ঢাকা   বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ | ১৫ কার্তিক ১৪৩১

লিমার বায়ুদূষণ মোকাবিলায় ফগ ক্যাচার

Daily Inqilab অনলাইন ডেস্ক

৩০ মে ২০২৪, ০৩:২৩ পিএম | আপডেট: ৩০ মে ২০২৪, ০৩:২৩ পিএম

 

 

 

দক্ষিণ আমেরিকার দেশ পেরুর রাজধানী লিমা বায়ু দূষণের সমস্যায় জর্জরিত। কয়েক শতাব্দী ধরে বন নিধন, বসতি ও শিল্পের লাগামহীন প্রসার পরিস্থিতির অবনতি ঘটিয়ে চলেছে। বিচ্ছিন্ন কিছু উদ্যোগের মাধ্যমে কিছু উন্নতির চেষ্টা চলছে।

 

সিঁড়ি ভাঙার মতো দৈনন্দিন কাজ করতেও পেদ্রো মাতাকে বেশ বেগ পেতে হয়। ৭৪ বছর বয়সি অবসরপ্রাপ্ত এই মানুষটি লিমা শহরের লাখ লাখ মানুষদের অন্যতম, যারা শ্বাসযন্ত্রের রোগ, তীব্র সংক্রমণ অথবা হার্টের সমস্যায় ভুগছেন। পৌর কর্তৃপক্ষের সূত্র অনুযায়ী সে কারণে প্রতি বছর কয়েকশ মানুষের মৃত্যু ঘটছে। পেরুর রাজধানী শহর বিশাল স্বাস্থ্য সমস্যায় জর্জরিত।

 

পেদ্রো সপ্তাহে একবার চেকআপের জন্য হাসপাতালে যান। সেখানকার চিকিৎসা ও বাড়তি ওষুধের কল্যাণে তার জীবনযাত্রার মানে কিছুটা উন্নতি এসেছে। তার ডাক্তার রেনাটো কাসানোভা বলেন, ‘আমাদের এবং লিমার অন্য হাসপাতালে ঠিক ডন পেদ্রোর মতোই অনেক মানুষ আছেন, যাদের ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ রয়েছে। এ ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো, তাদের মধ্যে অনেকেই কখনো ধূমপান করেন নি, করে থাকলেও সামান্য মাত্রায় করেছেন। অন্যান্য দেশের বেশি মাত্রায় ধূমপান করা মানুষের সঙ্গে তাঁদের অবস্থার মিল রয়েছে। বিভিন্ন গবেষণায় উল্লিখিত এই রোগের সঙ্গে আমরা পরিবেশ দূষণের যোগসূত্র দেখতে পাচ্ছি।’

 

প্রায় এক কোটি জনসংখ্যার শহর হিসেবে লিমা বায়ুদূষণের শিকার হচ্ছে। মূলত পরিবহণ ও শিল্পখাত এই অবস্থার জন্য দায়ী। ফাইন ডাস্ট বা সূক্ষ্ম ধূলিকণার দূষণের মাত্রার বিচারে ২০২২ সালে লিমা ল্যাটিন অ্যামেরিকায় দ্বিতীয় স্থান দখল করেছিল। প্রথম স্থানে ছিল চিলের সান্তিয়াগো শহর। কিন্তু সরকারি উদ্যোগে বাতাসের মান পরিমাপ অপর্যাপ্ত হওয়ার কারণে অনুমান করা হচ্ছে, যে বাস্তবে বায়ু দূষণের মাত্রা আসলে অনেক বেশি।

 

পেরুর ‘কাইরা’ নামের কোম্পানি এর সমাধানসূত্র খুঁজছে। লিমা শহরের বায়ু দূষণ সংক্রান্ত তথ্য সবার নাগালে আনার লক্ষ্যে তারা সস্তার পরিমাপ যন্ত্র ও এক ডিজিটাল টুল সৃষ্টি করেছে। কোম্পানির প্রতিনিধি মোনিকা আবার্কা জানালেন, ‘আমরা এখন লিমার উপর জুম করলে এমন তথ্য পাবো, যা নজরদারি নেটওয়ার্কে সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। সবুজের অর্থ ভালো, হলুদ মানে মাঝামাঝি অবস্থা এবং কমলা ও লাল রং খারাপ অবস্থা দেখাচ্ছে। দুই দশমিক পাঁচ সবচেয়ে খারাপ পরিমাপ। এর অর্থ আড়াই মাইক্রোমিটার বস্তুকণা। সেটাই সবচেয়ে খারাপ। এ ক্ষেত্রে অতি ক্ষুদ্র কণা শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে। তার একটা অংশ রক্ত সঞ্চালনের মধ্যে নিজস্ব স্থান করে নেয়।’

 

এই সব তথ্যের ভিত্তিতে পৌর কর্তৃপক্ষ সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় নির্গমন কমাতে উপযুক্ত পদক্ষেপ নিতে পারছে। তবে লাখ লাখ মানুষের এই শহরে এমন পদক্ষেপ অতি সামান্য উন্নতি আনতে পারছে। বহু বছর ধরে পরিবেশ অ্যাক্টিভিস্টরা নিজস্ব উদ্যোগে লিমা শহরের আশেপাশের টিলার উপর বৃক্ষরোপণ করে চলেছেন। একদিকে প্রশান্ত মহাসাগর, অন্যদিকে পাহাড়ি টিলা। সেগুলিই লিমার একমাত্র ‘প্রাকৃতিক’ সীমা। ধুলিকণা ও ভাসমান পদার্থ টেনে নিয়ে গাছপালা বাতাসের মানের উন্নতির ক্ষেত্রে অবদান রাখছে। সেইসঙ্গে আরেকটি উদ্যোগও নজর কাড়ছে।

 

এক ফগ ক্যাচার নেটওয়ার্কের সাহায্যে পরিবেশ সংরক্ষণকারীরা শীতকালীন কুয়াসা থেকে পানি সংগ্রহ করছেন। পরিবেশ অ্যাক্টিভিস্ট হিসেবে নোয়ে নেইরা টক্টো জানালেন, ‘এই পানি একেবারেই স্বচ্ছ। এই পানি আমরা এটির মতোই অন্যান্য জলাধারে পাঠিয়ে দেই এবং ড্রিপ ইরিগেশনের কাজে ব্যবহার করি।’ লিমার ‘সবুজ ফুসফুস' ৪০০ বছর ধরে বননিধনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শহরের উপকণ্ঠে একের পর এক নতুন বসতি বা শিল্প গড়ে উঠছে। কয়েক শতাব্দী ধরে তিলে তিলে গাছ কাটার ফলে শহরের স্বাস্থ্যের উপর কুপ্রভাব পড়ছে।

 

পুনর্বনায়নের মাধ্যমে ভূমিক্ষয় মোকাবিলা ও লিমা শহরের ক্ষতি আপাতত কিছুটা সামাল দেওয়া গেলেও বিজ্ঞানীদের মতে, সেই উদ্যোগ যথেষ্ট নয়। এর ফলে অতি সামান্য সুফল পাওয়া যেতে পারে। জীববিজ্ঞানী হিসেবে ডানিয়েল ভালে বাস্তো মনে করেন, ‘পেরু গোটা বিশ্বের নির্গমনের শূন্য দশমিক আট শতাংশের জন্য দায়ী। কোনো একদিন যদি আপনি বলেন, যে লিমায় একেবারে কোনো গ্যাস বা ক্ষতিকর পদার্থের নির্গমন ঘটছে না, তা সত্ত্বেও গ্রহের দূষণ কিন্তু চলতেই থাকবে। আমরা একা পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন বন্ধ করতে পারবো না। তবে যারা এর ফলে ভুগছেন, তাদের মধ্যে আমরা অবশ্যই থাকবো।’

 

পেদ্রো নিজের ব্যথা কমাতে পেরেছেন। ডাক্তারের সহায়তায় তিনি এখন নিজের পাড়ার মধ্যে কিছুটা হাঁটাচলা করতে পারেন। কিছুটা স্বাধীনতা ফিরে পেয়ে তার মনে বেঁচে থাকার ইচ্ছাও একটু বাড়ছে। বাতাসের ভয়ংকর মানের কারণে ভোগা শহরটির জন্য কিছুটা আশার আলো দেখা যাচ্ছে।


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

নাটোরের গুরুদাসপুরে স্ত্রীকে হত্যা মামলায় স্বামীকে মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত

নাটোরের গুরুদাসপুরে স্ত্রীকে হত্যা মামলায় স্বামীকে মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত

সওদী আরবে সড়ক দূর্ঘটনায় নিহত রেমিটেন্সযোদ্ধা আবদুর রহিম রনির লাশ এক মাস পর দেশে আনার পর দাফন

সওদী আরবে সড়ক দূর্ঘটনায় নিহত রেমিটেন্সযোদ্ধা আবদুর রহিম রনির লাশ এক মাস পর দেশে আনার পর দাফন

বিডার বিজনেস ডেভেলপমেন্ট প্রধান হলেন নাহিয়ান রহমান রোচি

বিডার বিজনেস ডেভেলপমেন্ট প্রধান হলেন নাহিয়ান রহমান রোচি

স্পেনে ভারী বর্ষণে আকস্মিক বন্যা, জনজীবন বিপর্যস্ত

স্পেনে ভারী বর্ষণে আকস্মিক বন্যা, জনজীবন বিপর্যস্ত

জাগপার নতুন সভাপতি লুৎফর, সাধারণ সম্পাদক রিয়াজ

জাগপার নতুন সভাপতি লুৎফর, সাধারণ সম্পাদক রিয়াজ

চাহিদার অর্ধেক বিদ্যুৎ ঘাটতিতে বরিশাল অঞ্চলের জনজীবনের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও শিল্প উৎপাদনে বিপর্যয়

চাহিদার অর্ধেক বিদ্যুৎ ঘাটতিতে বরিশাল অঞ্চলের জনজীবনের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও শিল্প উৎপাদনে বিপর্যয়

জুলাই-আগস্টে হামলা, ভাংচুর ও লুটপাটে চাঁদপুরে ৪ মামলায় ৩৬ জন আটক

জুলাই-আগস্টে হামলা, ভাংচুর ও লুটপাটে চাঁদপুরে ৪ মামলায় ৩৬ জন আটক

সমাপনী বক্তব্যে যে বার্তা দিলেন হ্যারিস ও ট্রাম্প

সমাপনী বক্তব্যে যে বার্তা দিলেন হ্যারিস ও ট্রাম্প

মানিকগঞ্জে সমিতির সদস্যদের নামে মামলা করায় এনজিও’র ম্যানেজারকে মারধর

মানিকগঞ্জে সমিতির সদস্যদের নামে মামলা করায় এনজিও’র ম্যানেজারকে মারধর

জাবিতে ‘ক্যাম্পাসে আমিও জিততে চাই’ ক্যাম্পেইন অনুষ্ঠিত

জাবিতে ‘ক্যাম্পাসে আমিও জিততে চাই’ ক্যাম্পেইন অনুষ্ঠিত

পতিত সরকারের কৃষিমন্ত্রী আব্দুস শহীদের বাসা থেকে বিদেশি মুদ্রাসহ ৩ কোটি টাকা জব্দ

পতিত সরকারের কৃষিমন্ত্রী আব্দুস শহীদের বাসা থেকে বিদেশি মুদ্রাসহ ৩ কোটি টাকা জব্দ

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সবুজসহ ৪ আ.লীগ নেতা গ্রেফতার

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সবুজসহ ৪ আ.লীগ নেতা গ্রেফতার

শ্যামপুর থানা ছাত্রলীগের সভাপতিকে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার

শ্যামপুর থানা ছাত্রলীগের সভাপতিকে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার

মুল্ডার-মুতুসামি জুটিও ১০০ ছাড়াল

মুল্ডার-মুতুসামি জুটিও ১০০ ছাড়াল

সাতক্ষীরায় মারধরে সাবেক ইউপি চেয়ারম্যান নিহত

সাতক্ষীরায় মারধরে সাবেক ইউপি চেয়ারম্যান নিহত

টর্চার সেলে বন্দী করে শিবচরে মাদ্রাসা শিক্ষককে নির্যাতন

টর্চার সেলে বন্দী করে শিবচরে মাদ্রাসা শিক্ষককে নির্যাতন

মোদির নেতৃত্বে ভারত বিশ্ব শান্তির জন্য হুমকি

মোদির নেতৃত্বে ভারত বিশ্ব শান্তির জন্য হুমকি

হাসিনার ‘ফ্যাসিস্ট পার্টি'র দেশে কোনো জায়গা নেই : ড. ইউনূস

হাসিনার ‘ফ্যাসিস্ট পার্টি'র দেশে কোনো জায়গা নেই : ড. ইউনূস

খুলনার রূপসায় অস্ত্র, মাদকসহ ৪ ডাকাত আটক

খুলনার রূপসায় অস্ত্র, মাদকসহ ৪ ডাকাত আটক

'যাত্রী' নিয়ে ফের বড় পর্দায় ফিরতে যাচ্ছেন অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী

'যাত্রী' নিয়ে ফের বড় পর্দায় ফিরতে যাচ্ছেন অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী