‘আমাকে বোকা বানাবেন না’, হঠাৎই কেন নেতানিয়াহুর উপরে ক্ষিপ্ত বাইডেন?
০৬ আগস্ট ২০২৪, ০৯:১৭ এএম | আপডেট: ০৬ আগস্ট ২০২৪, ০৯:১৭ এএম
”আমাকে বোকা বানাবেন না।” কটু ভাষায় এভাবেই নাকি জো বাইডেন আক্রমণ করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রীর বেঞ্জামিন নেতানিয়াহুকে। এক মার্কিন সংবাদমাধ্যমের এমনই দাবি। যদিও কোনও সরকারি সূত্রের উল্লেখ তারা করেনি। কিন্তু বাইডেন-নেতানিয়াহু সংঘর্ষ ঘিরে গুঞ্জন ক্রমেই বাড়ছে।
কেন হঠাৎ এত রেগে গেলেন বাইডেন? শোনা যাচ্ছে, নেতানিয়াহু নাকি বাইডেনকে বলেছিলেন হামাসের কাছে থাকা ইসরাইলি পণবন্দিদের মুক্ত করতে তারা আপস করতে রাজি। এবং শিগগিরি তার সরকারের প্রতিনিধি দল হামাসের সঙ্গে আলোচনায় বসবে। এর পরই নাকি বাইডেন কটু ভাষায় নেতানিয়াহুকে হুঁশিয়ারি দেন। সেই সঙ্গেই মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘প্রেসিডেন্টকে হালকা ভাবে নেবেন না।’
এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে পুরোদস্তুর যুদ্ধের আবহ। ইরান ও ইসরাইলের মধ্যে কোনও ছায়াযুদ্ধ নয়, সরাসরি সংঘর্ষ শুরু হওয়া সময়ের অপেক্ষা বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এই পরিস্থিতিতে বাইডেনের এমন মন্তব্য নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। বাইডেন ইরানকে যুদ্ধে প্রবৃত্ত হতেও নিরস্ত করেছেন।
এদিকে বাইডেনের (Joe Biden) এমন রণং দেহি হাবভাবে অসন্তোষ প্রকাশ করেছে ইসরাইলও। প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে এক বিবৃতি পেশ করা হয়েছে শনিবার। সেখানে বলা হয়েছে, ”প্রধানমন্ত্রী (নেতানিয়াহু) কিন্তু মার্কিন রাজনীতিতে নাক গলান না। এবং যিনিই নির্বাচিত প্রেসিডেন্ট, তার সঙ্গে কাজ করতে সম্মত তিনি। তাহলে তিনি এটাও প্রত্য়াশা করবেন যে আমেরিকাও ইসরাইলের রাজনীতিতে নাক গলাবে না।”
এদিকে ইসরাইলের আর এক সরকারি কর্মকর্তা দাবি করেছেন, বাইডেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে পুরোদস্তুর যুদ্ধে অবতীর্ণ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কেননা বাইডেন বার বারই তাকে নিরস্ত করেছেন ইরানের সঙ্গে সংঘাতে না যেতে। সব মিলিয়ে নেতানিয়াহু ও বাইডেনের মধ্যে সম্পর্কের যে অবনতি হচ্ছে তা নিশ্চিত। ফলে আগামিদিনে ইসরাইলের সঙ্গে আমেরিকার রাজনৈতিক সমীকরণে কোনও পরিবর্তন হয় কিনা, সেদিকেও তাকিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
নাটোরে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু
জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ বাতিল
প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সর্বদলীয় বৈঠক শুরু
দাদা বাড়ি বেড়াতে এসে খুন হলো শিশু সাফওয়ান, আটক ২
সর্বদলীয় বৈঠকে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা
হিরণ ও তার ড্রাইভারের লাশ ৫ মাস পর উত্তোলন
সর্বদলীয় বৈঠকে যোগ দিয়েছে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা
শুধু এইচএমপিভি নয়, সানজিদার মাল্টিঅর্গান ফেইল করেছিল
ফরিদপুরের আলোচিত ওবায়দুর হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে স্থায়ী শান্তির আশা তুরস্কের: এরদোগান
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার ৪ আসামি গ্রেফতার
সকলে মিলেমিশে স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
মুগ্ধ হত্যা: ট্রাইব্যুনালে স্নিগ্ধের অভিযোগ
জাবেদ পাটোয়ারী ও বনজ কুমারের পাসপোর্ট বাতিল
কেন এসেছেন, কি করার আছে আপনাদের
ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত কোনোভাবেই স্থির হতে পারছে না: রিজভী
লক্ষ্মীপুরে ট্রাফিক পুলিশের উপর হামলায় ঘটনায় ৯০ জনের নামে মামলা, গ্রেপ্তার ১১
‘আল্লাহ সম্পদ দিয়েছে মানুষের মাঝে বন্টনের জন্য, লুটপাটের জন্য নয়’
আমার মতো চুটিয়ে প্রেম বোধহয় কেউ করেনি—পরীমণি
কলাপাড়ায় ছয় ব্যবসায়ীর জরিমানা