পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় ৯ ফিলিস্তিনি নিহত
২৯ আগস্ট ২০২৪, ০৯:৩৯ এএম | আপডেট: ২৯ আগস্ট ২০২৪, ০৯:৩৯ এএম
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিন, তুলকার্ম ও তুবাস শহরে ইসরায়েলের বড় ধরনের হামলায় অন্তত ৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে।
বুধবার ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানান, মঙ্গলবার মধ্যরাত থেকে শুরু করা ইসরায়েলি বাহিনীর এ অভিযান এখনো চলছে।
পশ্চিম তীরের ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় অভিযোগ করে বলেছে, ইসরায়েলি সামরিক বাহিনী অ্যাম্বুলেন্সের প্রবেশে বাধা দিচ্ছে যা মানবাধিকার আইনের ‘স্পষ্ট লঙ্ঘন’। তারা পশ্চিম তীরের জেনিন, তুলকার্ম ও তুবাসের হাসপাতালগুলো রক্ষায় বিশ্ব সম্প্রদায়ের সাহায্য কামনা করেছেন।
বুধবার সকালে দেওয়া বিবৃতিতে মন্ত্রণালয়টি ‘বিশ্ব সম্প্রদায় ও রেড ক্রসের’ কাছে সাহায্য চেয়েছে। বলেছে, ইসরায়েলের সেনাবাহিনী ইবনে সিনা হাসপাতালের দিকে যাওয়া রাস্তাগুলো বন্ধ করে রেখেছে এবং খলিল সুলেইমান হাসপাতাল, রেড ক্রিসেন্টের সদরদপ্তর ও ফ্রেন্ডস অব দ্য পেইসেন্স সোসাইটি ঘিরে রেখেছে।
এর আগে এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছিল, জেনিনের এক হাসপাতালের সামনে ইসরায়েলি সেনারা অবস্থান নিয়ে যেসব লোক বের হয়ে আসছে তাদের পরিচয়পত্র পরীক্ষা করছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ), ইসরায়েলের নিরাপত্তা পরিষেবা ও পুলিশ যৌথ বিবৃতি দিয়ে বলেছে, তারা জেনিন ও তুলকার্মে একটি সন্ত্রাসবিরোধী অভিযান’ পরিচালনা করছে আর এই অভিযানে নয়জন নিহত হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, জেনিনে ইসরায়েলি ‘ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর প্রতি হুমকি হওয়ায়’ বিমান হামলা চালিয়ে তিন ‘সশস্ত্র সন্ত্রাসীকে’ হত্যা করা হয়েছে।
তারা জানিয়েছে, জেনিন ও তুলকার্মে আরও দুইজন সশস্ত্র ব্যক্তিকে হত্যা করা হয়েছে। ওই এলাকার রাস্তাগুলোতে পেতে রাখা বিস্ফোরক নিষ্ক্রিয় করেছে সেনারা। তুবাসে বিমান হামলা চালিয়ে আরও চারজনকে হত্যা করা হয়েছে।
জাতিসংঘের মানবাধিকার দপ্তর ওএইচসিএইচআর অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর ‘ক্রমবর্ধমান সামরিক প্রতিক্রিয়ার’ নিন্দা করেছে। ইসরায়েলের অভিযান যেভাবে চালানো হচ্ছে তা ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এবং ইতোমধ্যে বিস্ফোরক পরিস্থিতিতে’ আরও ইন্ধন যোগাচ্ছে বলে অভিযোগ করেছে তারা।
ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি (পিসিআরএস) জানায়, ইসরায়েলি বাহিনী তুবাসের কাছে ফার’আ শরণার্থী শিবিরে তাদের মেডিকেল পয়েন্ট ‘তছনছ’ করেছে।
৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের আক্রমণের পর থেকে পশ্চিম তীরে প্রায় প্রতিদিন অভিযান চালাচ্ছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী।
২০০০ থেকে ২০০৫ পর্যন্ত চলা দ্বিতীয় ইন্তিফাদার পর থেকে এই প্রথম পশ্চিম তীরের কয়েকটি ফিলিস্তিনি শহরে ইসরায়েলি বাহিনী একযোগে হামলা শুরু করেছে বলে বিশ্বাস করা হচ্ছে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
রিয়ালকে গোলবন্যায় ভাসিয়ে চ্যাম্পিয়ন বার্সা
গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫