মুসলিম মহিলারাও খোরপোশ চাইতে পারেন, জানাল ভারতের সুপ্রিম কোর্ট
১০ জুলাই ২০২৪, ০৩:১১ পিএম | আপডেট: ১০ জুলাই ২০২৪, ০৩:১১ পিএম

বিবাহবিচ্ছেদ হলে হিন্দু মহিলাদের মতোই মুসলিম মহিলারাও স্বামীর কাছে খোরপোশ দাবি করতে পারবেন। এমনটাই জানাল ভারতের সুপ্রিম কোর্ট। বুধবার বিচারপতি বি ভি নাগারত্ন ও বিচারপতি অগাস্টাইন জর্জ মাসিহর বেঞ্চ এই রায় দিয়েছে। এদিনের রায়কে ‘ঐতিহাসিক’ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এই মামলায় জমা পড়া এক পিটিশন এদিন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।
জানা গিয়েছে, এক মুসলিম ব্যক্তি ডিভোর্সের পর স্ত্রীকে খোরপোশ দিতে চাননি। পারিবারিক আদালত তাকে মাসিক খোরপোশ দেয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু তিনি আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করে তিনি দ্বারস্থ হন তেলেঙ্গানার হাই কোর্টের। উচ্চ আদালতও একই রায় দিলে তিনি পিটিশন জমা দেন সুপ্রিম কোর্টে। কিন্তু শীর্ষ আদালতেও সেই পিটিশনকে খারিজ করে দেয়া হয়েছে। আর এর পরই বিচারপতিরা জানিয়ে দিয়েছেন, ফৌজদারি আইনের ১২৫ ধারার উল্লেখ করে একথা জানিয়েছেন তারা।
বেঞ্চের তরফে জানানো হয়েছে, মুসলিম মহিলা (বিবাহবিচ্ছেদের অধিকার রক্ষা) আইন ১৯৮৬ ধর্মনিরপেক্ষ আইনের চেয়ে বেশি প্রাধান্য পাবে না। এদিন বিচারপতি নাগারত্ন বলেন, ”আমরা ফৌজদারি আবেদন খারিজ করে দিচ্ছি। সেই সঙ্গে এই সিদ্ধান্তে আসছি যে ফৌজদারি আইনের ১২৫ ধারা সমস্ত মহিলার ক্ষেত্রেই প্রযোজ্য, কেবল বিবাহিত মহিলাদের ক্ষেত্রেই নয়।” সেই সঙ্গেই তিনি আরও বলেন, ”অনেক স্বামীরা বুঝতেই পারেন না যে তাদের স্ত্রী, যারা গৃহবধূ, তাদের উপরে মানসিক দিক থেকে কতটা নির্ভরশীল। সময় এসেছে ভারতীয় পুরুষদের গৃহবধূদের ভূমিকা ও আত্মত্যাগকে স্বীকৃতি দেয়ার।”
প্রসঙ্গত, এই রায়ের তাৎপর্য বোঝার জন্য ১৯৮৫ সালের শাহ বানো মামলাকে ফিরে দেখা দরকার। এই যুগান্তকারী রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, ফৌজদারি আইনের ১২৫ ধারা সকলের ক্ষেত্রেই প্রযোজ্য, ধর্মমত নির্বিশেষে। কিন্তু মুসলিম মহিলা (বিবাহবিচ্ছেদের অধিকার রক্ষা) আইন ১৯৮৬ আইনে তার প্রভাব লঘু কমে যাচ্ছিল বলে মত ছিল ওয়াকিবহাল মহলের। সেখানে বলা হয়েছিল, মুসলিম মহিলারা কেবলমাত্র ইদ্দতের (অর্থাৎ বিবাহবিচ্ছেদের তিন মাস পরে) পরই। ২০০১ সালে সুপ্রিম কোর্ট ১৯৮৬ আইনের সাংবিধানিক বৈধতা বহাল রাখে। তবে জানিয়ে দেয়, একজন পুরুষ তার বিবাহবিচ্ছিন্না স্ত্রীকে খোরপোশ দিতে বাধ্য, যতক্ষণ না তার ফের বিয়ে হচ্ছে বা তিনি উপার্জনক্ষম হচ্ছেন।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন

রোজা রেখে ঝগড়া করা প্রসঙ্গে।

দলীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হলেও বিএনপি দেশ ও জাতির স্বার্থকে প্রধান্য দেয় - প্রিন্স

গণতান্ত্রিক দেশে ভোট ছাড়া আর কাউকে ক্ষমতায় যেতে দেয়া হবে না:ব্যারিস্টার খোকন

শ্রীমঙ্গলে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

পথশিশু অধিকার চাঁদপুরের ঈদ পোষাক বিতরণ

ঘুষ নেওয়ার দায়ে এসআই বরখাস্ত

ভালুকায় শেখ হাসিনা-কাদেরসহ ৩৯৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা

আনোয়ারায় আওয়ামীলীগের নেতা আটক

১০টি ফেরাউনকেও যদি একত্রে করা হয়, তাও হাসিনার মত এত বড় দুর্ধর্ষ ও জুলুমকারী হতে পারবে না

শমসের গাজী চর্চা কেন্দ্রের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নৈতিক ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা এখন সময়ের দাবি

মোরেলগঞ্জে নতুন ভোটার হতে ১৫ হাজার ৬ শত আবেদন,পুরুষের চেয়ে নারী ভোটার বেশি

মায়ের মৃত্যুর খবরে আ. লীগ নেতার মৃত্যু

আশুলিয়ায় ছাত্রদলের উদ্যোগে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

উদ্বোধন করলেন ৬ উপদেষ্টা, তবে ফলকে নাম নেই কারও

মেহেরপুর থেকে আটক হলেন কিশোরগঞ্জ ০৫ আসনের সাবেক (এমপি) আফজাল হোসেন

রাজনগর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল

অক্সিজেন ছাড়াও বেঁচে থাকা সম্ভব! নতুন চিন্তাভাবনা করছেন গবেষকরা

সুবিধাবঞ্চিতদের কাছে জাকাত-অনুদান পৌঁছে দেয়া যাচ্ছে বিকাশ-এর মাধ্যমে