দিল্লিতে তাপমাত্রা ৫২.৯ ডিগ্রি, তদন্তে নামল আবহাওয়া দপ্তর
৩০ মে ২০২৪, ০৩:১৭ পিএম | আপডেট: ৩০ মে ২০২৪, ০৩:১৭ পিএম
বুধবার ভারতের রাজধানী দিল্লির তাপমাত্রা ছুঁয়েছে ৫২.৯ ডিগ্রি। যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। উত্তর-পশ্চিম দিল্লির মুঙ্গেশপুরের স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্রে বুধবার এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বুধবার মুঙ্গেশপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৫২.৯ ডিগ্রি। এর পরেই নড়েচড়ে বসেছে আবহাওয়া ভবন। ওই আবহাওয়া কেন্দ্রের তাপমাত্রামাপক সেন্সর ঠিক মতো কাজ করছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে আবহাওয়া ভবনের ডিজি মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, ‘দিল্লিতে মোট ২০টি আবহাওয়া কেন্দ্র রয়েছে। এর মধ্যে ১৪টিতেই তাপমাত্রার পতন লক্ষ করা গিয়েছে। সব ক’টিতেই গড় তাপমাত্রা ছিল ৪৬-৫০ ডিগ্রির মধ্যে।’ তিনি আরও বলেন, ‘মুঙ্গেশপুরের কেন্দ্রটির তাপমাত্রার পরিমাপ ঠিক করে পরীক্ষা করা দরকার। এর জন্য একটি তদন্তকারী দলকেও সেখানে পাঠানো হয়েছে।’ স্থানীয় কিছু কারণের জন্যও মুঙ্গেশপুরের তাপমাত্রা বেশি হতে পারে বলে অনুমান মহাপাত্রের।
ভূবিজ্ঞান মন্ত্রী কিরেন রিজিজু বলেন, ‘এখনই আনুষ্ঠানিক ভাবে কিছুই বলা যাচ্ছে না। তবে, দিল্লির তাপমাত্রা ৫২.৯ ডিগ্রি হওয়া কিছুটা অস্বাভাবিক। আবহাওয়া ভবনের কর্মকর্তাদের এ বিষয়ে খতিয়ে দেখতে বলা হয়েছে।’ তাপমাত্রা বৃদ্ধির কারণ ব্যাখ্যা করে আবহাওয়া ভবনের আঞ্চলিক প্রধান কুলদীপ শ্রীবাস্তব পিটিআইকে বলেন, ‘শহরের উপকণ্ঠগুলিতে রাজস্থান থেকে আগত গরম বাতাস প্রথম আঘাত করে। মুঙ্গেশপুর, নরেলা এবং নাজফগড়ের মতো এলাকাগুলিই প্রথম এই গরম বাতাসের পূর্ণ শক্তি অনুভব করেছে।’
বুধবার দুপুরে গনগনে আঁচে পুড়লেও বিকালে বৃষ্টি হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে দিল্লিতে। বুধবার বিকালে রাজধানীতে বেশ কিছু ক্ষণ মাঝারি বৃষ্টিপাত হয়েছে। ফলে তাপমাত্রা বেশ কিছুটা কমেছে। দিল্লির তীব্র গরমের হাত থেকে শিশুদের রেহাই দিতে সব স্কুলকে ৩০ জুন পর্যন্ত গরমের ছুটি বাড়িয়ে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। সেখানে বিদ্যুতের চাহিদাও তুঙ্গে। এর ফলে লোডশেডিং বাড়তে পারে বলে আশঙ্কা করছেন কেউ কেউ। তাপপ্রবাহ পরিস্থিতিতে মূলত বয়স্ক এবং শিশুদের সাবধানে রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। দুপুরে যথাসম্ভব বাড়িতে থাকা, বেশি করে ওআরএস জাতীয় পানীয় খাওয়া, কাটা ফল বা অতিরিক্ত তেলমশলা দেয়া খাবার না খাওয়ার উপরে জোর দিচ্ছেন তারা।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
জাগপার নতুন সভাপতি লুৎফর, সাধারণ সম্পাদক রিয়াজ
চাহিদার অর্ধেক বিদ্যুৎ ঘাটতিতে বরিশাল অঞ্চলের জনজীবনের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও শিল্প উৎপাদনে বিপর্যয়
জুলাই-আগস্টে হামলা, ভাংচুর ও লুটপাটে চাঁদপুরে ৪ মামলায় ৩৬ জন আটক
সমাপনী বক্তব্যে যে বার্তা দিলেন হ্যারিস ও ট্রাম্প
মানিকগঞ্জে সমিতির সদস্যদের নামে মামলা করায় এনজিও’র ম্যানেজারকে মারধর
জাবিতে ‘ক্যাম্পাসে আমিও জিততে চাই’ ক্যাম্পেইন অনুষ্ঠিত
পতিত সরকারের কৃষিমন্ত্রী আব্দুস শহীদের বাসা থেকে বিদেশি মুদ্রাসহ ৩ কোটি টাকা জব্দ
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সবুজসহ ৪ আ.লীগ নেতা গ্রেফতার
শ্যামপুর থানা ছাত্রলীগের সভাপতিকে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার
মুল্ডার-মুতুসামি জুটিও ১০০ ছাড়াল
সাতক্ষীরায় মারধরে সাবেক ইউপি চেয়ারম্যান নিহত
টর্চার সেলে বন্দী করে শিবচরে মাদ্রাসা শিক্ষককে নির্যাতন
মোদির নেতৃত্বে ভারত বিশ্ব শান্তির জন্য হুমকি
হাসিনার ‘ফ্যাসিস্ট পার্টি'র দেশে কোনো জায়গা নেই : ড. ইউনূস
খুলনার রূপসায় অস্ত্র, মাদকসহ ৪ ডাকাত আটক
'যাত্রী' নিয়ে ফের বড় পর্দায় ফিরতে যাচ্ছেন অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী
আশুলিয়ায় ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার, ৭টি গরুসহ ট্রাক উদ্ধার
মানবাধিকার প্রতিষ্ঠার নামে বিদেশী শক্তির এজেন্ডা বাস্তবায়ন জনগণ মেনে নিবে না : খেলাফত আন্দোলন
ইসরাইলি হামলায় গত ১ বছরে লেবাননে নিহত ২৭৯২ : স্বাস্থ্য মন্ত্রণালয়
‘ন্যাশনাল মেরিটাইম পোর্ট স্ট্র্যাটেজি’ প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে সরকার: নৌপরিবহন উপদেষ্টা