এবার বিদ্রোহে উসকানির অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে মামলা
১৪ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৫ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৫ পিএম
পাকিস্তানের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফআইএ) শুক্রবার পিটিআইয়ের প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের বিদ্রোহে উসকানি দেয়ার অভিযোগে একটি মামলা দায়ের করেছে।
সূত্র জানিয়েছে, তদন্ত এবং প্রযুক্তিগত কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি এফআইএ দল ইমরান খানকে তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে একটি বিতর্কিত পোস্টের বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আদিয়ালা জেল পরিদর্শনে গিয়েছিল। তবে ইমরান খান তার আইনজীবীদের উপস্থিতি ছাড়া জিজ্ঞাসাবাদে যোগ দেবেন না বলে জানিয়ে দেন ওই তদন্ত কর্মকর্তাদের।
এর আগে, ইমরান খানের সামাজিক যোগাযোগ-মাধ্যম অ্যাকাউন্টগুলি থেকে বিভিন্ন পোস্ট দিয়ে দেশে বিশৃঙ্খলা ও নৈরাজ্য তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারা।
এ বিষয়ে তিনি তখন বলেন, ‘জাতীয় নিরাপত্তাকে ক্ষুণ্ণ করার জন্য এসব অ্যাকাউন্ট ব্যবহৃত হচ্ছে। তার এই অ্যাকাউন্টগুলি কারা ব্যবহার করছেন তা নিশ্চিত করা হবে এবং এই ধরনের পোস্টগুলি ইমরান খানের নির্দেশে করা হয়েছিল নাকি অন্য কারও নির্দেশে করা হয়েছিল, সে সম্পর্কে জানা হবে।’
তথ্য মন্ত্রী আরও বলেন, বর্তমান প্রধান বিচারপতি ও অন্যান্য প্রতিষ্ঠানের প্রধানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। এসব পোস্টের মাধ্যমে তিনি রাষ্ট্রীয় দুটি বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে জনগণকে সংগঠিত করার চেষ্টা করেছেন, যা অত্যন্ত নিন্দনীয়। এ বিষয়ে পিটিআই প্রতিষ্ঠাতাকে তদন্ত করা হবে। পিটিআই প্রতিষ্ঠাতার অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বার্তাটি ছিল ‘দেশে রাষ্ট্রদ্রোহিতা এবং নৈরাজ্য সৃষ্টির সমতুল্য’।
তিনি আরও বলেন, পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান সাম্প্রতিক পোস্টে নিজেকে শেখ মুজিব-উর-রহমানের সঙ্গে তুলনা করেছেন। যদিও সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি, সে সম্পর্কে তার কোনো ধারণা নেই। সেখানে সত্য উপলব্ধি করার পরে লোকেরা তাদের মূর্তিগুলি ভেঙে দিয়েছে।
উল্লেখ্য, তোশাখানা মামলাসহ বেশ কিছু মামলায় বর্তমানে জেল হাজতে রয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান। তবে সেখানে থেকেই সরকারি কর্মকর্তাদের পাকিস্তানের সাম্প্রতিক বিক্ষোভে উস্কানি দিচ্ছেন ইমরান খান। এমন অভিযোগ তুলে ইমরান খানের ওপর বিদ্রোহে উস্কানি দেয়ার আরেকটি মামলা দায়ের করা হল। সূত্র: ডন।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
অস্ট্রিয়ার তিরোলে তুষারধসে বাবা-ছেলের মৃত্যু
বিয়ে-বাচ্চা সব মানুষ হওয়ায় দিছে: জেফার
নতুন শাসকদের সাথে সংঘর্ষে সিরিয়ায় আসাদ অনুসারীদের হাতে ১৪ জন নিহত
কালকিনিতে ইউপি সদস্য নিহত, আহত ১০
রাজধানীতে শীতের ছোঁয়ায় শীতল সবজির বাজার
উত্তরা ক্লাবের প্রেসিডেন্ট হলেন ফয়সাল তাহের
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে ২ গ্রুপের সংঘর্ষ, ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
সংস্কার ও নির্বাচনী প্রস্তুতি একই সঙ্গে চলবে: প্রধান উপদেষ্টা
ইংরেজি নববর্ষে আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার নির্দেশ
ইন্টারপোলের তালিকায় হাসিনার নাম যুক্ত হওয়া নিয়ে যা জানা গেল, খোঁজা হচ্ছে আরও যেসব বাংলাদেশিকে
দক্ষিণ কোরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন ভোট, মুদ্রার মান পতন
কটিয়াদীতে তুচ্ছ ঘটনায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
জাহাজে ছেলে হত্যা: শোকে মারা গেলেন বাবা
ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকালে বিজিবি’র হাতে ১৬ বাংলাদেশি আটক
সৈয়দপুরে রাস্তা সংস্কারে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগে কাজ বন্ধ করে দিলো ছাত্ররা
শার্শায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ গ্রুপে সংঘর্ষ
ইউক্রেনে আহত উত্তর কোরীয় এক সেনা আটক
টাকা খেয়ে আ.লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে ভারতের মিডিয়া : সারজিস
বাংলাদেশের সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্র : জাতীয় নাগরিক কমিটি
সিরিয়ার সাবেক বিচারপতিকে গ্রেপ্তার করেছে প্রশাসন