দেশে ফিরেই গ্রেপ্তার, ৬ জুন পর্যন্ত পুলিশ হেফাজতে ‘মোদীঘনিষ্ট’ এমপি
৩১ মে ২০২৪, ০৮:১৫ পিএম | আপডেট: ৩১ মে ২০২৪, ০৮:১৫ পিএম
দেশে ফেরার সঙ্গে সঙ্গেই তাকে গ্রেপ্তার করেছিল কর্নাটক পুলিশ। এবার ৬ জুন পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হল ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্নাকে। পুলিশ অবশ্য ১৪ দিনের জন্য তাকে হেফাজতে চেয়েছিল।
বৃহস্পতিবার মাঝরাতে কেম্পেগৌড়া বিমানবন্দরে নামেন রেভান্না। সেখানে তাকে গ্রেপ্তার করে তিন মহিলা পুলিশ সদস্যের এক দল। এর পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রুটিন চেক আপ হয় তার। এর পর আদালতে তোলা হয় একাধিক গুরুতর অভিযোগে অভিযুক্ত প্রাক্তন জেডিএস নেতাকে। পুলিশ দুসপ্তাহের জন্য তাকে হেফাজতে চাইলে শেষপর্যন্ত আদালত জানিয়ে দেয়, আপাতত ৬ জুন পর্যন্ত পুলিশ হেফাজতে থাকবেন রেভান্না।
পুলিশ জানিয়েছে, রেভান্নার মোবাইল ফোনটি পরীক্ষা করে তার কণ্ঠস্বরের নমুনা ফরেনসিক তদন্তে পাঠানো হবে। পরে তাঁকে হাসানের বাড়িতেও নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। যদিও তাঁর আইনজীবীদের দাবি ছিল, একদিনের বেশি অভিযুক্তকে পুলিশ হেফাজতে রাখার দরকার পড়বে না। কিন্তু শেষপর্যন্ত আদালত সেই দাবি মানেনি।
প্রজ্জ্বল আদৌ দেশে ফিরবেন কিনা তা নিয়ে সংশয় ছিল। কেননা এর আগে দুবার টিকিট কেটেও তা বাতিল করে দিয়েছেন তিনি। তাই এবারও তেমন কিছু করবেন কিনা, তা নিয়ে জল্পনা ছিল। কিন্তু বৃহস্পতিবার তিনি আগাম জামিনের আবেদন করার পর থেকেই পরিষ্কার হয়ে যায় এবার সম্ভবত তিনি ফিরছেনই। যদিও আদালত তার আবেদন খারিজ করে দিয়েছিল। অবশেষে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার হন রেভান্না।
প্রসঙ্গত, প্রজ্জ্বলের একাধিক অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়েছিল নেটদুনিয়ায়। অভিযোগ ওঠে, তার বাড়ির পরিচারিকাদের টানা তিন বছর ধরে যৌন হেনস্তা করেছেন প্রজ্জ্বল। তদন্ত শুরু হতেই দেশ ছেড়ে পালান তিনি।
প্রজ্বল সাবেক প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতি এবং কর্ণাটকের সাবেক এক মুখ্যমন্ত্রীর ভাগ্নে। প্রজ্বলকে তার দাদা দেবগৌড়াই ফিরে আসার এবং আইনের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছিলেন। এর এক সপ্তাহ পরে বেঙ্গালুরু ফিরে গ্রেপ্তার হলেন প্রজ্বল। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, প্রজ্বলের বিরুদ্ধে বেশ কয়েকজন নারী মোট তিনটি মামলা করেছেন।
বেঙ্গালুরু আসার আগে এই সপ্তাহেই পরিবার, রাজ্যের মানুষ এবং দলীয় কর্মীদের কাছে ক্ষমা চেয়ে একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছিলেন প্রজ্বল। সেখানে তিনি তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোকে মিথ্যা দাবি করে বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে আমি আদালতের মাধ্যমে এসব মিথ্যা মামলা থেকে বেরিয়ে আসবো।’
প্রজ্বলের বাবা কর্ণাটকের সাবেক মন্ত্রী এইচ ডি রেভান্নাকেও এই মামলায় গ্রেপ্তার করা হয়েছিল বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। পরে তিনি জামিনে মুক্তি পেয়েছেন। বাবা ও ছেলে দুজনেরই দাবি, মামলাগুলো তাদের পরিবারের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ।
নির্বাচনের সময় এমন ঘটনা সামনে আসায় দেশজুড়ে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়। রেভান্নাকে দেশ ছাড়ার অনুমতি দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সরকারের সমালোচনা করে বিরোধীরা। এর জবাবে এক টেলিভিশন সাক্ষাৎকারে দোষীদের বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা নেয়া উচিত’ বলে মন্তব্যে করেন মোদী। সূত্র: রয়টার্স, আনন্দবাজার।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
শেরপুরে ডিসি লেকে ফের চালু হলো প্যাডেল বোট
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সাংবাদিক ডালিমের লেখা বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধান বিচারপতি
জুলাই অভ্যুত্থানে আহত বিএসএমএমইউতে চিকিৎসাধীনদের আন্দোলন : সারজিসের আশ্বাসে অবরোধ প্রত্যাহার
৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দনিয়া কলেজ ছাত্রদলের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন সেনাপ্রধান
কল্যাণ রাষ্ট্র গঠনে প্রতিশ্রুত নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চাই: সমাজকল্যাণ উপদেষ্টা
তারকাখচিত বরিশালকে উড়িয়ে রংপুরের তিনে তিন
নতুন ছয় লাখ টিসিবি কার্ড বিতরণ করা হবে: বাণিজ্য উপদেষ্টা
সিংগাইরে শীতার্তদের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ
বিস্ফোরক মামলায় নিক্সন চৌধুরীর অন্যতম সহযোগী জব্বার মাস্টার গ্রেপ্তার
২১ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেল রিজার্ভ
সাবেক এমপি কবির উদ্দিন আহমেদ আর নেই
রেকর্ড ৫,৬৩৪ কোটি টাকা পরিচালন মুনাফা সোনালী ব্যাংকের
১৪৮ চিকিৎসককে বিভিন্ন প্রতিষ্ঠানে বদলি
৭ উইকেট ছেলেকে দিলেন তাসকিন
প্রধান উপদেষ্টার রাজবাড়ী সফর স্থগিত
ভিসা সত্যায়নের বেড়াজালে বিপুল সংখ্যক সউদীগামী কর্মী বায়রা নেতৃবৃন্দের সাথে বিএমইটির ডিজি
মোবাইলের ব্যাককভারে প্রিন্ট করা ছবি লাগানো প্রসঙ্গে
প্রেমিকাকে বিয়ে করলেন জনপ্রিয় গায়ক আরমান মালিক
সরকারি দপ্তরে তদবির বন্ধে সচিবদের উদ্দেশে পত্র দিয়ে তথ্য উপদেষ্টার অনন্য দৃষ্টান্ত