অপহরণের, যাতে পরে অপহৃত ব্যক্তি মারা গিয়েছিলেন, দায়েও অভিযুক্ত করা হয়েছিল।

 

আমরা ফ্রান্সের রুয়ে এলাকার ভাল দে রেউই নামে এক কারাগারে বন্দি ছিলেন। ঘটনার দিন তার বিরুদ্ধে আসা নতুন অভিযোগের জন্য তাকে নিকটবর্তী আদালতে হাজির করা হয়েছিলো। আমরা 'কঠোর নজরদারি'তে থাকা কয়েদী ছিলেন না। প্রসিকিউটর লহ্য বেক্যু বলেন, 'কঠোর নজরদারি'তে থাকা কয়েদী বলতে সাধারণত বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ কয়েদীদের বোঝানো হয়।

 

তবে বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ কয়েদী না হলেও,আমরাকে কারাগার থেকে আদালতে নেয়ার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়, অর্থাৎ ঘটনার সময় তার সাথে পাঁচজন কারা কর্মকর্তা পাহারায় ছিলেন। সহিংসতার মাত্রায় আমরার আইনজীবী এবং মা হতবাক। আমরার আইনজীবী উগো ভিজিয়ে জানিয়েছেন, গত সপ্তাহান্তেই আমরা জেলখানায় নিজের ঘরের বেস্টনি কেটে পালানোর চেষ্টা করেছিলেন।

 

কিন্তু মঙ্গলবার যে মাত্রার ‘অমার্জনীয়’ এবং ‘পাগলাটে’ সহিংসতা হয়েছে, তা দেখে তিনি বিস্মিত হয়েছেন। ফরাসি গণমাধ্যম বিএফএমটিভিকে আমরার আইনজীবী বলেন, “তার সম্বন্ধে আমার যে ধারণা ছিল, তার সাথে এটি সঙ্গতিপূর্ণ নয়।” ভিজিয়ে বলেন যে তার সহকারী মঙ্গলবার সকালে আমরার সাথে দেখা করেছিলেন।

 

"(আজ ) সকালে প্রায় এক ঘন্টার একটি বৈঠকের পরিকল্পনা করা হয়েছিলো এবং আমার সহকারী আমরাকে দেখেছিলেন। তিনি (আমরা) পুরোপুরি স্বাভাবিক ছিলেন," তিনি বলেন। "মঙ্গলবার যে তাকে আদালতে নেয়া হবে সেটি তিনি জানতেন। সম্ভবত অন্যদেরও তিনি সেটি জানিয়েছিলেন।” দেখা যাচ্ছে, আমরার সহযোগীরাও বিষয়টি সম্বন্ধে অবহিত ছিল। কারণ তারা টোলবুথের সড়কে অপেক্ষা করছিল।

 

আমরার মা বলেছেন, আমরা যে জেল থেকে পালানোর চেষ্টা করতে পারে, এমন কোনও ইঙ্গিত দেননি। "সে আমার সাথে কথা বলে না। সে আমার ছেলে, কিন্তু আমার সাথে সে কোনও বিষয়েই কথা বলে না।" আমরার মা বলেন যে তিনি বেশ কয়েকটি কারাগারে ছেলের সাথে দেখা করতে গেছেন, কিন্তু "সে কখনও কোনও [ধারণা] দেয়নি। আমি তাকে বুঝতে পারি না।"

 

তিনি বলেছেন, প্রিজন ভ্যানে অতর্কিত হামলার খবর শুনে তিনি কান্নায় ভেঙ্গে পড়েছিলেন। "আমি ভেঙ্গে পড়েছিলাম, আমি কেঁদেছিলাম, আমি খুব অসুস্থ ছিলাম। কারও জীবন এভাবে কেমন করে কেড়ে নেয়া যায়?" সংবাদমাধ্যম আরটিএলকে বলেছেন তিনি।

 

ছেলের কারাজীবনের বর্ণণাও দেন তিনি। তিনি বলেন যে, "তাকে বিভিন্ন জায়গায় রাখা হচ্ছিলো।এবং তাকে চূড়ান্ত সাজা না দিয়ে আইসোলেশনে বা অন্যদের থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিলো।” চুরির অভিযোগে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলাকালীন আমরাকে ফ্রান্সের মার্সেই, প্যারিস এবং রুয়ের ভিন্ন ভিন্ন কারাগারে রাখা হয়েছিলো। ওই মামলায় তার ১৮ মাসের কারাদণ্ড হয়েছিলো।

 

বিএফএমটিভি বলছে, লাইসেন্স ছাড়া গাড়ি চালানো, চুরি এবং পুলিশের আদেশ অমান্য করা সহ ছোটখাটো অপরাধের জন্য এর আগে তাকে ১৩ বার দণ্ডাদেশ দেয়া হয়েছিলো। সর্বশেষ মার্সেই থেকে অপহৃত একজন মাদক কারবারীর মৃত্যুতে আমরার সংশ্লিষ্টতা দেখে ধারণা করা যায়, আরও বড় ধরনের অপরাধী চক্রের সাথে তার যোগাযোগ আছে।

 

গতকাল মার্সেই অঞ্চলের প্রসিকিউটর নিকোলাস বেসোন ফ্রান্সের সংবাদমাধ্যম ফ্রান্স২-কে বলেছেন, মাদকের গ্যাংগুলো এখন এতটাই ধনী এবং শক্তিশালী হয়ে উঠেছে যে তারা আদালত পর্যন্ত পৌঁছে গেছে এবং সরকারি কর্মচারীদের দুর্নীতিগ্রস্ত করে তুলেছে। গত বছর মার্সেইতে মাদক অপরাধ সংক্রান্ত গোলাগুলিতে প্রায় ৫০ জন নিহত হয়েছেন। সূত্র: বিবিসি।

 


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ কোয়েৎজির

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ কোয়েৎজির

বিএনপি সরাসরি অংশগ্রহণ না করলেও তাদের নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে : কিবরিয়া

বিএনপি সরাসরি অংশগ্রহণ না করলেও তাদের নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে : কিবরিয়া

শেরপুরে বিএনপি-জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে ৬ মামলা: গ্রেপ্তার ৮১,অজ্ঞাতনামা ৬-৭ হাজার আসামী!

শেরপুরে বিএনপি-জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে ৬ মামলা: গ্রেপ্তার ৮১,অজ্ঞাতনামা ৬-৭ হাজার আসামী!

প্যারিস অলিম্পিকের উদ্বোধন কেন সিন নদীতে গোলাপ ছুড়লেন আলজেরিয়ান অ্যাথলেটরা?

প্যারিস অলিম্পিকের উদ্বোধন কেন সিন নদীতে গোলাপ ছুড়লেন আলজেরিয়ান অ্যাথলেটরা?

লৌহজংয়ে অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা

লৌহজংয়ে অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা

নিখোঁজ মাদ্রাসা ছাত্রের লাশ মিললো পুকুরে

নিখোঁজ মাদ্রাসা ছাত্রের লাশ মিললো পুকুরে

‘চরম তাপ মহামারি’ বিশ্বকে ভোগাচ্ছে: জাতিসংঘ মহাসচিব

‘চরম তাপ মহামারি’ বিশ্বকে ভোগাচ্ছে: জাতিসংঘ মহাসচিব

গভীর রাতে ঢাকার বিভিন্ন এলাকায় ‘ব্লক রেইড’ অব্যাহত

গভীর রাতে ঢাকার বিভিন্ন এলাকায় ‘ব্লক রেইড’ অব্যাহত

সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ পরিদর্শনে প্রধানমন্ত্রী

সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ পরিদর্শনে প্রধানমন্ত্রী

নতুন নির্বাচনের দাবি ড. ইউনুসের

নতুন নির্বাচনের দাবি ড. ইউনুসের

মঙ্গলের লাল মাটিতে ‘হলুদ গুপ্তধনের’ সম্ভার! বিরাট আবিষ্কারে চাঞ্চল্য নাসায়

মঙ্গলের লাল মাটিতে ‘হলুদ গুপ্তধনের’ সম্ভার! বিরাট আবিষ্কারে চাঞ্চল্য নাসায়

পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ শহরের তালিকায় কারাকাস, করাচি, ইয়াঙ্গুন

পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ শহরের তালিকায় কারাকাস, করাচি, ইয়াঙ্গুন

বন্ধ ফেসবুকেই সক্রিয় প্রতিমন্ত্রী, জনমনে নানা প্রশ্ন

বন্ধ ফেসবুকেই সক্রিয় প্রতিমন্ত্রী, জনমনে নানা প্রশ্ন

আজ কোথায় কত ঘণ্টা শিথিল থাকবে কারফিউ?

আজ কোথায় কত ঘণ্টা শিথিল থাকবে কারফিউ?

বিয়ের বছর না ঘুরতেই বিস্ফোরক মন্তব্য পরিণীতির

বিয়ের বছর না ঘুরতেই বিস্ফোরক মন্তব্য পরিণীতির

রাশিয়ার পর এবার ইউক্রেনে যাচ্ছেন মোদি

রাশিয়ার পর এবার ইউক্রেনে যাচ্ছেন মোদি

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মেহজাবীনের ‘সাবা’

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মেহজাবীনের ‘সাবা’

আজও ঢাকাসহ ৪ জেলায় কারফিউ শিথিল ৯ ঘণ্টা

আজও ঢাকাসহ ৪ জেলায় কারফিউ শিথিল ৯ ঘণ্টা

মহাকাশে ‘বন্দি’ সুনীতা উইলিয়াম, ফেরা নিয়ে বড় আপডেট দিল নাসা

মহাকাশে ‘বন্দি’ সুনীতা উইলিয়াম, ফেরা নিয়ে বড় আপডেট দিল নাসা

আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা