গুরুত্ব হারাচ্ছে স্পেনের লাইটহাউস
০৩ আগস্ট ২০২৪, ১০:২৮ এএম | আপডেট: ০৩ আগস্ট ২০২৪, ১০:২৮ এএম
সমুদ্র উপকূলে লাইটহাউস মানুষের মধ্যে রোমাঞ্চ, স্বপ্ন ও কল্পনা জাগিয়ে তোলে। স্পেনে আজও কয়েকটি লাইটহাউসে মানুষ সবকিছু পরিচালনা করে। কিন্তু ধীরে ধীরে এমন পেশা লোপ পেতে চলেছে।
সমুদ্রের বুকে, উপকূল থেকে ২৩ নটিক্যাল মাইল দূর পর্যন্ত আলো নিক্ষেপ করেন মারিও সানৎস। স্পেনের দক্ষিণে আন্দালুসিয়া অঞ্চলে ফারো দে মেসা রলদানের লাইটহাউসে ৩২ বছর সময় কাটিয়েছেন মারিও। আজ তিনি স্পেনের শেষ লাইটহাউস কিপারদের একজন। নিজের পেশা সম্পর্কে মারিও বলেন, ‘‘কখনো আমার নিজেকে স্বর্গরাজ্যে এক বাড়ির মালিক মনে হয়। ভাবি, এত সুন্দর জায়গায় কাজের সুযোগ সত্যি কি আমার প্রাপ্য? এটা সত্যি এক অসাধারণ প্রাপ্তি। কয়েক বছর পর আমার সেই উপলব্ধি হয়েছিল।''
এক কালে স্পেনের উপকূল জুড়ে প্রায় ৫০০ প্রহরী লাইটহাউসে সক্রিয় ছিলেন। মারিওর অনুমান, বর্তমানে বড়জোর ১৫ জন অবশিষ্ট রয়েছেন। প্রতিদিন তিনি ১৬০ বছর পুরানো ভবনটির যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ করেন। আগে তেল দিয়ে আলো জ্বালানো হতো। আজ বিদ্যুতেই সেই কাজ হয়। মারিও মনে করেন, ‘‘লাইটহাউস চিরকাল জাদুময় ছিল। আলো-ছায়ার খেলা, অন্ধকারের মধ্যে আলোর ঝলক। শুধু জাহাজই নয়, আমাকেও সেই আলো আকর্ষণ করেছিল। এখান থেকে সবকিছু অন্যরকম দেখায়।''
আলোক ছটায় বাধা এড়াতে জানালা পরিষ্কার করতে হয়। ৬৩ বছর বয়সী মানুষটার জন্য মাথা ঘোরা উচ্চতায় সেই কাজ রুটিন হয়ে গেছে। মারিও বলেন, ‘‘আমি সে বিষয়ে কখনোই মাথা ঘামাই নি। আমাকে ভূমধ্যসাগরে সবচেয়ে উঁচু চালু লাইটহাউসে পাঠানো হয়েছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ২২২ মিটার উচ্চতায় অবস্থিত। মাথা ঘোরার ব্যামো থাকলে আগেই আমার অসুবিধা হতো।''
মারিও নিজের লাইটহাউস নিয়ে গর্বিত। তিনি জানেন, যে পুরানো এই স্থাপনা আধুনিক যুগেও অপরিহার্য। তিনি বলেন, ‘‘জিপিএস ভালো জিনিস। কিন্তু প্রায় সব জাহাজের ক্যাপ্টেনই বলেন, যে তাঁরা সব সময়ে লাইটহাউসের বাতির দিকে নজর রাখেন। স্যাটেলাইটে গোলযোগ হতে পারে। কিন্তু লাইটহাউস সব সময়ে হাতের নাগালেই রয়েছে।''
মারিও মাদ্রিদ শহরে বড় হয়েছেন, যা সমুদ্র থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত। সেখানে তাঁর একটা পানশালা ছিল। তারপর তিনি মেরিন সিগনাল মেকানিক হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। জনবহুল শহর ছেড়ে দূরে চলে গিয়েছিলেন তিনি। সেই উপলব্ধি সম্পর্কে মারিও বলেন, ‘‘শহর ছেড়ে বেরিয়ে এলে মানুষ টের পায় যে, সে প্রকৃতির অংশ। একদিকে স্বাধীনতা সম্পর্কে সচেতনতা গড়ে ওঠে এবং মানুষ নিজের বাড়তি ক্ষমতা টের পায়। অন্যদিকে উপলব্ধি হয়, যে তুমি বিশ্বব্রহ্মাণ্ডের ক্ষুদ্র এক কণার মতো।''
স্পেনের সবচেয়ে নতুন ও আধুনিক লাইটহাউস ‘ফারো দে মোখাকার'-ও তাঁর দায়িত্বের মধ্যে পড়ে। সেখানে কোনো মানুষ থাকে না, সব কিছু রিমোট কনট্রোলে চলে। ভবিষ্যতে এমনটাই ঘটবে। সপ্তাহে একদিন মারিও সেখানে ঢুঁ মারেন। নতুন প্রবণতা সম্পর্কে মারিও সানৎস বলেন, ‘‘আমার লাইটহাউস ১৬০ বছর পুরানো। এটার বয়স সবে তিন। দুটিই পরিবর্তনের প্রতীক। অতীতে অনেক মানুষ স্থানীয় পর্যায়ে কাজ করতেন। আজকাল টেলি-ওয়ার্ক, হোম অফিস বেশি গুরুত্ব পাচ্ছে। লাইটহাউসের ক্ষেত্রেও সেটা ঘটছে। আমার সেটা দুঃখজনক মনে হলেও এটাই অগ্রগতির লক্ষণ।''
শেষ লাইটহাউসও রিমোট কন্ট্রোলে চলে যাওয়া শুধু সময়ের অপেক্ষা।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
লস অ্যাঞ্জেলেসে এবার ‘আগুন টর্নেডোর’ আশঙ্কা
দেশে এইচএমপিভিতে আক্রান্ত নারীর মৃত্যু
মোংলায় ভটভটি উল্টে ২ জন নিহত, আহত ২
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ প্রকাশ
নাম ভাঙিয়ে তদবির-টেন্ডারবাজি: সতর্ক করলেন সারজিস
গুলশান থেকে ওবায়দুল কাদেরের ‘পালিত ছেলে’ গ্রেফতার
আখাউড়ায় মর্টার সেল উদ্ধার
বায়ুদূষণে আজ সবার শীর্ষে ঢাকা
শৈলকুপায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
বাবরের মুক্তির অপেক্ষায় কারাগারের সামনে নেতাকর্মীদের ভিড়
ব্যাংক খাত নিপুন কারিগরের মতো যেভাবে ধ্বংস করেন এসকে সুর
প্রধান উপদেষ্টার সঙ্গে আজকের বৈঠক বর্জন করবে লেবার পার্টি
দেশে ফিরতে চান মডেল তিন্নি হত্যা মামলায় খালাস পাওয়া অভি
দুর্নীতির মাধ্যমে পুতুলের ডব্লিউএইচও'র পদ পাওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু
বাড়িতে ঢুকে সাইফ আলিকে ৬ বার ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি
রাজশাহী জেলা ছাত্রদল নেতার পিতা বাচ্চু সরকারের দাফন সম্পন্ন
মোংলায় সড়কের ওপর রাখা পাথরের ধাক্কায় যাত্রীবাহী ভটভটিতে থাকা দুই যাত্রীর মৃত্যু, আহত ৪
গাজায় ঐতিহাসিক পরাজয় ইসরাইলের
১৭ বছর পর আজ দুপুরে কারামুক্ত হচ্ছেন বাবর
দীর্ঘ এক যুগ পর কারামুক্ত হলেন ডেসটিনির চেয়ারম্যান