হজকে যেভাবে পরিবেশবান্ধব করছে সৌদি আরব
১৬ জুন ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১৬ জুন ২০২৪, ১২:০৪ এএম
প্রত্যেক বছর প্রায় ২০ লাখ মানুষ হজ করছেন। কিন্তু একসঙ্গে এতো মানুষের উপস্থিতি পরিবেশের ওপর চাপ তৈরি করে। বিশেষ করে বর্জ্য, পানি ও জ্বালানি ব্যবহারের মাধ্যমে। তাছাড়া রয়েছে কার্বন নিঃসরণ। এ জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। যেমন বর্জ্য কমানোর জন্য হজযাত্রীদের উৎসাহিত করা হচ্ছে, যে কোনো কিছু ব্যবহারের ক্ষেত্রে বিচক্ষণ হওয়ার বার্তা দেওয়া হয়েছে। মূলত হজ পালনের সময় সামগ্রিকভাবে কার্বন নিঃসরণ কমানোর কথা বলা হয়েছে সৌদি সরকারের বিভিন্ন সংস্থা বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে সমন্বয় করছে ও পরিবেশ সম্মত সচেতনতা বাড়াতে কাজ করছে। বিশেষ করে এসব বর্জ্য যাতে পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলতে না পারে সে ব্যাপারে নজর রাখছে।
দেশটির বর্জ্য ব্যবস্থাপনা সেন্টার সামাজিক যোগাযোগ-মাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছে, পৃথিবীর পবিত্রতম স্থানগুলোর পরিবেশ রক্ষার জন্য সমন্বিত প্রচেষ্টার অংশ হিসেবে এমডব্লিউএএন পরিদর্শন দলগুলো নিরাপদ বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষে নজর রাখছে। এর দলগুলো মে মাসে মক্কা ও মদিনাজুড়ে বর্জ্য ব্যবস্থাপনা সেক্টরের ৪৯টি অপারেশনাল সুবিধা পরিদর্শন করেছে। মূলত বর্জ্য ব্যবস্থাপনার নিয়মাবলী কার্যকর করতে এই পদক্ষেপ নেয় তারা। এমডব্লিউএএন হজযাত্রীদের সেবা, প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার, জনস্বাস্থ্য ও পরিবেশগত স্থায়িত্বকে প্রমোট করতে বেশ কয়েকটি উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে। ন্যাশনাল সেন্টার ফর এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স তথ্য সংগ্রহ ও হজ মৌসুমের আগে, চলাকালীন ও পরে বায়ুর গুণমান পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেন্দ্রের মুখপাত্র সাদ আল-মাতরাফি বলেন, প্রাপ্ত পরিসংখ্যানগুলো সরাসরি কেন্দ্রীয় মনিটরিং স্টেশনে পাঠানো হয়, জাতীয় বিশেষজ্ঞরা সেগুলো বিশ্লেষণ করে এবং হজ কমিটিকে প্রতিবেদন দেয়। এরপর হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেয় মাঠ পর্যায়ের কমিটি। পরিবেশের যে সব নিয়মনীতি ও মান রয়েছে তা ঠিকভাবে মানা হচ্ছে কি না সেটাও খতিয়ে দেখে কেন্দ্র। হজ অপারেশন রুমের প্রধান মোহাম্মদ আম্মার আমীন বলেন, এই বছরের অপারেশনাল পরিকল্পনার প্রথম পর্যায়ের কাজ সম্পন্ন হয়েছে। এরমধ্যে রয়েছে স্বাস্থ্য, পৌরসভা, শিল্প, কৃষি, জ্বালানি স্টেশন ও হজ যাত্রীদের ব্যবহৃত রাস্তাগুলোর সাইট ও সুবিধাগুলো পরিদর্শন। আমীন বলেন, সাইট পরিদর্শনে গিয়ে যেসব অনিয়ম পাওয়া গেছে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। হজ শুরুর আগে পরিবেশে ঠিক রাখতে এসব পদক্ষেপ নেওয়া হয়। এদিকে প্রচণ্ড গরমের ঘটনায় আবহাওয়ার অবস্থা পর্যবেক্ষণ করছে ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি পরিবেশগত বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে এরই মধ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে স্মার্ট সিটি, বিকল্প এনার্জির উৎসের সঙ্গে খাপ খাওয়া, রিসাইক্লিংয়ে উৎসাহিত ও পরিবেশ বান্ধব পরিবহন সুবিধা। এসব টেকসই উদ্যোগের সঙ্গে মানিয়ে নিয়ে পরিবেশ বান্ধব হজ ও পরিবেশের ওপর চাপ কমাতে অবদান রাখতে পারে হজযাত্রীরা।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
দলীয় নির্দেশনা অমান্য করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা : যুবদল সভাপতি
ইউসিমাস জাতীয় ম্যাথ প্রতিযোগিতায় পুরস্কার পেল বগুড়ার ১২ শিক্ষার্থী
ডিজেল ও কেরোসিনের দাম কমাল সরকার
বাসযোগ্য শহর গড়তে যুবকদের এগিয়ে আসার আহ্বান পরিবেশ উপদেষ্টার
ছাত্র-জনতার ফ্যাসিবাদ বিরোধী মিছিলে হামলার জেরে জাতীয় পার্টির কার্যালয়ে আগুন-ভাঙচুর
বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আদর্শিক ছাত্র জনতার ভূমিকা রাখতে হবে -মাওলানা ইমতিয়াজ আলম
রাজবাড়ীতে পুলিশে চাকুরী দেওয়ার নামে প্রতারনার অভিযোগে আনসার সদস্যসহ ৪জন গ্রেপ্তার
পতিত সরকারের ভূমিমন্ত্রীর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, অনুসন্ধান শুরু করেছে সিআইডি
কালিয়াকৈরে বিএনপি নেতা সাইয়েদুল আলম বাবুলকে সংবর্ধনা
পিএসসি’র আরও ৫ সদস্য নিয়োগ
জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খোলার বিতর্কিত সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করুন
বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে আসছেন সাফজয়ী নারী দল
ডুয়েটে ‘হাই ইমপ্যাক্ট রিসার্চ, ইন্টারন্যাশনাল কোলাবোরেশন অ্যান্ড রিসার্চ স্ট্র্যাটেজিস্’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
সেনবাগে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুল ওহাব কমান্ডরের দাফন সম্পন্ন
এস আলম, রামপাল ও পায়রা উৎপাদন কমালো
ভারতে `জয় শ্রী রাম’ বলতে বলায় মুসলিম মহিলার খাবার খেতে অস্বীকৃতি!
তূণমূল নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে এসেছে দেশের স্বাধীনতা : সিলেট মহানগর বিএনপি সেক্রেটারী ইমদাদ চৌধুরী
রেঞ্জ কর্মকর্তার (এসিএফ) বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে শরণখোলায় সুন্দরবনের জেলে মৎস্যজীবিদের মানববন্ধন
সায়মা ওয়াজেদের সাথে কাজ করতে চায় না অন্তর্বর্তী সরকার
ফ্যাসিবাদ হাসিনা গত ১৫ বছরে দেশটাকে তার পৈত্রিক সম্পত্তি মনে করেছিল -আমতলীতে ভিপি নুরুল হক নুর