বিল গেটস-স্টিভ জবসের ১৮ বছর বয়সের সিভি মিলেছে, কী লেখা ছিল তাতে?
৩০ আগস্ট ২০২৪, ০৪:৫৫ পিএম | আপডেট: ৩০ আগস্ট ২০২৪, ০৪:৫৫ পিএম
বিশ্বখ্যাত প্রযুক্তি কোম্পানি অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস এবং মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের ১৮ বছর বয়সে তৈরি করা বিশ্বখ্যাত প্রযুক্তি কোম্পানি অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস এবং মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের ১৮ বছর বয়সে তৈরি করা বায়োডাটার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম হঠাৎ করে ভাইরাল হয়েছে। ছবি সামাজিক যোগাযোগমাধ্যম হঠাৎ করে ভাইরাল হয়েছে।
প্রযুক্তির মাধ্যমে বিশ্বে আমূল পরিবর্তন আনা এই দুই প্রযুক্তিবিদের শুরুর সময়ের ক্যারিয়ার জীবন কেমন ছিল তা ফুটে উঠেছে এই সিভির মাধ্যমে। স্টিভ জবসের ১৯৭৩ সালের সিভিতে দেখা যাচ্ছে তিনি বলছেন তার মূল নজর হলো ইলেকট্রনিক্স এবং প্রযুক্তির উপর। অ্যাপলের মাধ্যমে প্রযুক্তি খাতে বিপ্লব ঘটানো স্টিভ জবস তার সিভিতে আরও লিখেছেন, ‘ইলেকট্রনিক্স এবং প্রযুক্তি’ খাতে তিনি বিশেষভাবে দক্ষ।
অপরদিকে ১৯৭১ সালের সিভিতে বিল গেটস লিখেছেন, তিনি অবিবাহিত, মার্কিন নাগরিক, তার বর্তমান বেতন ১৫ হাজার ডলার। নতুন চাকরিতে কী ধরনের বেতন চান সেক্ষেত্রে আলোচনা করা যাবে বলেও উল্লেখ করেছেন। এছাড়া যে কোনো জায়গায় কাজ করতে প্রস্তুত বলেও জানিয়েছিলেন তিনি। বিল গেটস আরও লিখেছেন, তিনি হার্ভার্ড কলেজের প্রথম বর্ষে পড়ছেন। অপরদিকে অভিজ্ঞতার জায়গায় তিনি লিখেছেন— তার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দক্ষতা রয়েছে। যার মধ্যে আছে FORTRAN, COBOL এবং BASIC। এছাড়া কম্পিউটার চালানোতেও দক্ষতা আছে বলে জানান তিনি। যার মধ্যে আছে PDP-10, PDP-8 এবং CDC-6400।
এছাড়া পল জি অ্যালেনের সঙ্গে একসঙ্গে কাজ করছেন বলেও জানান তিনি। পরবর্তীতে এই পল জি অ্যালেনের সঙ্গে তিনি তৈরি করেন মাইক্রোসফট। স্টিভ জব অ্যাপলের অন্যতম সহপ্রতিষ্ঠাতা হলেও ১৯৮৫ সালে নিজ প্রতিষ্ঠান ছাড়তে তাকে বাধ্য করা হয়। এরপর ১৯৯৭ সালে তিনি আবারও অ্যাপলে ফিরে আসেন। এরপর তার নেতৃত্বে অ্যাপল তৈরি করে আইম্যাক, আইপড, আইফোন এবং আইপ্যাড। স্টিভ জবস ২০১১ সালের ৫ অক্টোবর মারা যান।
অপরদিকে বিল গেটস ১৯৭৫ সালে তৈরি করেন মাইক্রোসফট। ছোটকাল থেকেই কম্পিউটার পোগ্রামিংয়ে তার আগ্রহ ছিল। মাত্র ১৩ বছর বয়সেই তিনি কোড লেখা শুরু করেন। বিল গেটস এবং তার বন্ধু অ্যালেন এমস-ডস অপারেটিং সিস্টেম ডেভেলপ করেন। আর ১৯৮৫ সালে বাজারে ছাড়েন মাইক্রোসফট উইন্ডোজ। এটি পরবর্তীতে ব্যক্তিগত কম্পিউটারে বিপ্লব ঘটায়।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড