লিথুয়ানিয়ায় সেনাঘাঁটি তৈরি করছে জার্মানি
২০ আগস্ট ২০২৪, ০৫:১০ পিএম | আপডেট: ২০ আগস্ট ২০২৪, ০৫:১০ পিএম
এবার লিথুয়ানিয়ায় তৈরি হচ্ছে জার্মান সেনাঘাঁটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম জার্মানির কোনো স্থায়ী সেনাঘাঁটি তৈরি হচ্ছে দেশের বাইরে। সোমবার জার্মানি এবং লিথুয়ানিয়ার কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে এই সেনাঘাঁটির কথা ঘোষণা করেন।
জানানো হয়, ২০২৭ সালের মধ্যে এই ঘাঁটি তৈরির কাজ সম্পূর্ণ হবে। এরপর সেখানে যুদ্ধের জন্য প্রস্তুত চার হাজার জার্মান সেনা স্থায়ীভাবে থাকতে শুরু করবেন। উল্লেখ্য, যেখানে এই সেনাঘাঁটি তৈরি হচ্ছে, তা বেলারুশ সীমান্তের কাছে। বেলারুশ রাশিয়ার বন্ধু। ফলে জার্মানির এই নতুন সেনাঘাঁটি নিয়ে বেলারুশ এবং রাশিয়া আপত্তি জানাতে পারে বলে মনে করা হচ্ছে।
জার্মানির কর্মকর্তারা জানিয়েছেন, ওই দেশেই আরেকটি কোনো জায়গায় আরেকটি ছোট ঘাঁটি তৈরি হবে। সেখানে আরো এক হাজার জার্মান সেনা থাকতে পারবেন। ইউক্রেনে রাশিয়া আক্রমণ চালানোর পরেই লিথুয়ানিয়ায় সেনাঘাঁটি তৈরির পরিকল্পনা করেছিল জার্মানি। ঠিক হয়েছিল, ন্য়াটো এবং ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত কোনো দেশে জার্মানি সেনাঘাঁটি তৈরি করবে। কারণ, রাশিয়া পুরনো সোভিয়েত দেশগুলির উপর হামলা চালাতে পারে আশঙ্কা করা হয়েছিল।
লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াস থেকে সামান্য দূরে রুডনিনকাইয়ে এই সেনাঘাঁটি তৈরি হচ্ছে। আর বেলারুশের সীমান্ত থেকে এই ঘাঁটির দূরত্ব মাত্র ২০ কিলোমিটার। এদিনের অনুষ্ঠানে বেলারুশের প্রধানমন্ত্রী ইনগ্রিদ সিমোনাইট বলেছেন, ''আমরা সুরক্ষিত না থাকলে কেউ সুরক্ষিত নন।'' সমাজমাধ্যমে একটি পোস্টও করেছেন তিনি। সেখানে বলেছেন, অন্যকে হুমকি দেয়ার জন্য নয়, নিজেদের সুরক্ষিত রাখতেই এই সেনাঘাঁটি তৈরি করা হচ্ছে।
চলতি বছরে মানুষের ট্যাক্স বাড়িয়ে লিথুয়ানিয়া প্রতিরক্ষা বাজেট বাড়িয়েছে। মোট জিডিপির প্রায় তিন শতাংশ প্রতিরক্ষা খাতে বাড়ানো হয়েছে। লিথুয়ানিয়ার সেনাপ্রধান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, জার্মানির এই সেনাঘাঁটি তৈরি করতে এক বিলিয়ন ইউরো খরচ করা হচ্ছে। লিথুয়ানিয়ার ইতিহাসে যা সবচেয়ে খরচসাপেক্ষ কোনো কাঠামো।
এখনো পর্যন্ত এই ঘাঁটি তৈরির জন্য লিথুয়ানিয়াকে এক পঞ্চমাংশ অর্থ দিয়েছে জার্মানি। এই বছরের শেষে আরো অর্থ দেওয়া হবে বলে জানিয়েছে তারা। তবে আশঙ্কা করা হচ্ছে, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পটি শেষ করা যাবে না।
জার্মানির প্রতিরক্ষা বাজেটও বাড়ানো হবে বলে পার্লামেন্টে আলোচনা হয়েছিল। ঠিক হয়েছিল দুই দশমিক নয় তিন বিলিয়ন ইউরো প্রতিরক্ষা বাজেট বাড়ানো হবে। ১০০টি ২এ৮ লিওপার্ড ট্যাঙ্ক কেনা হবে বলে জানানো হয়েছে। যার অনেকগুলি লিথুয়ানিয়ায় পাঠানো হবে বলে জানানো হয়েছিল।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত