ঢাকা   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১

যেভাবে লেবাননে পেজার বিস্ফোরণ ঘটায় ইসরাইল

Daily Inqilab অনলাইন ডেস্ক

১৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৮ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩০ পিএম

একের পর এক পেজার বিস্ফোরণে বিপর্যস্ত সিরিয়ায় লেবানন। একই সঙ্গে সিরিয়াতেও পেজার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, এই হামলায় মৃত্যু হয়েছে অন্তত ন’জনের। আহতের সংখ্যা চার হাজার ছুঁইছুঁই। চারপাশে শুধুই স্বজনহারাদের হাহাকার। হাসপাতালগুলোতে তিলধারণের জায়গা নেই।

 

পেজার হামলার নেপথ্যে ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদকেই কাঠগড়ায় তুলেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা। সরকারি সূত্রে খবর, এই হামলায় হিজবুল্লার একাধিক সদস্যের মৃত্যু হয়েছে। মৃতের তালিকায় রয়েছে এক কিশোরীও। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইরানের রাষ্ট্রদূতও এই হামলায় আহত হয়েছেন। পেজার হামলার দায় ইসরাইলের উপর চাপিয়ে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লা। তবে এই হামলা সম্পর্কে এখনও পর্যন্ত ইসরাইলের তরফে কোনও বিবৃতি আসেনি।

 

কী এই পেজার? কী ভাবেই বা সেগুলি লেবানন এবং সিরিয়ায় আনা হল? কী ভাবেই বা প্রাণঘাতী বোমার রূপ দেয়া হল যন্ত্রগুলিকে? পেজার হল যোগাযোগ মাধ্যমের একটি যন্ত্র। ২০ শতকের শেষের দিকে যখন সকলের হাতে হাতে মোবাইলের রমরমা ছিল না, সেই সময় যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল এই পেজার। পেজারের যান্ত্রিক গঠন মোবাইলের মতো অত জটিল না। এটি একটি সরল বেতার যন্ত্র যা মেসেজ আদান-প্রদান করতে সক্ষম। ফোনের মতো এই যন্ত্রে কথা বলা যায় না। ইন্টারনেটের ব্যবহারও এই যন্ত্রে করা যায় না। পেজার খুব উচ্চ কম্পাঙ্ক বা অতি-উচ্চ কম্পাঙ্কের রেডিও তরঙ্গে কাজ করে।

 

পেজারের চারটি মূল উপাদান। একটি অ্যান্টেনা যা রেডিও সঙ্কেত গ্রহণ করে, একটি রিসিভার যা আগত বার্তাগুলিকে ডিকোড করে, একটি স্ক্রিন যেখানে সেই বার্তা দেখা যায় এবং একটি ব্যাটারি। হাতে বা পকেটে রেখে ঘোরা যায় এই যন্ত্র। পেজার একমুখী যোগাযোগের যন্ত্র, যার অর্থ এই যন্ত্রে এক সময়ে হয় মেসেজ গ্রহণ করা যায় বা পাঠানো যায়। দুটো কাজ একসঙ্গে চলতে পারে না। তবে পরবর্তীতে দ্বিমুখী পেজারও বাজারে আসে, যা একসঙ্গে বার্তা আদান-প্রদান করতে পারত।

 

মোবাইল ফোনের রকেট গতিতে উত্থানের কারণে কালের নিয়মে গুরুত্ব হারায় পেজার। ব্যবহার কমে। এই যন্ত্র এখন বিলুপ্তপ্রায়। তবে খুব কম হলেও বিশেষ কারণে কিছু জায়গায় পেজার এখনও ব্যবহার করা হয়। বিশেষ করে সেই সব প্রত্যন্ত অঞ্চলে যেখানে নেটওয়ার্কের হাল খারাপ। পাশাপাশি, পেজারের মাধ্যমে যোগাযোগ অনেক বেশি নিরাপদ এবং ব্যক্তিগত হিসাবে বিবেচিত হয়। ট্র্যাক করাও সহজ নয়। আর সেই কারণেই বিভিন্ন সশস্ত্র সংগঠন বা গোষ্ঠীর কাছে এখনও এই যন্ত্রের গুরুত্ব অপরিসীম। একই কারণে হিজবুল্লাও সেই যন্ত্র এখনও ব্যবহার করে।

 

সেই পেজারের মধ্যেই বিস্ফোরক রেখে লেবানন এবং সিরিয়ায় বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে খবর। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, যে পেজারগুলিতে বিস্ফোরণ হয়েছে সেগুলি তাইওয়ান থেকে আনানো। তাইওয়ান থেকে মোট পাঁচ হাজার পেজার আনিয়েছিল হিজবুল্লা। তাইওয়ান থেকে পাঁচ মাস আগে আনা ওই পেজারগুলিতেই বিস্ফোরক ভরে দেয়া হয়েছিল। হিজবুল্লার দাবি, এই নজিরবিহীন হামলার নেপথ্যে রয়েছে মোসাদ। ইসরাইলি গুপ্তচর সংস্থার তরফেই কোনও ভাবে বিস্ফোরক পেজারের মধ্যে ভরা হয়েছিল।

 

লেবাননের নিরাপত্তা বাহিনীর সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, পেজারগুলিতে একই সময়ে একটি বিশেষ সাঙ্কেতিক বার্তা পাঠানো হয়েছিল। আর সেই মেসেজ খুলতেই পেজারের ভিতরের বিস্ফোরক সক্রিয় হয়ে বিস্ফোরণ ঘটে। সূত্রটি রয়টার্সকে বলেছে, ‘পেজারের ভিতরে যে যান্ত্রিক বোর্ড মেসেজ গ্রহণের কাজে ব্যবহৃত হয়, সেখানে বিস্ফোরক ভরেছিল মোসাদ। সেই বিস্ফোরক শনাক্ত করা খুব কঠিন। এমনকি, কোনও স্ক্যানারেও ওই বিস্ফোরক ধরা পড়ে না।’

 

তাইওয়ানের পেজার প্রস্তুতকারী সংস্থা ‘গোল্ড অ্যাপোলো’কে পেজারগুলি বানানোর টেন্ডার দিয়েছিল ইরানের মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লা। এপ্রিল-মে নাগাদ যন্ত্রগুলি সশস্ত্র গোষ্ঠীর হাতে আসে। যে পেজারগুলি পাঠানো হয়েছিল সেই মডেলটির নাম এপি৯২৪। সূত্র অনুযায়ী, বেশ কয়েক মাস ধরে পরিকল্পনা করে পেজার হামলার ছক কষা হয়েছিল। সুযোগ বুঝে পেজারের মধ্যে ভরে দেয়া হয়েছিল বিস্ফোরক।

 

অন্য দিকে, সংবাদমাধ্যম ‘স্কাই নিউজ আরাবিয়া’র সঙ্গে কথা বলা হিজবুল্লা সূত্রের অভিযোগ, মোসাদ একটি উচ্চ বিস্ফোরক পদার্থ পেজারের ব্যাটারিতে ভরে দিয়েছিল এবং দূর থেকে ব্যাটারির তাপমাত্রা বাড়িয়ে বিস্ফোরণ ঘটানো হয়। কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা আবার সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, প্রতিটি পেজারে ২০ গ্রামেরও কম বিস্ফোরক ভরা হয়েছিল।

 

কী ভাবে এবং কখন পেজারের ভিতরে বিস্ফোরক ভরা হয়েছিল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ওই বিস্ফোরক কী ভাবে সক্রিয় করা হল, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। পেজার হামলার নিন্দা করে লেবাননের তথ্যমন্ত্রী জিয়াদ মাকারি একে ‘ইসরাইলি আগ্রাসন’ বলে মন্তব্য করেছেন। অন্য দিকে, হিজবুল্লার তরফে এই বিস্ফোরণের জন্য ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার অঙ্গীকার নিয়েছে। একটি বিবৃতি জারি করে সশস্ত্র গোষ্ঠী জানিয়েছে, এই হামলার জন্য ‘ন্যায্য শাস্তি’ পাবে ইসরাইল।


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

প্রথম দিনটা বাংলাদেশের হতে দিলেন না আশ্বিন-জাদেজা

প্রথম দিনটা বাংলাদেশের হতে দিলেন না আশ্বিন-জাদেজা

কওমি শিক্ষার্থীদের প্রতি সকল বৈষম্যের অবসান হোক সেমিনারে ১৩ দফা প্রস্তাবনা ও ২দফা কর্মসূচি ঘোষণা

কওমি শিক্ষার্থীদের প্রতি সকল বৈষম্যের অবসান হোক সেমিনারে ১৩ দফা প্রস্তাবনা ও ২দফা কর্মসূচি ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নোবিপ্রবির আহত দুই শিক্ষার্থীর মধ্যে অনুদান প্রদান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নোবিপ্রবির আহত দুই শিক্ষার্থীর মধ্যে অনুদান প্রদান

অভিবাসী বিতর্কের কেন্দ্রবিন্দু ওহাইও সফরের অঙ্গীকার ট্রাম্পের

অভিবাসী বিতর্কের কেন্দ্রবিন্দু ওহাইও সফরের অঙ্গীকার ট্রাম্পের

বেনাপোল বন্দর পরিস্থিতি ও নির্মাণ তদন্তে কাজ করছে তদন্ত কমিটি: ড. এম সাখাওয়াত হোসেন

বেনাপোল বন্দর পরিস্থিতি ও নির্মাণ তদন্তে কাজ করছে তদন্ত কমিটি: ড. এম সাখাওয়াত হোসেন

বাকৃবি'র ২৬তম উপাচার্য হলেন অধ্যাপক ফজলুল হক ভূঁইয়া

বাকৃবি'র ২৬তম উপাচার্য হলেন অধ্যাপক ফজলুল হক ভূঁইয়া

কুষ্টিয়া পৌরসভার তিন কাউন্সিলর আটক

কুষ্টিয়া পৌরসভার তিন কাউন্সিলর আটক

দেশ ও জাতির উন্নয়নে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে- কেসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা

দেশ ও জাতির উন্নয়নে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে- কেসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা

সপ্তাহে সাত দিনেই চলবে মেট্রোরেল

সপ্তাহে সাত দিনেই চলবে মেট্রোরেল

আশ্বিন-জাদেজা জুটির দেড়শ

আশ্বিন-জাদেজা জুটির দেড়শ

দিল্লিতে মেয়ের সঙ্গেই থাকছেন শেখ হাসিনা, ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন

দিল্লিতে মেয়ের সঙ্গেই থাকছেন শেখ হাসিনা, ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন

ঢাকা চাইলে দিল্লি হস্তান্তর করতে পারে হাসিনাকে

ঢাকা চাইলে দিল্লি হস্তান্তর করতে পারে হাসিনাকে

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান: ভারতকে শামসুজ্জামান দুদু

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান: ভারতকে শামসুজ্জামান দুদু

বৈষম্যমুক্ত থাকবে খুলনার সকল থানা- কেএমপি কমিশনার

বৈষম্যমুক্ত থাকবে খুলনার সকল থানা- কেএমপি কমিশনার

গণতন্ত্রকে নসাৎ করতে দেয়া যাবে না  -রফিকুল আলম মজনু

গণতন্ত্রকে নসাৎ করতে দেয়া যাবে না -রফিকুল আলম মজনু

২০ লাখ ৫০ হাজার টাকা খরচেই চালু হচ্ছে কাজীপাড়া মেট্রোস্টেশন

২০ লাখ ৫০ হাজার টাকা খরচেই চালু হচ্ছে কাজীপাড়া মেট্রোস্টেশন

হাসিনার ভিসার মেয়াদ শেষ আজ, কী ঘটবে শেখ হাসিনার ভাগ্যে নানা প্রশ্ন রাজনৈতিক মহলে

হাসিনার ভিসার মেয়াদ শেষ আজ, কী ঘটবে শেখ হাসিনার ভাগ্যে নানা প্রশ্ন রাজনৈতিক মহলে

ফরিদগঞ্জে উপজেলা প্রকৌশলীর রোষানলে ঠিকাদার

ফরিদগঞ্জে উপজেলা প্রকৌশলীর রোষানলে ঠিকাদার

মোরেলগঞ্জে দুর্নীতির অভিযোগ ও ফ্যাসীবাদের দোসর আখ্যা দিয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার পদত্যাগের দাবিতে মানববন্ধন

মোরেলগঞ্জে দুর্নীতির অভিযোগ ও ফ্যাসীবাদের দোসর আখ্যা দিয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার পদত্যাগের দাবিতে মানববন্ধন

ছাত্র জনতার আন্দোলনে ঠাকুরগাঁওয়ের নিহতদের পরিবার ও আহতদের সাথে সাক্ষাত ও সাহায্যকরণ সভা করেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

ছাত্র জনতার আন্দোলনে ঠাকুরগাঁওয়ের নিহতদের পরিবার ও আহতদের সাথে সাক্ষাত ও সাহায্যকরণ সভা করেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল