১৪ বিচ্ছিন্নতাবাদীকে দোষী সাব্যস্ত করল হংকঙের আদালত
৩১ মে ২০২৪, ০২:৫১ পিএম | আপডেট: ৩১ মে ২০২৪, ০২:৫১ পিএম
বেইজিংয়ের আরোপ করা জাতীয় নিরাপত্তা আইনের বিরুদ্ধে হংকং মুখর হয়েছিল বিচ্ছিন্নতাবাদীদের প্রতিবাদে। সেই আন্দোলনে অংশ নেয়া ১৪জন আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন। বাকি দুই অভিযুক্ত নির্দোষ প্রমাণিত হয়েছেন। বৃহস্পতিবার হংকঙের উচ্চ আদালত ১৪জনকে ‘নাশকতার' মামলায় দোষী সাব্যস্ত করে।
দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য লিয়ুং কুয়োক-হুং, লাম চিউক-টিং, হেলেনা উয়োং ও রেমন্ড চান। দুজন সাবেক জেলা কাউন্সিলর লি ইয়ুয়ে-শুন ও লরেন্স লাউ নির্দোষ প্রমাণিত হন। ২০২১ সালে, ‘হংকং ৪৭' নামে পরিচিত এমন ৪৭জন বিক্ষোভকারী ও অ্যাক্টিভিস্টকে জাতীয় নিরাপত্তা আইনের আওতায় ‘বিদ্রোহের চক্রান্ত' বিষয়ক ধারায় অভিযুক্ত করা হয়।
এর মধ্যে ১৬জন গোটা মামলা চলাকালীন নিজেদের নির্দোষ দাবি করে আসছিলেন। বাকি ৩১জন তুলনামূলকভাবে হালকা শাস্তির আশায় দোষ স্বীকার করে নেন। দোষী সাব্যস্ত হলেন যারা, তাদের তিন বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে। এ বছরের শেষে সাজা শোনানো হবে বলে ধারণা করা হচ্ছে।
বিচারক অ্যান্ড্রু চ্যান, অ্যালেক্স লি ও জনি চ্যান এক বিবৃতিতে নিজেদের রায়ের সারমর্ম তুলে ধরেন। সেখানে বলা হয়, ‘‘১৪জন অভিযুক্তের লক্ষ্য ছিল ‘একই সাথে মুখ্য আধিকারিক ও সরকারের ক্ষমতা ও কর্তৃত্বের পতন'', যা তাদের মতে, ‘‘হংকঙে একটি সাংবিধানিক সংকট সৃষ্টি করতে পারতো।’’
২০১৯ সালে বেইজিং জাতীয় নিরাপত্তা আইন চালু করার চেষ্টা করলে হংকঙে ব্যাপক আকারে গণ আন্দোলন শুরু হয়। গণতন্ত্রপন্থিদের মতে, এই আইন সেই সব স্বাধীনতায় হস্তক্ষেপ করে, যা ১৯৯৭ সালে ব্রিটিশ কর্তৃত্ব থেকে মুক্ত হবার সময়ে নিশ্চিত করা হয়।
২০২০ সালের জুলাই মাসে নির্বাচনের আগে প্রাথমিকভাবে প্রার্থী বাছাইয়ের একটি প্রস্তাবকে ঘিরে বাড়তে থাকে টানাপোড়েন। সরকারপক্ষের মতে এই প্রস্তাবের সাহায্যে সরকারকে ‘পঙ্গু' করে দিতে চায় এই আন্দোলন। কিন্তু গণতন্ত্রপন্থিরা বলেন যে এটি আসলে শহরের নির্বাচনে সবচেয়ে যোগ্য প্রার্থী বাছাইয়ের সাধারণ প্রচেষ্টা ছিল মাত্র।
এই মামলার দিকে তীক্ষ্ণ নজর রয়েছে আন্তর্জাতিক মহলের। অভিযোগ ওঠে যে এই মামলার কাজে রাজনৈতিক প্রভাব বিস্তারের ছোঁয়া রয়েছে। তা খতিয়ে দেখতে, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের কূটনীতিকরা শুনানির সময়ে সেখানে উপস্থিত ছিলেন। এই পশ্চিমা প্রতিনিধিদের দাবি, অবিলম্বে সকল অভিযুক্তদের মুক্তি দেয়া হোক।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন সেনাপ্রধান
কল্যাণ রাষ্ট্র গঠনে প্রতিশ্রুত নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চাই: সমাজকল্যাণ উপদেষ্টা
তারকাখচিত বরিশালকে উড়িয়ে রংপুরের তিনে তিন
নতুন ছয় লাখ টিসিবি কার্ড বিতরণ করা হবে: বাণিজ্য উপদেষ্টা
সিংগাইরে শীতার্তদের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ
বিস্ফোরক মামলায় নিক্সন চৌধুরীর অন্যতম সহযোগী জব্বার মাস্টার গ্রেপ্তার
২১ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেল রিজার্ভ
সাবেক এমপি কবির উদ্দিন আহমেদ আর নেই
রেকর্ড ৫,৬৩৪ কোটি টাকা পরিচালন মুনাফা সোনালী ব্যাংকের
১৪৮ চিকিৎসককে বিভিন্ন প্রতিষ্ঠানে বদলি
৭ উইকেট ছেলেকে দিলেন তাসকিন
প্রধান উপদেষ্টার রাজবাড়ী সফর স্থগিত
ভিসা সত্যায়নের বেড়াজালে বিপুল সংখ্যক সউদীগামী কর্মী বায়রা নেতৃবৃন্দের সাথে বিএমইটির ডিজি
মোবাইলের ব্যাককভারে প্রিন্ট করা ছবি লাগানো প্রসঙ্গে
প্রেমিকাকে বিয়ে করলেন জনপ্রিয় গায়ক আরমান মালিক
সরকারি দপ্তরে তদবির বন্ধে সচিবদের উদ্দেশে পত্র দিয়ে তথ্য উপদেষ্টার অনন্য দৃষ্টান্ত
ফুলপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৫ পরিবহনকে জরিমানা
গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতায় উৎসবের আমেজ
সাইবার আক্রমণ: আসিফ-সাদিক-হান্নানের ফেসবুক আইডি সচল
গোয়ালন্দে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ উপহার