নেপালে যে কারণে সরকারের পতন অনিবার্য হয়ে উঠেছে

Daily Inqilab অনলাইন ডেস্ক

০৫ জুলাই ২০২৪, ১২:৫৫ পিএম | আপডেট: ০৫ জুলাই ২০২৪, ১২:৫৫ পিএম

নেপালে সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির দল কমিউনিস্ট পার্টি অব নেপাল (সংযুক্ত মার্কসবাদী-লেনিনবাদী) বা সিপিএন ইউএমএল জোট বদল করে নেপালি কংগ্রেসের সঙ্গে হাত মেলানোর ফলে সে দেশে মাওবাদী নেতা পুষ্প কমল দাহাল ওরফে প্রচণ্ডর সরকারের পতন এখন সময়ের অপেক্ষা।

 

সিপিএন ইউএমএলের সমর্থন নিয়েই এতদিন সরকার চালাচ্ছিলেন মাওবাদী পার্টির নেতা দাহাল। কিন্তু এখন ওলির দল সেই সমর্থন প্রত্যাহার করে নিয়ে নেপালি কংগ্রেসের সঙ্গে নতুন জোট গড়ার ঘোষণা দিয়েছে। সিপিএন ইউএমএলের উপ মহাসচিব ও দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ ঝাবালি নতুন জোট গড়ার কারণ হিসাবে জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী গত এক মাস ধরেই নেপালি কংগ্রেসের সঙ্গে জাতীয় স্তরের একটি জোট গড়ার জন্য আলোচনা চালাচ্ছিলেন। অবিশ্বাসের পরিবেশটা সেখান থেকেই তৈরি হয়।’

 

‘নেপালি কংগ্রেস যখন প্রচণ্ডর প্রস্তাব খারিজ করে দেয়, তারপরে আমরা নেপালি কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে আলোচনা শুরু করি,’ জানান তিনি। নেপালের ২৭৫ আসনের ‘প্রতিনিধি সভা’ বা পার্লামেন্টে দাহালের নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টি অফ নেপাল (মাওবাদী সেন্টার) দলটির মাত্র ৩২জন সদস্য আছেন। অন্যদিকে কে পি শর্মা ওলির নেতৃত্বাধীন সিপিএন ইউএমএল দলটির হাতে আছে ৭৮টি আসন।

 

প্রচন্ড কি আদৌ পদত্যাগ করবেন?

দাহালের মাওবাদী পার্টি ও নেপালি কংগ্রেস ২০২২ সালের সাধারণ নির্বাচনের জোট বেঁধে লড়াই করেছিল। সেই ভোটে নেপালি কংগ্রেস ৮৯টি আসনে জিতে একক সর্ববৃহৎ দল হয়েছিল। এখন নেপালি কংগ্রেসের সঙ্গে ওলির সিপিএন ইউএমএল জোট গড়ায় দাহালের সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। তার পদত্যাগ এখন সময়ের অপেক্ষা। ওলির দলের যে আটজন মন্ত্রী আছেন দাহালের ক্যাবিনেটে, তাদের সবাইকে পদত্যাগ করতে ইতিমধ্যেই নির্দেশ দেয়া হয়েছে।

 

পরবর্তী সরকার গড়ার জন্য নেপালি কংগ্রেসের সঙ্গে সিপিএন ইউএমএলের সমঝোতা অনুযায়ী প্রথমে ওলি প্রধানমন্ত্রী হবেন আর পরের পর্যায়ে নেপালি কংগ্রেসের শের বাহাদুর দেউবা বসবেন প্রধানমন্ত্রীর চেয়ারে। নেপালের সংবিধান বিশেষজ্ঞরা বলছেন সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহারের চিঠি যেদিন সচিবালয়ে জমা দেবে সিপিএন ইউএমএল, সেদিন থেকে এক মাসের মধ্যে নতুন সরকার গড়তে হবে।

 

যদিও বাস্তব পরিস্থিতি যা দাঁড়িয়েছে, তাতে আরও আগেই নতুন সরকার গড়া সম্পূর্ণ হয়ে যেতে পারে। কিন্তু তার জন্য দাহালকে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হবে। তবে দাহাল পদত্যাগ না করে পার্লামেন্টে আস্থাভোট নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আস্থা ভোট নেয়ার জন্য সংবিধান অনুযায়ী সব থেকে বেশি যতটা সময় পাওয়া যেতে পারে, পুষ্প কমল দাহাল ‘প্রচণ্ড’ ততদিন পর্যন্ত অপেক্ষা না করেই আস্থাভোটের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন।

 

নেপালের সংবিধান বিশেষজ্ঞ ও নেপালি কংগ্রেসের প্রাক্তন নেতা রাধেশ্যাম অধিকারী বলেছেন, “ওলির ইউএমএল দল সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহারের নোটিশ দেয়ার দিন থেকে ৩০ দিন গোনা শুরু হয়ে যাবে। তবে দাহাল আগেও পদত্যাগ করতে পারেন।” নেপালি কংগ্রেস ও সিপিএন ইউএমএলের মধ্যে সমঝোতা নিয়ে রাজনৈতিক শিবিরের মতামত দুভাগে বিভক্ত হয়ে গেছে।

 

এর একটা কারণ এই দুটি দলই একে অপরের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিল আর এখন তারা সরকার গড়ার জন্য সমঝোতা করছে। একদিকে নেপালি কংগ্রেস সে দেশের পার্লামেন্টে সবথেকে বড় দল আর সিপিএন ইউএমএল রয়েছে দুই নম্বরে। নেপালি কংগ্রেসের মুখপাত্র প্রকাশ শরণ মাহাত বলছেন, “দুই বড় রাজনৈতিক দল একজোট হয়ে সরকার গড়ার সিদ্ধান্ত নিয়েছে, তাই প্রধানমন্ত্রীর উচিত এখন তার চেয়ার ছেড়ে সরে যাওয়া।" "নতুন জোটের প্রতি আরও বেশ কিছু সংগঠন তাদের সমর্থন জানিয়েছে। আমরাও প্রচণ্ডকে পদত্যাগ করার পরামর্শ দিয়েছি", তিনি জানান।

 

সরকার কি বৈধ?

মাওবাদীদের ঘনিষ্ঠ বলে পরিচিত এক সিনিয়র আইনজীবীও বলছেন যে, যদিও সংবিধান অনুযায়ী আরও এক মাস দাহাল প্রধানমন্ত্রী পদে থেকে যেতে পারবেন, তবে পদ আঁকড়িয়ে থাকাটা অনৈতিক। মাওবাদী পার্টির সাবেক সংসদ সদস্য ওই সিনিয়র আইনজীবী রাম নারায়ণ বিদারির কথায়, ‘আপনি যদি ব্যক্তিগতভাবে আমার মতামত জানতে চান তাহলে আমি বলব প্রধানমন্ত্রীর আগেই পদত্যাগ করা উচিত, কারণ আস্থা ভোটে জেতার মতো সমর্থন তার কোনও ভাবেই নেই।’

 

আবার নেপালি কংগ্রেসের এক প্রাক্তন নেতা ও সংবিধান বিশেষজ্ঞ বিবিসিকে বলছেন, ‘পার্লামেন্টের সবথেকে বড় দুটি দল যখন একসঙ্গে ঘোষণা দিয়েছে যে তারা সরকার গঠন করবে, তখনই তো বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা শেষ হয়ে গেছে।’

 

নেপালে নানা সময়ে নানা সমীকরণ

গত পার্লামেন্ট নির্বাচনের পরে ২০২২ সালে প্রথমে মনে করা হয়েছিল যে নেপালি কংগ্রেসের নেতা শের বাহাদুর দেউবাই প্রধানমন্ত্রী হবেন। কিন্তু সরকার গঠনের চূড়ান্ত পর্যায়ে প্রচণ্ড খেলা ঘুরিয়ে দেন। তিনি চেয়েছিলেন যে, নেপালি কংগ্রেস তাকেই প্রধানমন্ত্রী হিসাবে ঘোষণা করুক, কিন্তু প্রথমে তার সেই দাবি মানা হয় নি। যদিও প্রচণ্ডর সমর্থন নিয়েই ২০২১ সালের জুন মাসে দেউবা প্রধানমন্ত্রী হয়েছিলেন।

 

এরও আগে, ২০১৭ সালের নভেম্বরের নির্বাচনে কেপি শর্মা ওলির সিপিএন ইউএমএল আর প্রচণ্ডর মাওবাদী কমিউনিস্ট পার্টি জোট বেঁধে ভোটে লড়েছিল। এর পরে, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী হওয়ার কিছুদিনের মধ্যেই প্রচণ্ডর দল ও ওলির দল মিশে গিয়ে নেপাল কমিউনিস্ট পার্টি গঠন করেছিল। পার্লামেন্টে সদ্য গঠিত এই দলটির দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা ছিল। কিন্তু ওলি আর প্রচন্ডর ঐক্য বেশিদিন টেঁকে নি।

 

দুটি দল মিশে যাওয়ার সময়ে ঠিক করা হয়েছিল যে ওলি আর প্রচণ্ড একেকজন আড়াই-আড়াই বছর করে প্রধানমন্ত্রী হবেন। কিন্তু নিজের আড়াই বছরের মেয়াদ পূর্ণ হওয়ার পরেও ওলি পদ ছাড়তে চাননি। এরপরেই দুই শীর্ষ নেতার মধ্যে অঘোষিত এক যুদ্ধ শুরু হয়ে যায় আর ২০২১ সালে পার্লামেন্ট ভেঙ্গে দেয়া হয়। তবে পার্লামেন্ট ভেঙ্গে দেয়ার বিরুদ্ধে রায় দেয় দেশের সুপ্রিম কোর্ট। তারপরেই প্রধানমন্ত্রী হয়েছিলেন শের বাহাদুর দেউবা। ঘটনাচক্রে পুষ্প কমল দাহাল প্রচণ্ড এবং কেপি শর্মা ওলি দুজনেই চীন ঘনিষ্ঠ নেতা বলে পরিচিত।


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ত্রিশ বছর বয়সেই অভিনেতার মৃত্যু

ত্রিশ বছর বয়সেই অভিনেতার মৃত্যু

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে ৫ জনের মৃত্যু

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে ৫ জনের মৃত্যু

নির্বাচনে চরম ভরাডুবি : সপরিবারে যুক্তরাষ্ট্র পাড়ি জমাচ্ছেন ঋষি সুনাক

নির্বাচনে চরম ভরাডুবি : সপরিবারে যুক্তরাষ্ট্র পাড়ি জমাচ্ছেন ঋষি সুনাক

চৌদ্দগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

চৌদ্দগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

নিজস্ব মুদ্রায় বাণিজ্যের লক্ষ্যে ইরান ও রাশিয়ার মধ্যে প্রথম আর্থিক চুক্তি সই

নিজস্ব মুদ্রায় বাণিজ্যের লক্ষ্যে ইরান ও রাশিয়ার মধ্যে প্রথম আর্থিক চুক্তি সই

চার দিনের সফরে আজ বেইজিং যাচ্ছেন প্রধানমন্ত্রী

চার দিনের সফরে আজ বেইজিং যাচ্ছেন প্রধানমন্ত্রী

ইসরাইলের চার সামরিক ঘাঁটিতে হামলা হিজবুল্লাহর

ইসরাইলের চার সামরিক ঘাঁটিতে হামলা হিজবুল্লাহর

রাফাহতে ইসরাইলি মেজর নিহত

রাফাহতে ইসরাইলি মেজর নিহত

উরুগুয়েতে নার্সিং হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০

উরুগুয়েতে নার্সিং হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০

ইউরো ২০২৪ কি পরিবেশবান্ধব হতে পারবে?

ইউরো ২০২৪ কি পরিবেশবান্ধব হতে পারবে?

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় ফ্রান্স-বাংলাদেশ অভিযোজন চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে : পরিবেশমন্ত্রী

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় ফ্রান্স-বাংলাদেশ অভিযোজন চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে : পরিবেশমন্ত্রী

প্রধানমন্ত্রীর চীন সফর ২০ সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা, উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা

প্রধানমন্ত্রীর চীন সফর ২০ সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা, উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা

ফিলিস্তিনিদের গ্যাস সম্পদ দখলের ইসরাইলি ষড়যন্ত্র

ফিলিস্তিনিদের গ্যাস সম্পদ দখলের ইসরাইলি ষড়যন্ত্র

চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২২২.৪ বিলিয়ন মার্কিন ডলার

চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২২২.৪ বিলিয়ন মার্কিন ডলার

নতুন ১৭ হাজার ১৮৭ সদস্য বাংলাদেশ সোসাইটির আয় সাড়ে ৩ লাখ ডলার

নতুন ১৭ হাজার ১৮৭ সদস্য বাংলাদেশ সোসাইটির আয় সাড়ে ৩ লাখ ডলার

ইসরাইলি হামলায় গাজার উপমন্ত্রী নিহত

ইসরাইলি হামলায় গাজার উপমন্ত্রী নিহত

ফের অসুস্থ হওয়ায় গভীর রাতে হাসপাতালে ভর্তি খালেদা জিয়াকে

ফের অসুস্থ হওয়ায় গভীর রাতে হাসপাতালে ভর্তি খালেদা জিয়াকে

‘ইতিহাস গড়ে’ এক হ্যাকারই ফাঁস করল ১০ বিলিয়ন পাসওয়ার্ড!

‘ইতিহাস গড়ে’ এক হ্যাকারই ফাঁস করল ১০ বিলিয়ন পাসওয়ার্ড!

পরকীয়া করতে গিয়ে গণধোলাই খেলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

পরকীয়া করতে গিয়ে গণধোলাই খেলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

নাফনদীতে কাকড়া শিকারে গিয়ে মাইন বিস্ফোরণে নিহত -১,আহত-২

নাফনদীতে কাকড়া শিকারে গিয়ে মাইন বিস্ফোরণে নিহত -১,আহত-২