ডায়নার গয়না মেগানকে পরতে দেননি উইলিয়াম!
৩১ জুলাই ২০২৪, ০১:৩৯ পিএম | আপডেট: ৩১ জুলাই ২০২৪, ০১:৩৯ পিএম
গত কয়েক বছর ধরে লাগাতার রাজপরিবারের বিরুদ্ধে তোপ দেগেছেন রাজকুমার হ্যারি ও তার স্ত্রী মেগান। অভিযোগ উঠেছে, কৃষ্ণাঙ্গ মেগানকে বিয়ে করার কারণে রাজপরিবারের অন্দরেই রোষের মুখে পড়তে হয় হ্যারিকে। এমনকি, তাদের সন্তানের গায়ের রং নিয়েও বৈষম্যমূলক মন্তব্য করা হয়েছিল রাজপরিবারের তরফে। এবার ফের ব্রিটিশ রাজপরিবার সম্পর্কে বিস্ফোরক দাবি প্রকাশ্যে। মেগান যেন লেডি ডায়নার গয়না না পরেন, এব্যাপারে নাকি নিষেধাজ্ঞা জারি করেন প্রিন্স উইলিয়াম। বাকিংহাম প্যালেস নিয়ে রব জিবসনের নতুন বইয়ে এমনই দাবি করা হয়েছে।
উইলিয়াম-কেট এবং হ্যারি-মেগানকে একসঙ্গে ‘ফ্যাব ফোর’ বলে অভিহিত করত ব্রিটিশ মিডিয়া। ছোটবেলা থেকে উইলিয়াম ও হ্যারির মধ্যে সম্পর্ক খুব ভাল হলেও ছবিটা পালটে যায় হ্যারির বিয়ের পর। সেই সম্পর্ক কতটা বিষিয়েছিল তা যেন ফের নতুন করে স্পষ্ট হল সাম্প্রতিক গুঞ্জন ঘিরে। প্রিন্স অফ ওয়েলস উইলিয়াম একদা মা ডায়নার আংটি পরিয়ে প্রেম প্রস্তাব দিয়েছিলেন কেট মিডলটনকে। অথচ হ্যারির মেগানকে বিয়ের সিদ্ধান্ত নিলে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। চাননি ডায়নার গয়না পরুন মেগান।
‘ক্যাথরিন, দ্য প্রিন্সেস অফ ওয়েলস’ বইয়ে লেখক দাবি করেছেন, উইলিয়াম জানতেন তার ভাইয়ের বহু পুত্রবধূকে রানি এলিজাবেথ ডায়নার গয়না পরার অনুমতি দেননি। যদিও উইলিয়ামের ক্ষেত্রে তা হয়নি। তবুও তাঁর উদ্বেগ ছিল বিষয়টি নিয়ে। কেবল তাই নয়, উইলিয়াম ও কেট দুজনেই হ্যারি-মেগানের সম্পর্ক নিয়ে অস্বস্তিতে ছিলেন। তাদের দাবি ছিল, যেভাবে দ্রুত পরিণতির দিকে এগোচ্ছে যুগলের সম্পর্ক তা তাঁদের পছন্দ হচ্ছে না। তাই ভাইকে পরামর্শ দিয়েছিলেন, তাড়াহুড়ো না করতে। এবং মেগানকে রাজপরিবারের সঙ্গে একাত্ম হতে আরও সময় দিতে।
সূত্র মারফত জানা যায়, ব্রিটেনের পরবর্তী রানি কেটের সঙ্গে মেগানের সম্পর্কের অবনতির ফলেই রাজপরিবারের মধ্যে ফাটল ধরেছিল। ২০২১ সালে ওপরা উইনফ্রের চ্যাট শোয়ে এসে মেগান জানিয়েছিলেন, কেটের দুর্ব্যবহারের কারণে তিনি কেঁদে ফেলতেন। প্রয়াত ডায়নার একটি মূর্তি উদ্বোধন অনুষ্ঠানে হ্যারি ও উইলিয়ামকে একে অপরের থেকে বেশ দূরে দূরেই দেখা গিয়েছিল। রানি এলিজাবেথের সিংহাসনে বসার ৭০ বছর পূর্তি উপলক্ষেও একে অপরকে এড়িয়ে গিয়েছিলেন তারা। এলিজাবেথের মৃত্যুর পরে সম্পর্ক জোড়া লাগবে এমনটাই মনে করা হচ্ছিল। কিন্তু তা হয়নি। ফের সামনে এল তিক্ততার অন্য একটা ছবি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত