উত্তরপ্রদেশে গাছে ঝুলন্ত অবস্থায় দুই দলিত কিশোরীর লাশ উদ্ধার, রহস্য চরমে
২৯ আগস্ট ২০২৪, ০২:২৩ পিএম | আপডেট: ২৯ আগস্ট ২০২৪, ০২:২৩ পিএম
মঙ্গলবার সকালে ভারতের উত্তরপ্রদেশের ফারুখাবাদে একটি গাছে ঝুলন্ত অবস্থায় ১৫ ও ১৮ বছর বয়সী দুই দলিত কিশোরীর লাশ উদ্ধার করা হয়। ফারুখাবাদের পুলিশ সুপার অলোক প্রিয়দর্শী জানিয়েছেন, কায়ামগঞ্জের কাছে একটি গ্রামের আমবাগান থেকে ওই দুই কিশোরীর দেহ উদ্ধার হয়। তিনি বলেন, দুই মেয়েই ঘনিষ্ঠ বন্ধু এবং একই সম্প্রদায়ের।
পুলিশ জানিয়েছে, আজ সকালে ভগৌতিপুর গ্রাম থেকে খবর পাই, একটি গাছে দুটি মেয়ের দেহ ঝুলছে। দ্রুত পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই দুই মেয়ে প্রতিবেশী ও ঘনিষ্ঠ বন্ধু ছিল। একটি দেহ ওড়নার এক প্রান্ত থেকে এবং অন্য দেহটি অন্য প্রান্ত থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। তারা গাছে ঝুলে আত্মহত্যা করে থাকতে পারে বলে মনে হচ্ছে, তবে পুলিশ মামলাটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছে।
প্রিয়দর্শী জানান, স্থানীয় সময় সোমবার রাত ৯টা নাগাদ গ্রামের যে মন্দিরে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর ট্যাবলো দেখতে গিয়েছিল, সেখান থেকে নিখোঁজ হয়ে যায় দুই মেয়ে। পুলিশ সুপার জানান, দুই মেয়ের পরিবারের লোকজন রাতভর খোঁজাখুঁজি করেও তাদের খুঁজে পাওয়া যায়নি। তিনি জানান, মঙ্গলবার সকালে কয়েক ঘণ্টা পর গাছে তাদের ঝুলন্ত লাশ পাওয়া যায়।
পুলিশ সুপার বলেন, ‘একই গাছের কাছে একটি মোবাইল ফোন এবং একটি মেয়ের জিনিসপত্র থেকে একটি সিম কার্ড পাওয়া গেছে।’ তিনি বলেন, মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে। পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এদিকে, ফারুখাবাদের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সঞ্জয় কুমার বলেছেন, প্রাথমিক তদন্তে এই মৃত্যুকে আত্মহত্যা বলে মনে করা হচ্ছে।
এক কিশোরীর বাবার অভিযোগ, মেয়েদের খুন করা হয়েছে। ‘প্রথমে সন্ধ্যা সাড়ে সাতটায় তারা একসঙ্গে ঘুরতে গিয়েছিলেন এবং ফিরে আসেন এবং রাত ৯টায় তারা আবার মন্দিরে যান। যখন তারা ফিরে আসেনি, তখন আমি কাছাকাছি থাকা আমার বোনের বাড়িতে গিয়েছিলাম। তাদের না পেয়ে আমি গ্রামে ঘুরে তাদের খোঁজে বেড়াই। ভোর ৫টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে যাওয়া আমার ভাবী ছুটে এসে আমাদের জানালো তিনজনের লাশ ঝুলছে। আমি সেখানে পৌঁছে দেখি তাদের একজন আমার মেয়ে এবং অন্যজন আমার প্রতিবেশীর মেয়ে। দু’জনকেই খুন করে দেহ ওড়না দিয়ে ঝুলিয়ে দেয়া হয়েছে। সূত্র: হিন্দুস্তান টাইমস।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহত আরও ২৮ ফিলিস্তিনি
হাঁটতে পারছেন খালেদা জিয়া, দোয়া চাইলেন দেশবাসীর কাছে
মধ্যরাতে অনশনে যোগ দিলেন জবির অর্ধশতাধিক ছাত্রী
রিয়ালকে গোলবন্যায় ভাসিয়ে চ্যাম্পিয়ন বার্সা
গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১