গুপ্তধনের সন্ধান, বদলে যেতে পারে পাকিস্তানের অর্থনীতি
০৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৪ এএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৪ এএম
চরম আর্থিক দুরাবস্থায় পাকিস্তান। দেশের অর্থনীতি কার্যত ভেঙে পড়েছে। হাত পাততে হয়েছে চীন ও আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের কাছে। তবে পাকিস্তানের এই দুরাবস্থা কিন্তু দূর হতে পারে। এমন গুপ্তধনের সন্ধান পাওয়া গেছে, যা গোটা দেশের অর্থনীতিকেই বদলে দিতে পারে। কী সেই গুপ্তধন জানেন?
পাকিস্তানি সংবাদমাধ্যম সূত্রে খবর, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডারের খোঁজ মিলেছে। পাকিস্তানের জলসীমাতেই এই খনিজ ভাণ্ডার রয়েছে। সেই খনিজ ভাণ্ডার নাকি এতটাই বড় যে দেশের অর্থনীতি বদলে যেতে পারে। তিন বছর ধরে সমীক্ষা চালিয়ে এই তৈল ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডারের অস্তিত্ব নিশ্চিত করা হয়েছে।
পাকিস্তান সরকারের তরফে বলা হয়েছে, এই খনিজ ভাণ্ডার থেকে যে বিপুল অর্থ উপার্জন হবে, তাকে ‘ব্লু ওয়াটার ইকোনমি’ বলা হচ্ছে। এই খনিজ ভাণ্ডার খননের জন্য সরকার ইতিমধ্যেই নিলাম দর ডাকছে। শীঘ্রই সমীক্ষা শুরু হবে। তবে কুয়ো খুঁড়ে, তার থেকে তেল উত্তোলন করতে বেশ কয়েক বছর সময় লেগে যেতে পারে।
পাকিস্তান আশাবাদী যে এই খনি থেকে শুধু তেল ও প্রাকৃতিক গ্যাসই নয়, ওই খনি ও সমুদ্র থেকে বহু মূল্যবান খনিজের সন্ধান মিলতে পারে। দেশের ভাগ্য বদলাতে দ্রুত কাজ শুরু করতে চায় পাকিস্তানের সরকার।
পাকিস্তানের সাবেক তেল ও গ্যাস রেগুলেটরি অথারিটির সদস্য মহম্মদ আরিফ পাকিস্তানি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমরা আশাবাদী হলেও, ১০০ শতংশ নিশ্চয়তা নেই যে বিপুল তেলের সন্ধান মিলবে। যদি গ্যাসের খনি পাওয়া যায়, তবে এলএনজি আমদানি হ্রাস পেতে পারে। বিদেশ থেকে পেট্রোলিয়াম আমদানিও বন্ধ হবে, যা দেশের বিপুল অর্থ সঞ্চয় করবে। খননের জন্য ৫ বিলিয়ন ডলারের মতো অর্থের প্রয়োজন পড়তে পারে। ৪-৫ বছর সময় লেগে যেতে পারে খননের কাজ শুরু করতে।’
অনেকের দাবি, এটা বিশ্বের চতুর্থ বৃহত্তম তেল ও প্রাকৃতিক গ্যাসের খনি হতে পারে। বিশ্বের সবথেকে বেশি তেলের খনি রয়েছে ভেনেজুয়েলাতে। এছাড়া সউদী আরব, ইরান, কানাডা ও ইরাকেও প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়ামের খনি রয়েছে। মনে করা হয়, আমেরিকাতেও এমন প্রচুর তেলের খনি রয়েছে, যার হদিশ এখনও মেলেনি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
শেখ পরিবার একটি চোরের কারখানা’
অব্যাহতি পাওয়া এসআইদের আন্দোলনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা মামুন
জিমি কার্টারের প্রতি ৩০ দিনের শোকাবস্থা উপেক্ষা করে ট্রাম্পের পতাকা উত্তোলন
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা-তারেকসহ সব আসামি খালাস
টিউলিপের জায়গায় নিয়োগ পেলেন এমা রেনল্ডস
পদত্যাগপত্রে টিউলিপ সিদ্দিক যা লিখেছেন
টিউলিপের পদত্যাগ ইস্যুতে প্রেস উইংয়ের বিবৃতি
আজ বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান ৬ নম্বরে
মেয়ের বাড়ি থেকে ফেরার পথে লাশ হলো "মা"!
মীরসরাইয়ে মুন্না খুনের ঘটনায়, পৌর যুবদলের আহ্বায়ক বহিষ্কার
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার
আজ সারদায় ৪৮০ এসআইয়ের সমাপনী কুচকাওয়াজ
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৬৩ জন ফিলিস্তিনি, মানবিক সংকট চরমে
ছাগলকাণ্ডের সেই মতিউর ও তার স্ত্রী গ্রেফতার
সেন্টমার্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন রিসোর্ট পুড়ে ছাই
শুল্ক রেলস্টেশন দিয়ে ভারত থেকে ২ হাজার ৪৫০ মেট্রিক টন চাল আমদানি
শুল্ক–কর বৃদ্ধির ফলে দেশের তামাক খাতে কী প্রভাব পড়বে
ব্যাংকিং সেবা খাতে এখনো ভারতীয় আধিপত্য
পরিষ্কার বার্তা চায় জনগণ
অবশেষে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ