জীবনযাত্রার মূল্য নিয়ন্ত্রণে ব্যাপক অর্থনৈতিক প্রস্তাব কমলা হ্যারিসের
১৮ আগস্ট ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ১৮ আগস্ট ২০২৪, ১২:০৬ এএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস শুক্রবার জীবনযাত্রার মূল্য নিয়ন্ত্রণে ব্যাপক অর্থনৈতিক প্রস্তাব ঘোষণা করেছেন। অর্থনৈতিক পরিকল্পনার অংশ হিসাবে বেশ কয়েকটি নীতির কথা জানিয়েছেন কমলা হ্যারিস।
রোজকার মুদিখানার জিনিস অর্থাৎ গ্রসারির ‘দাম বাড়াতে' চায় যারা, মূল্য নিয়ন্ত্রণে তেমন সংস্থাগুলোকে জরিমানা করার প্রস্তাব দেয়া হয়েছে। তিনি বলেছেন, এর ফলে আবাসনগুলোকে আরো সাশ্রয়ী করা সম্ভব, আমেরিকানদের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে রাখা সম্ভব৷ উত্তর ক্যারোলিনায় প্রচারণার সময় কমলা বলেন, ‘খরচ বেড়েই চলেছে৷ খাবার, ভাড়া, গ্যাস, স্কুলের জামা, প্রেসক্রিপশনের ওষুধ। এত কিছু খরচের পরে অনেক পরিবারের জন্য, মাসের শেষে হাতে আর খুব বেশি টাকা থাকে না।''
নিত্যনৈমিত্তিক জিনিস (গ্রসারি) বা মুদিখানার খরচ বাড়াতে চাওয়া কোম্পানিগুলোর উপর ‘কঠোর শাস্তি' আরোপের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। প্রস্তাবে বলা হয়েছে, ফেডারেল ট্রেড কমিশনকে বড় কর্পোরেশনগুলোকে শাস্তি দেওয়ার আহ্বান জানানো হবে যদি সেগুলো মূল্যবৃদ্ধিতে জড়িত বলে জানা যায়। তবে এটা কংগ্রেসে পাস হতে হবে।
হ্যারিস প্রথমবার বাড়ি কেনা কিছু মানুষের জন্য ২৫ হাজার ডলার ঋণ এবং নতুন বাড়ি তৈরির ক্ষেত্রে কর ছাড়ের প্রস্তাবও করেছেন। তিনি পরিবারের জন্য কর বিরতির কথাও বলেছেন তিনি যার মধ্যে নবজাতকদের পরিবারগুলোর জন্য ছয় হাজার ডলার পর্যন্ত নতুন 'চাইল্ড ট্যাক্স ক্রেডিট' রয়েছে৷
ট্রাম্প এবং হ্যারিসের অর্থনীতি ভাবনার বৈপরীত্য
হ্যারিসের প্রস্তাবগুলো ডনাল্ড ট্রাম্পেরঅর্থনৈতিক পরিকল্পনার বিপরীত। ট্রাম্পের কথায়, কমলা হ্যারিস এভাবে ‘সোভিয়েত-ধাঁচের কমিউনিজম' করছেন। ট্রাম্পের প্রচারণায় বলা হয়েছে, ‘‘কমলা হ্যারিসের অফিসে মাত্র সাড়ে তিন বছর হয়েছে। তিনি যা করেছেন তা হলো অর্থনীতি ভেঙে দেয়া।''
যদিও যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি একটা স্থির নিম্নগামী প্রবণতায় রয়ে গিয়েছে। শক্তিশালী চাকরির বৃদ্ধি এবং রেকর্ড স্টক মার্কেটের সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনীতি মন্দা এড়িয়ে যেতে পেরেছে। কোভিড-সংক্রান্ত অর্থনৈতিক উত্থানের কিছু প্রভাব রয়েছে, যার মধ্যে খাবারের প্রচুর দাম এবং বাড়ির ক্রেতাদের জন্য উচ্চ সুদের হারের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত।
ট্রাম্প এদিকে নানা কর বসানোর প্রস্তাব করেছেন। তার দাবি, এর ফলে অর্থনীতি চাঙ্গা হবে। শুক্রবার উত্তর ক্যারোলিনায় কমলা পাল্টা যুক্তি দেন, এর ফলে অ্যামেরিকানরা আরো বিপদে পড়বেন। কমলা হ্যারিস বলেন, ‘‘তিনি দৈনন্দিন পণ্য এবং মৌলিক প্রয়োজনীয় জিনিসগুলোর উপর জাতীয় বিক্রয় কর আরোপ করতে চান যা আমরা অন্যান্য দেশ থেকে আমদানি করি। এটা অ্যামেরিকানদের ধ্বংস করে দেবে।''
কমলার কথায়, ‘‘এর অর্থ হল আপনার প্রতিদিনের প্রায় প্রতিটা চাহিদার দাম বাড়বে। গ্যাসের উপর কর বসাবেন ট্রাম্প। খাদ্যের উপর কর বসাবেন ট্রাম্প। পোশাকের উপর কর বসাবেন ট্রাম্প। এছাড়াও প্রেসস্ক্রিপশন লাগে না এমন ওষুধের উপর কর বসাতে চান ট্রাম্প।"
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হামাস-ইসরাইল
যে সব শর্তে গাজায় যুদ্ধবিরতি
এনসিটিবির সামনে হামলার ঘটনায় গ্রেপ্তার ২
নোয়াখালীর সদর উপজেলার ইউপি চেয়ারম্যান বাবলু আটক
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন